হবিগঞ্জ প্রতিনিধি :
“ঐক্যবদ্ধ কাজ করি- কুষ্টমুক্ত দেশ গড়ি” এই প্রতিপাদ্য বিষয়ের আলোকে হবিগঞ্জে বিশ্ব কুষ্ঠ দিবস পালন করা হয়েছে। রবিবার সকালে সিভিল সার্জন কার্যালয়ের সামনে এক থেকে বর্ণাঢ্য র্যালি বের হয়ে শহর প্রদক্ষিণ শেষে আলোচনা সভায় মিলিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিভিল সার্জন ডাঃ রত্নদ্বীপ বিশ্বাস।
আলোচনা সভায় বক্তারা বলেন, কুষ্ঠ রোগ কোন আতংকের বিষয় নয়। কুষ্ঠ একটি প্রাচীনতম এবং সম্পূর্ণ নিরাময়যোগ্য রোগ। প্রাথমিক পর্যায়েই নিয়মিত চিকিৎসা নিলে সম্পূর্ণ ভালো হওয়া সম্ভব।
তারা বলেন, এটা প্রতিরোধে সামাজিক সচেতনতা বৃদ্ধি ও মানুষের দৃষ্টিভঙ্গির পরিবর্তন প্রয়োজন।
সরকারের পাশাপাশি সকলকে এ ব্যাপারে জোরালো ভূমিকা রাখতে হবে। তবেই আমরা কুষ্ঠমুক্ত একটি সমৃদ্ধ বাংলাদেশ গড়ে তুলতে পারব।
লেপ্রা বাংলাদেশ ও হীড বাংলাদেশের সহযোগীতায় দিবসকে সামনে রেখে গত দুদিন থেকে শহরে জনসচেতনা এবং প্রচারণামূলক মাইকিং ও লিফলেট বিতরণ করা হয়েছে।
আলোচনা সভায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন জেলা সদর হাসপাতালের তত্ত্বাবধায়ক ডাঃ আমিনুল হক সরকার, ডেপুটি সিভিল সার্জন ডাঃ মোঃ মুখলেছুর রহমান, অতিরিক্ত পুলিশ সুপার প্রভাষ কুমার সিংহ, প্রোগ্রাম অর্গানাইজার উৎপল ডিও প্রমুখ।