সৈয়দ আখলাক উদ্দিন মনসুর, শায়েস্তাগঞ্জ থেকে ॥ হবিগঞ্জের চুনারুঘাট উপজেলার ১২০ আউলিয়ার মুড়ারবন্দ দরবার শরীফের মোতাওয়াল্লী পীরজাদা আলহাজ¦ সৈয়দ সফিক আহম্মেদ চিশতী শফির চাচাত ভাই ও মুড়ারবন্দ দরবার শরীফের সাবেক মোতাওয়াল্লী মরহুম সৈয়দ নূর আহমেদ চিশতীর পুত্র খাদেম ও চুনারুঘাটের বিশিষ্ট ব্যবসায়ী সৈয়দ তোফায়েল আহম্মেদ চিশতী ইন্তেকাল করেছেন( ইন্না.... রাজিউন), তার মৃত্যুতে কুলখানী পালিত হয়েছে। উল্লেখ্য যে, গত ১৭ জুলাই শুক্রবার সকাল সাড়ে ১১ টায় মুড়ারবন্দস্থ তার নিজ বাড়ীতে জ¦র অবস্থায় হঠাৎ বুকে ব্যথা অনুভব হলে তাৎক্ষনিক বাড়ীর লোকজন টের পেয়ে সাথে সাথে হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালে ডাক্তারের কাছে নিয়ে গেলে কর্তব্যরত ডাক্তার মৃত্যু ঘোষনা করেন। মৃত্যু কালে তার বয়স হয়ে ছিল (৫৫)বছর । মৃত্যুর সময় তিনি বৃদ্ধ মা, স্ত্রী, ৩ জন শিশু ও কিশোরী কন্যা, অসংখ্য আত্মীয় স¦জন, গুনগ্রাহী সহ সারাদেশে প্রচুর আশেকান মুরিদান ভক্তবৃন্দ রেখে যান। তার মৃত্যুর খবর শুনে মরহুমকে এক নজর দেখার জন্য চুনারুঘাটবাসী সহ সারাদেশের আত্মীয় স্বজন, আশেকান ভক্তবৃন্দ, ব্যবসায়ী, সাংবাদিক, জনপ্রতিনিধি সহ বিভিন্ন পেশার লোকজন বাড়ীতে ভীর করেন এবং অনেকেই কান্নায় ভেঙ্গে পরেন। রাত সাড়ে ৮টায় এশার নামাজের পর অসংখ্য মুসল্লীর উপস্থিতিতে জানাজার নামাজ মুড়ারবন্দ দরবার শরীফ ঈদগাহ মাঠে অনুষ্ঠিত হয়। উক্ত জানাজার নামাজ পড়ান মুড়ারবন্দ দরবার শরীফের জামে মসজিদের ইমাম হাফেজ মাওঃ নিয়ামত আলী। জানাজার নামাজ শেষে উক্ত দরবার শরীফে মরহুম পিতা এর পার্শ্বে দাফন করা হয়। অপরদিকে গত ১৯ জুলাই রোববার মরহুমের পরিবার বর্গ আয়োজনে কুলখানী পালন, সারাদিন ব্যাপী কুরআন তেলাওয়াত, কবর জিয়ারত সহ বাদ জোহর নামাজের পর দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়। মিলাদে দোয়া পাঠ করেন, হাফিজ শাহিন আলম সানু। দোয়া শেষে তাবারক বিতরণ করা হয়।
সম্পাদক মন্ডলীর সভাপতি : মো: আব্দুর রকিব
সম্পাদক ও প্রকাশক: সাখাওয়াত হোসেন টিটু
সহযোগী সম্পাদক : তোফাজ্জল হোসেন অপু, ব্যবস্থাপনা সম্পাদক : গাজীউর রহমান ইমরান
বার্তা সম্পাদক : কামরুজজামান আল রিয়াদ, নির্বাহী সম্পাদক : মো: জালাল উদ্দিন রুমী।
অফিস-১ : উদয়ন আবাসিক এলাকা শায়েস্তাগঞ্জ, হবিগঞ্জ।
আঞ্চলিক অফিস : নূরপুর হাইস্কুল রোড, শায়েস্তাগঞ্জ, হবিগঞ্জ।
নিউজ প্রেরনের জন্য e-mail : shaistaganjnews@gmail.com
Web site- www.shaistaganj.com
মোবাইল নাম্বার- ০১৭৪০৯৪৩০৮২ (সম্পাদক ও প্রকাশক)
মোবাইল নাম্বার- ০১৭১৬৪৩৯৬২৫ (বার্তা সম্পাদক )
© All rights reserved © 2023 shaistaganj