লাখাই প্রতিনিধি :
হবিগঞ্জের লাখাইয়ে সময়ের আলোচিত ও সাহসী কলম সৈনিক এমএ ওয়াহেদ কে প্রাননাশের হুমকির প্রতিবাদে মানব বন্ধন ও প্রতিবাদ সভা করেছে লাখাইয়ে কর্মরত সাংবাদিকবৃন্দ।
শনিবার (২৮ ডিসেম্বর) দুপুর বেলা উপজেলার স্থানীয় বুল্লাবাজার চৌরাস্তায় লাখাইয়ে কর্মরত সাংবাদিক বৃন্দ ও বিভিন্ন সংগঠন এর অংশ গ্রহণে এ মানববন্ধন ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে।
লাখাই প্রেসক্লাব এর সভাপতি এডভোকেট মোঃ আলী নোয়াজ এর সভাপতিত্বে ও লাখাই উপজেলা প্রেসক্লাব এর সাধারণ সম্পাদক মোঃ রফিকুল ইসলাম এর সন্চালনায়- অনুষ্ঠিত মানববন্ধন ও প্রতিবাদ সভায় বক্তব্য রাখেন উপজেলা প্রেসক্লাব এর সভাপতি মোঃ আবুল কাসেম, বুল্লাবাজার ব্যকস এর সাধারণ সম্পাদক জুনাইদ চৌধুরী, সুশাসনের জন্য নাগরিক সুজন লাখাই উপজেলা কমিটির সভাপতি মোঃ বাহার উদ্দিন, উপজেলা সাহিত্য পরিষদের সভাপতি শাহীনুর রহমান মোল্লা শাহীন, লাখাই উপজেলা প্রেসক্লাব এর সিনিয়র সহসভাপতি আলহাজ্ব মহসিন সাদেক, সাংগঠনিক সম্পাদক সুমন আহমেদ বিজয়,লাখাই প্রেসক্লাবের সাংগঠনিক সম্পাদক বিল্লাল আহমেদ, যুগ্ম সম্পাদক আলী আহমেদ, সহসভাপতি আব্দুল মতিন, মহিউদ্দিন আহমেদ রিপন, সাহিত্য ও প্রকাশনা বিষয়ক সম্পাদক ইয়াকুব হাসান অন্তর, অর্থ সম্পাদক ছায়েদুর রহমান, নোমান মোল্লা, তৌহিদ মোল্লা, সুশীল চন্দ্র দাস, আক্তার মিয়া,পারভেজ হাসান, জুবায়ের আহমেদসহ সাংবাদিক বৃন্দ।
সভায় বক্তাগন বলেন সিনিয়র সাংবাদিক এমএ ওয়াহেদ কে বিগত ২৬ ডিসেম্বর বৃহস্পতিবার উপজেলার করাব ইউনিয়নের করাব গ্রামের পাশে পেশাগত দায়িত্ব পালন কালে করাব গ্রামের ছব্দর মিয়ার পুত্র ফজল মিয়া প্রাননাশের হুমকি প্রদান করে ও তাঁর ব্যবহৃত মোবাইল সেট থেকে ছবি ডিলিট করতে বাধ্য করে এবং তাঁর বাইকের চাবি ছিনিয়ে নেওয়ার ঘটনা ঘটে।
এ ঘটনার প্রতিকার চেয়ে সাংবাদিক এমএ ওয়াহেদ লাখাই থানায় সাধারণ ডায়েরি করেন।সাধারণ ডায়েরি করার পরও প্রশাসনের দৃশ্যমান কোন উদ্যোগ লক্ষনীয় নয়।
এমন পরিস্থিতিতে সাংবাদিক এমএ ওয়াহেদ কে প্রাননাশের হুমকি প্রদান কারী ফজল মিয়াকে আগামী ২৪ ঘন্টার মধ্যে গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান বক্তাগন।সেই সাথে এহেন ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানানো হয়।
সম্পাদক মন্ডলীর সভাপতি : মো: আব্দুর রকিব
সম্পাদক ও প্রকাশক: সাখাওয়াত হোসেন টিটু
সহযোগী সম্পাদক : তোফাজ্জল হোসেন অপু, ব্যবস্থাপনা সম্পাদক : গাজীউর রহমান ইমরান
বার্তা সম্পাদক : কামরুজজামান আল রিয়াদ, নির্বাহী সম্পাদক : মো: জালাল উদ্দিন রুমী।
অফিস-১ : উদয়ন আবাসিক এলাকা শায়েস্তাগঞ্জ, হবিগঞ্জ।
আঞ্চলিক অফিস : নূরপুর হাইস্কুল রোড, শায়েস্তাগঞ্জ, হবিগঞ্জ।
নিউজ প্রেরনের জন্য e-mail : shaistaganjnews@gmail.com
Web site- www.shaistaganj.com
মোবাইল নাম্বার- ০১৭৪০৯৪৩০৮২ (সম্পাদক ও প্রকাশক)
মোবাইল নাম্বার- ০১৭১৬৪৩৯৬২৫ (বার্তা সম্পাদক )
© All rights reserved © 2023 shaistaganj