মোহাম্মদ আলী সরকার, শায়েস্তাগঞ্জ :
শায়েস্তাগঞ্জ নতুন ব্রীজ গোল চত্বরে ঝুঁকিপূর্ণ অবস্থায় দীর্ঘদিন ধরে ফুটপাত ব্যবসায়ীরা জীবনের ঝুঁকি নিয়ে ব্যবসা চালিয়ে আসছিলেন। এতে করে নতুন ব্রীজ গোল চত্ত্বর এলাকায় বিভিন্ন যানবাহন চলাচলে ও পথচারী পারাপারে ঝুঁকিপূর্ণ অবস্থা বিরাজ করছিল। এখানে তারা ব্যবসা করার ফলে বিভিন্ন স্থান থেকে ক্রেতারা মহাসড়ক পার হয়ে বিভিন্ন রকম জিনিসপত্র ক্রয় করতে আসতেন।
এতে করে যে কোন সময় দুর্ঘটনা ঘটার আশঙ্কা ছিল। এসব দিক লক্ষ্য করে শায়েস্তাগঞ্জ হাইওয়ে থানার ওসি এ টি এম মাহমুদুল হক বৃহস্পতিবার বিকেলে এসব ফুটপাত ব্যবসায়ীদের কে তাদের মালামাল অন্যত্র সরিয়ে নেয়ার নির্দেশ দেন।
পরে ওসির নির্দেশে অন্তত অর্ধশত ফুটপাত ব্যবসায়ীরা ঝুঁকিপূর্ণ এরিয়া থেকে তাদের মালামাল ও বিভিন্ন জিনিসপত্র নিয়ে নিরাপদে গোল চত্বর ছেড়ে অন্যত্র চলে যান। এ সময়ের গোল পুলিশও উপস্থিত ছিলেন।।এতেকরে বিভিন্ন দুর্ঘটনা থেকে রেহাই পায় গোল চত্বরটি।
উল্লেখ্য প্রতিদিন দেশের বিভিন্ন স্থানে যাওয়ার জন্য শত শত যাত্রীরা শায়েস্তাগঞ্জ নতুন ব্রীজে এসে ভিড় জমায়। প্রায় সময়ই মহাসড়ক পাড়ি দিয়ে নতুন ব্রীজ গোল চত্বরে এসে অনেকেই দূরপাল্লার গাড়ির জন্য অপেক্ষায় থাকেন। এসব ব্যবসায়ীরা ওই স্থানে থাকার ফলে জীবনের ঝুঁকি নিয়ে যাত্রীরা গোল চত্তরে না দাঁড়িয়ে রাস্তার উপায় পাশে ছোটাছুটি করতে থাকেন।
এতে করে দুর্ঘটনার সম্ভাবনা থাকে। তাছাড়া ঢাকা- সিলেট মহাসড়কটি সিলেট থেকে আসার পথে শায়েস্তাগঞ্জ গোল চত্বরটি অনেক ঢালো থাকায় প্রায় সময়ই গাড়ি ব্রেকফেল করে ওই গোল চত্বরে উঠে দুর্ঘটনা ঘটে থাকে। এরকম অনেক দুর্ঘটনা পূর্বে ঘটে অনেকেরই প্রাণহানির ঘটনা ঘটেছিল। এমনকি অনেকেই গুরুতর আহত ও হয়েছিল।যাত্রী সাধারণ ও পথচারীদের নিরাপদের জন্য গোল চত্বরটি সবসময় ঝুঁকিমুক্ত রাখার প্রয়োজন বলে স্থানীয় সচেতন মহল মনে করেন।
শায়েস্তাগঞ্জ হাইওয়ের পুলিশের এই মহৎ উচ্ছেদ অভিযানটিকে স্থানীয় সাধারণ জনতা, ব্যবসায়ী ও সচেতন মহল সাধুবাদ জানিয়েছেন।
এব্যাপারে ফুটপাত ব্যবসায়ী সোহেল মিয়া জানান, তিনি এখানে দীর্ঘদিন যাবৎ গরম কাপড়ের ব্যবসা চালিয়ে আসছিলেন। তিনি ওই ব্যবসা করে তার পরিবার পরিজন নিয়ে জীবন জীবিকা চালিয়ে আসছিলেন। হঠাৎ করে এই ফুটপাত থেকে সরে যাওয়ায় তিনি হতাশাগ্রস্ত হয়ে পড়েন।
সম্পাদক মন্ডলীর সভাপতি : মো: আব্দুর রকিব
সম্পাদক ও প্রকাশক: সাখাওয়াত হোসেন টিটু
সহযোগী সম্পাদক : তোফাজ্জল হোসেন অপু, ব্যবস্থাপনা সম্পাদক : গাজীউর রহমান ইমরান
বার্তা সম্পাদক : কামরুজজামান আল রিয়াদ, নির্বাহী সম্পাদক : মো: জালাল উদ্দিন রুমী।
অফিস-১ : উদয়ন আবাসিক এলাকা শায়েস্তাগঞ্জ, হবিগঞ্জ।
আঞ্চলিক অফিস : নূরপুর হাইস্কুল রোড, শায়েস্তাগঞ্জ, হবিগঞ্জ।
নিউজ প্রেরনের জন্য e-mail : shaistaganjnews@gmail.com
Web site- www.shaistaganj.com
মোবাইল নাম্বার- ০১৭৪০৯৪৩০৮২ (সম্পাদক ও প্রকাশক)
মোবাইল নাম্বার- ০১৭১৬৪৩৯৬২৫ (বার্তা সম্পাদক )
© All rights reserved © 2023 shaistaganj