মাধবপুর( হবিগঞ্জ) প্রতিনিধি :
হবিগঞ্জের মাধবপুরে সৈয়দ সঈদ উদ্দিন ডিগ্রী কলেজে বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতা উপলক্ষে পুরস্কার বিতরণী ও আলোচনা সভা অনুষ্টিত হয়েছে।বুধবার দুপুরে কলেজ মিলনায়তনে এ সভা অনুষ্টিত হয়।
কলেজ পরিচালনা পর্ষদের সভাপতি মাধবপুর উপজেলা নির্বাহী অফিসার জাহেদ বিন কাশেমের সভাপতিত্বে পুরস্কার বিতরণী ও আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন মাধবপুর উপজেলা পরিষদের সাবেক উপজেলা চেয়ারম্যান কলেজের আজীবন দাতা সদস্য সৈয়দ মোঃ শাহজাহান।বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন অধ্যক্ষ মোঃ,জাহির উদ্দিন, উপাধ্যক্ষ মোজাম্মেল হক তালুকদার, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক হামিদুর রহমান হামদু,সহসভাপতি ইউপি চেয়ারম্যান পারভেজ হোসেন চৌধুরী, সাবেক মেয়র হাবিবুর রহমান মানিক,পৌর বিএনপির সাধারণ আলা উদ্দিন আল রনি,শিক্ষক সাইফুল ইসলাম মৃধা,সাবেক ভাইস চেয়ারম্যান আব্দুল আজিজ,কলেজ ছাত্র আশরাফুল ইসলাম খান,সমন্বয়ক এমদাদুল হক মিলন প্রমূখ।
প্রধান অতিথি সৈয়দ মোঃ শাহজাহান বলেন,১৯৮৮ সালে তৎকালীন জেলা প্রশাসকের উপস্থিততে এলাকাবাসী সায়হাম শিল্প পরিবার কলেজ পরিচালনার দায়িত্ব দেওয়ার পর তারা কলেজের সকল ব্যয়ভার ও উন্নয়ন করেন।
আজ সৈয়দ সঈদ উদ্দিন কলেজ হবিগঞ্জের অন্যতম বিদ্যাপীঠে পরিণত হয়েছে।গ্রামগঞ্জের হাজার হাজার ছেলেমেয়ে উচ্চতর শিক্ষা গ্রহন করছেন।কিন্তু অত্যান্ত পরিতাপের বিষয় বিগত সরকারের আমলে কলেজের নাম পরিবর্তন করা হয়েছিল।এই সিদ্ধান্তে মাধবপুরবাসি ব্যথিত হয়েছিলেন।পট পরিবর্তনের পর ছাত্রদের দাবির প্রেক্ষিতে কর্তৃপক্ষ সৈয়দ সঈদ উদ্দিনের নাম পুনরায় বহাল রেখেছে।যারা এসব করেছে তাদের মানুষ ধিক্কার দিয়েছে।তিনি বলেন,কলেজে পড়াশোনার মান ভাল হলে এখান থেকে শিক্ষা নিয়ে শিক্ষার্থীরা দেশ সেবায় ভাল ভুমিকা রাখতে পারবে।কলেজে পড়াশোনার পাশাপাশি খেলাধুলা ও সাংস্কৃতিক চর্চা যাতে আরো ভালভাবে হয় সে বিষয়ে সহযোগিতার আশ্বাস দেন তিনি।
সম্পাদক মন্ডলীর সভাপতি : মো: আব্দুর রকিব
সম্পাদক ও প্রকাশক: সাখাওয়াত হোসেন টিটু
সহযোগী সম্পাদক : তোফাজ্জল হোসেন অপু, ব্যবস্থাপনা সম্পাদক : গাজীউর রহমান ইমরান
বার্তা সম্পাদক : কামরুজজামান আল রিয়াদ, নির্বাহী সম্পাদক : মো: জালাল উদ্দিন রুমী।
অফিস-১ : উদয়ন আবাসিক এলাকা শায়েস্তাগঞ্জ, হবিগঞ্জ।
আঞ্চলিক অফিস : নূরপুর হাইস্কুল রোড, শায়েস্তাগঞ্জ, হবিগঞ্জ।
নিউজ প্রেরনের জন্য e-mail : shaistaganjnews@gmail.com
Web site- www.shaistaganj.com
মোবাইল নাম্বার- ০১৭৪০৯৪৩০৮২ (সম্পাদক ও প্রকাশক)
মোবাইল নাম্বার- ০১৭১৬৪৩৯৬২৫ (বার্তা সম্পাদক )
© All rights reserved © 2023 shaistaganj