মোঃ বাহার উদ্দিন,লাখাই প্রতিনিধি:
বোরো মৌসুমকে সামনে রেখে বোরোর বীজতলা তৈরির কাজ শুরু হয়েছে। চলতি মৌসুমে ১১ হাজার ২০৮ হেক্টর জমিতে বোরোধান আবাদের লক্ষ্য মাত্রা ধরে সেই অনুপাতে বীজতলা তৈরির পুরোদমে এগিয়ে যাচ্ছে।
উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর সূত্রে জানা যায় চলতিবৎসর বোরো মৌসুমে লাখাইয়ে বোরো আবাদ এর লক্ষ্য মাত্রা ধরা হয়েছে ১১ হাজার ২০৮ হেক্টর। এ লক্ষ্য মাত্রা পুরনে বীজতলা তৈরির কাজ চলছে। এ মৌসুমে হাওরে ৮ হাজার ৩৩২ হেক্টর এবং ননহাওরে ২ হাজার ৮৭৩ হেক্টর জমিতে বোরোধান আবাদের লক্ষ্যেমাত্রার মধ্যে হাইব্রিড জাতের ধান ৬ হাজার ৭০৫ হেক্টর এবং উচ্চ ফলনশীল জাতের ( উফশী)৪ হাজার ৪৯৮ হেক্টর ও স্থানীয় জাতের ৫ হেক্টর জমি।
আবাদের লক্ষ্য মাত্রার অনুপাতে বীজতলা তৈরির লক্ষ্য মাত্রা ধরা হয়েছে ৪৯৪ হেক্টর জমি। এরমধ্যে হাইব্রিড জাতের ২৬৮ হেক্টর, উফশী জাতের ২২৫ হেক্টর জমিতে বীজতলা তৈরির কাজ চলছে।
আরোও জানা যায় এরই মধ্যে হাওরাঞ্চলে বোরোধান এর জমির জন্য বীজতলা তৈরির কাজ প্রায় শেষ পর্যায়ে এবং ননহাওরের জমির বীজতলা তৈরির কাজ শুরু হচ্ছে।
এ বিষয়ে উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মাহমুদুল হাসান মিজান বলেন লাখাইয়ে এ বছর বোরো মৌসুমে আবাদের লক্ষ্য মাত্রা বিগত বছরের চেয়ে ১০ শতাংশ বেশী ধরা হয়েছে। এ লক্ষ্য পুরনে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর কৃষকদের প্রয়োজনীয় পরামর্শ, বোরোর জাত নির্বাচন এবং বীজ তলার সঠিক পরিচর্যাসহ প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করা হচ্ছে। আবহাওয়া অনুকূল থাকলে চলতি মৌসুমে লাখাইয়ে বোরো আবাদ এর লক্ষ্য মাত্রা ছাড়িয়ে যাবে।
সম্পাদক মন্ডলীর সভাপতি : মো: আব্দুর রকিব
সম্পাদক ও প্রকাশক: সাখাওয়াত হোসেন টিটু
সহযোগী সম্পাদক : তোফাজ্জল হোসেন অপু, ব্যবস্থাপনা সম্পাদক : গাজীউর রহমান ইমরান
বার্তা সম্পাদক : কামরুজজামান আল রিয়াদ, নির্বাহী সম্পাদক : মো: জালাল উদ্দিন রুমী।
অফিস-১ : উদয়ন আবাসিক এলাকা শায়েস্তাগঞ্জ, হবিগঞ্জ।
আঞ্চলিক অফিস : নূরপুর হাইস্কুল রোড, শায়েস্তাগঞ্জ, হবিগঞ্জ।
নিউজ প্রেরনের জন্য e-mail : shaistaganjnews@gmail.com
Web site- www.shaistaganj.com
মোবাইল নাম্বার- ০১৭৪০৯৪৩০৮২ (সম্পাদক ও প্রকাশক)
মোবাইল নাম্বার- ০১৭১৬৪৩৯৬২৫ (বার্তা সম্পাদক )
© All rights reserved © 2023 shaistaganj