বাহার উদ্দিন, লাখাই থেকে :
লাখাইয়ে খিরা চাষে লাভবান হওয়ার সম্ভাবণা উপজেলার পূর্ব বুল্লা গ্রামের মৌসুমি শাকসবজি চাষী ইসমাইল মিয়া। প্রায় এক যুগ ধরে এ কাজে সম্পৃক্ত। সমাজে সন্মানজনকভাবে বাঁচতে চেষ্টা চালিয়ে যাচ্ছেন তিনি।২ছেলে ২মেয়ে এবং স্ত্রী, মাকে নিয়ে তার সংসার। এমনই একজন সদস্য লাখাই। উপজেলার ৬নং বুল্লা ইউনিয়ন এর পুর্ববুল্লা গ্রামের মৃত ফজলুর রহমান এর দ্বিতীয় পুত্র ঈসরাইল মিয়া দীর্ঘ একযোগের বেশী সময় যাবত মৌসুম ভেদে নানা ধরনের শাকসবজির চাষ করে আসছেন কৃষক ইসমাইল মিয়া।
চলতি মৌসুমে সে লালশাক, টমেটো, ধনেপাতা, মরিচ চাষের পাশাপাশি আগাম জাতের খিরা আবাদ করেছেন।
আলাপকালে ইসরাইল মিয়া জানান চলতি মৌসুমে অন্যান্য শাকসবজি চাষের পাশাপাশি ৬৪ শতাংশ জমি বর্গা নিয়ে আগামজাতের খিরার আবাদ করেছি। জমি তৈরি, বীজসার,পরিচর্যা ও বেড়া দেওয়া সমেত খরচ হয়েছে ১২ হাজার টাকার মতো।
তিনি নিজেকে কৃষি কাজের সাথে সম্পৃক্ত করে সফল হওয়ার স্বপ্ন বাস্তবায়নে কাজ করে আসছেন।
সরজমিন পরিদর্শন এ দেখা যায় ঈসরাইল মিয়া তাঁর জমিতে খিরার পাশাপাশি একাধিক বেড/ প্লট তৈরি করে এক একটি প্লটে একেক রকম শাকসবজি চাষ করেছেন।
এ বিষয়ে ঈসরাইল মিয়া জানান আমি এক যুগ ধরে খিরার পাশাপাশি অন্যান্য সবজি চাষ করে সফলতা পেয়েছি।স্ত্রী, ৪সন্তান ও মাকে নিয়ে আমার সুখী সংসার।আমার বড় ছেলে আমির হামজা(১৭) সবজি চাষে সহযোগীতা করে, তার পাশাপাশি সে লাখাই মুক্তিযোদ্ধা ডিগ্রি সরকারি কলেজের এইচ এস সি পরীক্ষার্থী।
তিনি আরো বলেন খিরা চাষ করে আমার ভাগ্য পরিবর্তন হয়েছে তবে এ ক্ষেত্রে উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর থেকে কোন রকম সহযোগিতা ও সুপরামর্শ অদ্যাবধি পাইনি।
আমি আমার মতো করে চাষাবাদ করে আসছি। ফলন আশানুরূপ হওয়ায় আমি খুশি। যা উৎপাদন হচ্ছে তাতে আমি বাজারজাত করতে পারছি। এতে আমি লাভবান।
খিরার বর্তমান বাজার মূল্য সম্পর্কে জানতে চাইলে ইসরাইল মিয়া বলেন পাইকারি ১০০০ টাকা মন করে বিক্রি করা হচ্ছে এবং প্রতি শনি ও মঙ্গলবার হাট হওয়ায় , সপ্তাহে দুইদিন বিক্রি করা হচ্ছে, এই দুই দিনে প্রায় ১০ মনের মত বিক্রি করা যাচ্ছে। ইতিমধ্যে ৩০-৩৫ হাজার টাকার মতো বিক্রি করা হয়েছে এবং আরোও ৩৫-৪০ হাজার টাকার মতো খিরা বিক্রি করতে পারব বলে আশাবাদী।
এবিষয়ে উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মাহমুদুল হাসান মিজান বলেন লাখাইয়ে এখন এমন অনেক উদ্যমী কৃষক রয়েছেন যারা স্বউদ্যোগে কৃষিতে পরিবর্তন ঘটাতে চেষ্টা চালিয়ে যাচ্ছে। ইসমাইল মিয়ার মতো উদ্যমী সফল কৃষক দের সকল ধরনের সহযোগিতা দিয়ে যাবে উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর।
সম্পাদক মন্ডলীর সভাপতি : মো: আব্দুর রকিব
সম্পাদক ও প্রকাশক: সাখাওয়াত হোসেন টিটু
সহযোগী সম্পাদক : তোফাজ্জল হোসেন অপু, ব্যবস্থাপনা সম্পাদক : গাজীউর রহমান ইমরান
বার্তা সম্পাদক : কামরুজজামান আল রিয়াদ, নির্বাহী সম্পাদক : মো: জালাল উদ্দিন রুমী।
অফিস-১ : উদয়ন আবাসিক এলাকা শায়েস্তাগঞ্জ, হবিগঞ্জ।
আঞ্চলিক অফিস : নূরপুর হাইস্কুল রোড, শায়েস্তাগঞ্জ, হবিগঞ্জ।
নিউজ প্রেরনের জন্য e-mail : shaistaganjnews@gmail.com
Web site- www.shaistaganj.com
মোবাইল নাম্বার- ০১৭৪০৯৪৩০৮২ (সম্পাদক ও প্রকাশক)
মোবাইল নাম্বার- ০১৭১৬৪৩৯৬২৫ (বার্তা সম্পাদক )
© All rights reserved © 2023 shaistaganj