লাখাই প্রতিনিধি :
হবিগঞ্জের লাখাই উপজেলার বুল্লার মেলা থেকে জুয়া খেলার সরঞ্জাম ও নগদ অর্থ সহ ৬ জুয়ারীকে আটক করেছে পুলিশ।
আটককৃতরা হলেন আবু লায়েছে,মুরাদ মিয়া, নবীর হোসেন, মিজান মিয়া,উজ্জ্বল মিয়া ও বিকাশ সুত্রধর।
থানা পুলিশ সুত্রে জানা যায় লাখাই উপজেলার শাহ বায়েজিদ রঃ এর বার্ষিক ঔরস উপলক্ষে মাজার প্রাঙ্গনে মেলা চলাকালীন সময়ে মঙ্গলবার(২৪ ডিসেম্বর) দিবাগত রাতে অভিযান চালিয়ে সুতাং নদীর পশ্চিম পাড় এলাকায় পুলিশের উপ-পরিদর্শক শুভ বনিক ও সহকারী উপ পরিদর্শক আনোয়ারুল হক সঙ্গীয় পুলিশ ফোর্স সহ অভিযান চালিয়ে লাখাই উপজেলার ভরপূর্নী গ্রামের ইদ্রিস মিয়ার ছেলে আবু লায়েছ(৩৫), ভাদিকারা গ্রামের মৃত এনামের ছেলে মুরাদ ওরপে রিয়াদ আহমেদ (১৬), সদর উপজেলার হুরগাও গ্রামের মৃত আফতাজ উদ্দিন এর ছেলে নবীর হোসেন (৪৭), ভাদিকারা গ্রামের শাহ আলমের ছেলে মিজান মিয়া (২৮), সদর উপজেলার ধল গ্রামের আকবর আলীর ছেলে উজ্জল মিয়া (২৫) ও পতি সুত্রধরের ছেলে বিকাশ সুত্রধর (২৫) আটক করে থানায় নিয়ে আসে।
এ বিষয়ে লাখাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা( ওসি) মোঃ বন্দে আলীর সাথে যোগাযোগ করলে তিনি আটকের বিষয়টি নিশ্চিত করে জানান, জুয়া খেলার সময় ঘটনা স্থল থেকে জুয়া খেলার ৬ টি গুটি, একটি খেলার বোর্ড ও নগদ ১৭৬০ টাকা জব্দ করা হয়েছে এবং জুয়াড়ীদের বিরুদ্ধে জুয়া আইনে মামলা দায়ের পূর্বক আটক আসামীদেরকে হবিগঞ্জ জেলা সদরে সংশ্লিষ্ট আদালতে প্রেরণ করা হয়েছে।
সম্পাদক মন্ডলীর সভাপতি : মো: আব্দুর রকিব
সম্পাদক ও প্রকাশক: সাখাওয়াত হোসেন টিটু
সহযোগী সম্পাদক : তোফাজ্জল হোসেন অপু, ব্যবস্থাপনা সম্পাদক : গাজীউর রহমান ইমরান
বার্তা সম্পাদক : কামরুজজামান আল রিয়াদ, নির্বাহী সম্পাদক : মো: জালাল উদ্দিন রুমী।
অফিস-১ : উদয়ন আবাসিক এলাকা শায়েস্তাগঞ্জ, হবিগঞ্জ।
আঞ্চলিক অফিস : নূরপুর হাইস্কুল রোড, শায়েস্তাগঞ্জ, হবিগঞ্জ।
নিউজ প্রেরনের জন্য e-mail : shaistaganjnews@gmail.com
Web site- www.shaistaganj.com
মোবাইল নাম্বার- ০১৭৪০৯৪৩০৮২ (সম্পাদক ও প্রকাশক)
মোবাইল নাম্বার- ০১৭১৬৪৩৯৬২৫ (বার্তা সম্পাদক )
© All rights reserved © 2023 shaistaganj