আলমগীর কবির,মাধবপুর(হবিগঞ্জ) প্রতিনিধি:
হবিগঞ্জের মাধবপুর উপজেলার সৈয়দ সঈদ উদ্দিন ডিগ্রী কলেজে আবার স্বমহিমায় উদ্ভাসিত হলো। ৭ বছর পর আবার নিজের হারানো গৌরভ ফিরে পেয়েছে।কলেজের আগে নাম ফিরে পাওয়ায় এলাকাবাসী, ছাত্রশিক্ষক, অভিভাবক সহ সবার মধ্যে আনন্দ দেখা দিয়েছে।
কলেজের শিক্ষকরা জানান মাধবপুরে উচ্চ মাধ্যমিক ও ডিগ্রী পর্যায়ে গ্রামীণ এলাকায় শিক্ষা বিস্তারের লক্ষে মাধবপুর উপজেলা শহরের উত্তর পাশে বৃটিশ বিরোধী আন্দোলের রাজনৈতিক ব্যক্তিত্ব রাজনীতিজ্ঞ প্রাদেশিক পরিষদ সদস্য সৈয়দ সঈদ উদ্দিনের নামে একটির কলেজ প্রতিষ্টা করা হয়।প্রতিষ্টার শুরুতে কলেজের কোন অবকাঠামো ছিলনা।
শিক্ষকদের বেতন সহ নানান আর্থিক দৈন্যদশা দেখা দেয়। পরে সৈয়দ সঈদ উদ্দিনের ছেলে নাতিরা সায়হাম শিল্প পরিবার কলেজের অবকাঠামো একাডেমীক ভবন, সীমানা প্রাচীর, সহ শিক্ষকদের বেতন সহ যাবতীয় ব্যয়ভার বহন করেন।পরে কলেজটি জাতীয়করণ হওয়ার পর অনার্স মাষ্টার ডিগ্রী চালু হয়।এখন এই কলেজে খুব সহজে পড়াশোনা করতে পারছে।কিন্তু ২০১৭ সালের দিকে হঠাৎ কলেজের নাম পরিবর্তন করে রাখা হয় মাওলানা আছাদ আলী ডিগ্রী কলেজ।তখন রাজনৈতিক প্রভাব দেখিয়ে বিমান প্রতিমন্ত্রীর পিতার নামে কলেজের নামকরণ করা হয়।সর্বজন গ্রহণযোগ্য শিক্ষাবিদ সৈয়দ সঈদ উদ্দিনের নাম মুছে ফেলায় মাধবপুর জুড়ে সারা এলাকায় মানুষ প্রতিবাদ মুখর হয়ে উঠে।কলেজের তৃতীয় বর্ষের ছাত্র মোজাম্মেল হক জানান,হঠাৎ করে কলেজের নাম পরিবর্তন করে ফেলায় কলেজের হাজার হাজার শিক্ষার্থী সনদ নিয়ে জঠিলতার মধ্যে পড়েছে।এখন পুর্বের নামে কলেজের নামকরণ করায় ছাত্রছাত্রীরা অনেক খুশি হয়েছেন।
কলেজের শিক্ষক অধ্যাপক মিজানুর রহমান জানান,বিজয়ের মাসে সত্যের জয় হয়েছে। জাতীয় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ কলেজের নাম এখন আগের নামে বহাল রেখেছে।এতে সবাই খুশি।
জাতীয় বিশ্ববিদ্যালয়ের কলেজ পরিদর্শক মোঃ আব্দুল হাই শিকদার সরকার বলেন,গত সিন্ডিকেট সভায় মাওলানা আছাদ আলী কলেজের নাম বাদ দিয়ে এখন আগের নাম সৈয়দ সঈদ উদ্দিন ডিগ্রি কলেজের নাম বহাল রেখে সার্কুলার জারি করা হয়েছে।
সম্পাদক মন্ডলীর সভাপতি : মো: আব্দুর রকিব
সম্পাদক ও প্রকাশক: সাখাওয়াত হোসেন টিটু
সহযোগী সম্পাদক : তোফাজ্জল হোসেন অপু, ব্যবস্থাপনা সম্পাদক : গাজীউর রহমান ইমরান
বার্তা সম্পাদক : কামরুজজামান আল রিয়াদ, নির্বাহী সম্পাদক : মো: জালাল উদ্দিন রুমী।
অফিস-১ : উদয়ন আবাসিক এলাকা শায়েস্তাগঞ্জ, হবিগঞ্জ।
আঞ্চলিক অফিস : নূরপুর হাইস্কুল রোড, শায়েস্তাগঞ্জ, হবিগঞ্জ।
নিউজ প্রেরনের জন্য e-mail : shaistaganjnews@gmail.com
Web site- www.shaistaganj.com
মোবাইল নাম্বার- ০১৭৪০৯৪৩০৮২ (সম্পাদক ও প্রকাশক)
মোবাইল নাম্বার- ০১৭১৬৪৩৯৬২৫ (বার্তা সম্পাদক )
© All rights reserved © 2023 shaistaganj