হবিগঞ্জ প্রতিনিধি :
হবিগঞ্জ পরিবার পরিকল্পনা বিভাগের উপপরিচালক একেএম সেলিম ভূইয়ার বিরুদ্ধে হাসপাতালে জরুরী ওষুধ রাখার ফ্রিজ বাসায় নিয়ে ব্যবহার ও নারী কর্মীদের সাথে অযাচিত আচরণের অভিযোগ পাওয়া গেছে।
ফ্রিজটি জেলার বানিয়াচং উপজেলার সুবিদপুর ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবারকল্যাণ কেন্দ্র থেকে নেওয়া হয়েছে। এনিয়ে জেলাজুড়ে সাধারণ মানুষের মাঝে মিশ্র প্রতিক্রিয়া সৃষ্টি হয়েছে। এছাড়াও একেএম সেলিম ভূইয়ার বিরুদ্ধে বদলী বাণিজ্য এবং নারী কর্মীদের মোবাইল ফোনে অযাচিত ভিডিও কল এবং এসএমএস দেওয়ার বিস্তর অভিযোগও পাওয়া গেছে।
খোঁজ নিয়ে জানা গেছে, সেলিম ভুইয়া প্রায় দুই মাস আগে হবিগঞ্জ পরিবার পরিকল্পনা বিভাগে উপপরিচালক পদে যোগ দেন। তিনি কিছুদিন আগে হবিগঞ্জ বাইপাস সড়কের নিকটে একটি বাসা ভাড়া নেন। পরে সুবিদপুর ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্রের জরুরী ডেলিভারী ঔষধ রাখার ফ্রিজটি সেই বাসায় নিয়ে আসেন। ফলে স্বাস্থ্য কেন্দ্রে এসে সমস্যার মুখোমুখি রোগী ও স্থানীয় লোকজন এ ঘটনায় ক্ষুব্ধ হয়েছেন। তারা বলছেন- বিষয়টি গুরুত্ব দিয়ে উর্ধ্বতন কর্তৃপক্ষকে জরুরী ব্যবস্থা গ্রহণ করতে হবে।
উপপরিচালকের নিজের বাসায় সরকারি ফ্রিজ নিয়ে যাওয়ার সত্যতা নিশ্চিত করেছেন কেন্দ্রের সরকারি দায়িত্বরত একজন। গতকাল পরিচয় গোপন রাখার শর্তে মোবাইল ফোনে তিনি বলেন, ‘ ডিডি (উপপরিচালক) স্যার গত সপ্তাহে ফ্রিজটি তাঁর বাসায় নিয়ে গেছেন।
হাসপাতালে সেবা নিতে আসা ভুক্তভোগী কয়েকজন জানান, হাওরবেষ্টিত এলাকার লোকজন যাদের পক্ষে জেলা সদরে যাওয়া সম্ভব না; তাঁরা সুবিদপুর ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্রে রাতবিরাতে গিয়ে সেবা নেন। কিন্তু ফ্রিজে ওষুধ সংরক্ষণ করা না থাকায় বাধ্য হয়ে জেলা সদরে যেতে হচ্ছে। সময় অপচয় হওয়ায় জরুরী ডেলিভারীর জন্য আসা অনেক রোগীর জীবন সংকটে পড়ছে।
নাম প্রকাশে অনিচ্ছুক পরিবার পরিকল্পনা বিভাগের এক কর্মকর্তা বলেন, ডেলিভারী রোগীদের ব্যাথা বাড়ানো ও রক্তক্ষরণ কমানোর জন্য অক্সিটসিন ইঞ্জেকশন অবশ্যই ফ্রিজে মজুদ রাখতে হয়। অন্যথায় ঔষুধের গুণগত মান কমে যায়। ইউনিয়ন স্বাস্থ্য কেন্দ্রের মত সাধারণ জনগোষ্ঠীর জরুরী সেবাদান কেন্দ্রের ফ্রিজ এভাবে বাসায় নিয়ে যাওয়া অত্যন্ত ঝুঁকিপূর্ণ ও দায়িত্বহীন কাজ।
সূত্র জানায়, একেএম সেলিম ভূইয়া ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্চারামপুরে উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা হিসেবে দায়িত্বপালনকালীন তাঁর বিরুদ্ধে এক পরিবারকল্যাণ পরিদর্শিকার সাথে অনৈতিক সম্পর্ক গড়ে তোলার অভিযোগ ওঠে। এ অভিযোগে স্থানীদের তোপের মুখে পড়েন। পরে নেত্রকোনার পূর্বধলায় পরিবার পরিকল্পনা বিভাগের এক মাঠকর্মীর সাথে অনৈতিক কাজ করার অভিযোগ ওঠে। এরপর সেখান থেকেও তাকে বদলী করা হয়। তিনি সম্প্রতি হবিগঞ্জে বদলী আসার পর মাঠকর্মী নারীদের অযাচিত ভিডিও কল ও এসএমএস দিতে থাকেন বলে অভিযোগ উঠেছে। নারী কর্মীদের সাথে ভিডিও কলে কতাবার্তার কিছু প্রমাণ প্রতিবেদকের হাতে রয়েছে। এছাড়া তাঁর বিরুদ্ধে অভিযোগ রয়েছে বদলী বাণিজ্যেরও। সম্প্রতি তদারকির অভাবে জেলাজুড়ে পরিবার পরিকল্পনা বিভাগের কাজ স্থবির হয়ে পড়েছে।
এ ব্যাপারে সুশাসনের জন্য নাগরিক (সুজন) হবিগঞ্জ জেলা কমিটির সদস্য মোঃ বাহার উদ্দিন বলেন, একজন সরকারি কর্মকর্তার এমন কর্মকান্ডে তার নৈতিক অধপতন হয়েছে। বিষয়টি উর্ধ্বতন মহল জরুরীভিত্তিতে খতিয়ে দেখে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া প্রয়োজন।
আগের কর্মস্থলে দুই নারী কর্মীর সাথে (নারীদের নাম গোপন রাখা হয়েছে) অনৈতিক কাজের অভিযাগ প্রসঙ্গে বক্তব্য নিতে চাইলে একেএম সেলিম ভূইয়া বলেন, ‘ভাই দশ বছর আগে কি হয়েছিল, এখন মনে নেই।’ এছাড়া বিভাগের কাজের স্বার্থে অনেক কিছুর পরিবর্তন করতে হয়।
সম্পাদক মন্ডলীর সভাপতি : মো: আব্দুর রকিব
সম্পাদক ও প্রকাশক: সাখাওয়াত হোসেন টিটু
সহযোগী সম্পাদক : তোফাজ্জল হোসেন অপু, ব্যবস্থাপনা সম্পাদক : গাজীউর রহমান ইমরান
বার্তা সম্পাদক : কামরুজজামান আল রিয়াদ, নির্বাহী সম্পাদক : মো: জালাল উদ্দিন রুমী।
অফিস-১ : উদয়ন আবাসিক এলাকা শায়েস্তাগঞ্জ, হবিগঞ্জ।
আঞ্চলিক অফিস : নূরপুর হাইস্কুল রোড, শায়েস্তাগঞ্জ, হবিগঞ্জ।
নিউজ প্রেরনের জন্য e-mail : shaistaganjnews@gmail.com
Web site- www.shaistaganj.com
মোবাইল নাম্বার- ০১৭৪০৯৪৩০৮২ (সম্পাদক ও প্রকাশক)
মোবাইল নাম্বার- ০১৭১৬৪৩৯৬২৫ (বার্তা সম্পাদক )
© All rights reserved © 2023 shaistaganj