বাহার উদ্দিন, লাখাই থেকে :
হবিগঞ্জের লাখাইয়ে ২০২৪-২৯২৫ অর্থবছরে কৃষি প্রণোদনা কর্মসূচীর আওতায় রবি২০২৪-২০২৫ মৌসুমে সমলয়ে চাষাবাদের নিমিত্তে রাইস ট্র্যান্স প্লান্টারের মাধ্যমে ধানের চারা রোপন এর উদ্বোধন করা হয়েছে।
সোমবার (১৩ জানুয়ারি) দুপুর বেলা উপজেলার ৪ নম্বর বামৈ ইউনিয়ন এর বামৈ মারুগাছ দক্ষিণ মাঠে ৫০ একর জমিতে সমলয় পদ্ধতিতে চাষাবাদ এর অংশ হিসাবে আনুষ্ঠানিক ভাবে ধানের চারা রাইস ট্র্যান্স প্লান্টার এর মাধ্যমে রোপনের শুভ উদ্বোধন করেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তর সিলেট অঞ্চলের অতিরিক্ত পরিচালক ডক্টর মোহাম্মদ মুজিবুর রহমান।
উদ্বোধন পরবর্তী আলোচনা সভা উপজেলা নির্বাহী কর্মকর্তা( ইউএনও) নাহিদা সুলতানা এর সভাপতিত্বে অনুষ্ঠিত হয়।
এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তর সিলেট অঞ্চলের অতিরিক্ত পরিচালক ডক্টর মোহাম্মদ মুজিবুর রহমান।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তর হবিগঞ্জ এর উপপরিচালক মোহাম্মদ আক্তারুজ্জামান।
উপসহকারী কৃষি কর্মকর্তা অমিত ভট্টাচার্য্য ও ফারুক তালুকদার এর যৌথ সন্চালনায়- অনুষ্ঠিত সভায় স্বাগত বক্তব্য রাখেন উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মাহমুদুল হাসান মিজান।
আলোচনায় অংশ নেন লাখাই প্রেসক্লাব সাধারণ সম্পাদক মোহাম্মদ বাহার উদ্দিন, লাখাই উপজেলা প্রেসক্লাব এর সভাপতি মোঃ আবুল কাসেম, উপ-সহকারী উদ্ভিদ সংরক্ষণ বিদ জ্যোতি লাল গোপ,উপ-সহকারী কৃ,কৃষি কর্মকর্তা টিপু ফরাজি, উদ্যোক্তা কৃষক মুক্তার হোসেন।
শুরুতে পবিত্র কোরআান থেকে তেলওয়াত করেন উপসহকারী কৃষি কর্মকর্তা কামাল মিয়া, পবিত্র গীতা থেকে পাঠ করেন প্রশান্ত পাল।
সভায় প্রধান অতিথি বক্তব্যে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর সিলেট অঞ্চলের অতিরিক্ত পরিচালক ডক্টর মোহাম্মদ মুজিবুর রহমান বলেন দেশের ক্রমবর্ধমান জনসংখ্যা বৃদ্ধিতে কৃষি ক্ষেত্রে উৎপাদন বাড়ানোর বিকল্প নেই। এ লক্ষ্য পুরনে খোরপোষের কৃষি থেকে বানিজ্যিক কৃষিতে উত্তোলনের জন্য যান্ত্রিক উপায়ে চাষাবাদ এর একটি সময়োপযোগী পদক্ষেপ।
হাওরাঞ্চল বেষ্টিত লাখাই এখন শতভাগ যান্ত্রিক উপায়ে চাষাবাদ নিশ্চিত করতে কাজ করে যাচ্ছে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর। সমলয় পদ্ধতিতে চাষাবাদ এর ফলে একদিকে উদ্যোক্তা কৃষক সৃষ্টির পাশাপাশি সনাতনী পদ্ধতির চাষাবাদ এর চেয়ে ফলন বৃদ্ধি পাচ্ছে এবং শ্রমিক সংকট লাঘব হচ্ছে,হ্রাস পাচ্ছে উৎপাদন ব্যয়।লাভবান হচ্ছে কৃষকেরা।
বর্তমানে কৃষির যান্ত্রিক উপায়ে চাষাবাদ বৃদ্ধি পাওয়ায় এতে শিক্ষিত তরুনদের অংশ গ্রহণ বাড়ছে।
শেষে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর সিলেট অঞ্চলের অতিরিক্ত পরিচালক ডক্টর মোহাম্মদ মুজিবুর রহমান উপজেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত দিনব্যাপী উত্তম কৃষি চর্চা( GAP) সার্টিফিকেট প্রশিক্ষণে অংশ নেন এবং প্রশিক্ষণার্থী কৃষক / কৃষাণী দের মাঝে সনদ বিতরণ করেন।
সম্পাদক মন্ডলীর সভাপতি : মো: আব্দুর রকিব
সম্পাদক ও প্রকাশক: সাখাওয়াত হোসেন টিটু
সহযোগী সম্পাদক : তোফাজ্জল হোসেন অপু, ব্যবস্থাপনা সম্পাদক : গাজীউর রহমান ইমরান
বার্তা সম্পাদক : কামরুজজামান আল রিয়াদ, নির্বাহী সম্পাদক : মো: জালাল উদ্দিন রুমী।
অফিস-১ : উদয়ন আবাসিক এলাকা শায়েস্তাগঞ্জ, হবিগঞ্জ।
আঞ্চলিক অফিস : নূরপুর হাইস্কুল রোড, শায়েস্তাগঞ্জ, হবিগঞ্জ।
নিউজ প্রেরনের জন্য e-mail : shaistaganjnews@gmail.com
Web site- www.shaistaganj.com
মোবাইল নাম্বার- ০১৭৪০৯৪৩০৮২ (সম্পাদক ও প্রকাশক)
মোবাইল নাম্বার- ০১৭১৬৪৩৯৬২৫ (বার্তা সম্পাদক )
© All rights reserved © 2023 shaistaganj