বাহার উদ্দিন :
লাখাইয়ে যথাযোগ্য মর্যাদায় শহীদ বুদ্ধিজীবী দিবস-২০২৪ উদযাপিত হয়েছে।
শনিবার (১৪ ডিসেম্বর)সকাল ১০-৩০ মিনিটে উপজেলা পরিষদ প্রাঙ্গণে স্থাপিত স্মৃতি সৌধে পুষ্পাঞ্জলি নিবেদন করে ১৪ ডিসেম্বর শহীদ বুদ্ধি জীবিদের শ্রদ্ধা জানান উপজেলা পরিষদ, উপজেলা প্রশাসন,পুলিশ প্রশাসন,বীরমুক্তিযোদ্ধা অফিসার্স ক্লাব, হপবিস( হবিগঞ্জ পল্লী বিদ্যুৎ সমিতি) লাখাই সহ বিভিন্ন সামাজিক ও রাজনৈতিক সংগঠন।
স্মৃতি সৌধে শ্রদ্ধা নিবেদন শেষে শহীদবুদ্ধিজীবি -২০২৪ উপলক্ষে আলোচনা সভা উপজেলা পরিষদ সভাকক্ষে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) নাহিদা সুলতানা এর সভাপতিত্বে অনুষ্ঠিত হয়।
শুরুতে পবিত্র কোরআান থেকে তেলওয়াত করেন লাখাই প্রেসক্লাব এর সিনিয়র সহসভাপতি এমএ ওয়াহেদ ও পবিত্র গীতা থেকে পাঠ করেন বীরমুক্তিযোদ্ধা কেশব চন্দ্র রায়।
এতে আলোচনায় অংশ নেন লাখাই থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ বন্দে আলী, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা আলতাফ হোসেন, পজিব কর্মকর্তা কেএম আব্দুস শাহেদ, উপজেলা সহকারী শিক্ষা কর্মকর্তা প্রণয় কান্তি মহালদার,,বীর মুক্তিযোদ্ধা নুরুল ইসলাম,লাখাই প্রেসক্লাব সভাপতি এডভোকেট মোঃ আলী নোয়াজ ও লাখাই উপজেলা প্রেসক্লাবের সভাপতি আবুল কাশেম প্রমূখ।
সভায় বক্তাগন বলেন ১৯৭১ সালের এইদিনে মহান স্বাধীনতা যুদ্ধকালীন সময়ে বীরবাংগালী যখন মরনপন যুদ্ধ চালিয়ে চুড়ান্ত বিজয়ের দ্বারপ্রান্তে পৌঁছে যায় এমন পরিস্থিতিতে এ জাতিকে মেধাশুন্য করার লক্ষ্যে পাকহানাূার বাহিনী ও তাদের দোসর রাজাকার,আলবদর,আলশামসরা বুদ্ধিজীবি হত্যার নীলনক্সা প্রনয়ন করে নারকীয় হত্যাকান্ড চালায়।তাঁরা এদেশের সাংবাদিক,সাহিত্যিক,চিকিতসক,প্রকৌশলীদের তাদের বাড়ী থেকে ধরে এনে নির্মমভাবে হত্যা করে।
বক্তাগন আরো বলেন শহীদবুদ্ধিজীবিদের আত্মত্যাগের চেতনাকে ধারন করে অসাম্প্রদায়িক ও সম্প্রীতির বাংলাদেশ গড়ার প্রত্যয় ব্যক্ত করেন।তাঁরা সকল শহীদদের আত্মার মাগফেরাত কামনা করেন।
সম্পাদক মন্ডলীর সভাপতি : মো: আব্দুর রকিব
সম্পাদক ও প্রকাশক: সাখাওয়াত হোসেন টিটু
সহযোগী সম্পাদক : তোফাজ্জল হোসেন অপু, ব্যবস্থাপনা সম্পাদক : গাজীউর রহমান ইমরান
বার্তা সম্পাদক : কামরুজজামান আল রিয়াদ, নির্বাহী সম্পাদক : মো: জালাল উদ্দিন রুমী।
অফিস-১ : উদয়ন আবাসিক এলাকা শায়েস্তাগঞ্জ, হবিগঞ্জ।
আঞ্চলিক অফিস : নূরপুর হাইস্কুল রোড, শায়েস্তাগঞ্জ, হবিগঞ্জ।
নিউজ প্রেরনের জন্য e-mail : shaistaganjnews@gmail.com
Web site- www.shaistaganj.com
মোবাইল নাম্বার- ০১৭৪০৯৪৩০৮২ (সম্পাদক ও প্রকাশক)
মোবাইল নাম্বার- ০১৭১৬৪৩৯৬২৫ (বার্তা সম্পাদক )
© All rights reserved © 2023 shaistaganj