রুবেল মিয়া,মাধবপুর :
হবিগঞ্জের মাধবপুরে কিশোরী কন্যাকে মোবাইল আসক্তি থেকে না ফেরাতে পেরে কুপিয়ে হত্যা করলো জন্মদাতা পিতা।
আজ বুধবার দুপুরে এই নৃশংস ঘটনাটি ঘটে উপজেলার চৌমুহনী ইউনিয়নের ঘনশ্যামপুর গ্রামে। নিহতের মা সাহেদা বেগম ও নিহতের চাচা ফরাশ উদ্দিনের কাছ থেকে জানা গেছে, ওই গ্রামের আব্দুর রশিদ মিয়ার কিশোরী জন্যা রানু বেগম (১৫) প্রায় সময়েই মোবাইল ফোনে কথা বলতো।
পিতা মাতা বারংবার নিষেধ করার পরও মোবাইল আসক্তি থেকে ফেরাতে পারেনি। অন্যান্য দিনের ন্যায় আজ দুপুর আড়াইটার দিকে আব্দুর রশিদ নিজ বাড়ীতে এসে দেখে তার কন্যা রানু মোবাইলে অজ্ঞাত পরিচয় ব্যক্তির সাথে কথা বলছে। এই কথা বলা নিষেধ করলে বাবার অবাধ্য হয়ে আবার কথা বলা শুরু করে। এতে ক্ষিপ্ত হয়ে দা দিয়ে উপুর্যপুরি কুপিয়ে বাড়ীর ওঠানে হত্যা করে।
খবর পেয়ে কাশিমনগর পুলিশ ফাঁড়ির ইন্সপেক্টর নুর মোহাম্মদ ঘটনাস্থল থেকে ঘাতক আব্দুর রশিদ ও তার স্ত্রী সাহেদা বেগমকে আটক করে। নিহতের লাশ ময়নাতদন্তের জন্য হবিগঞ্জ মর্গে প্রেরনের ব্যবস্থা করা হচ্ছে বলে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুল্লাহ আল মামুন জানিয়েছেন।