লাখাই প্রতিনিধি :
হবিগঞ্জের লাখাইয়ে বিনামূল্যে বিতরণ করা ধান বীজ দোকানে রাখার দায়ে দোকানীকে নগদ ৩০ হাজার টাকা অর্থ দন্ডে দন্ডিত করলেন ভ্রাম্যমাণ আদালত,এবং ১৪৫ ধানবীজ জব্দ করা হয়েছে।
লাখাইয়ে চলতি বোরো মৌসুম কে সামনে রেখে সরকারি ভাবে উপজেলার ৬ টি ইউনিয়ন এর কৃষকদের সংসলিষ্ট ইউনিয়ন পরিষদ এর চেয়ারম্যান, ইউপি সদস্য দের দেয়া তালিকা অনুসরণ পূর্বক বোরো মৌসুমের জন্য উচ্চ ফলনশীল জাতের ধান বীজ ও হাইব্রিড জাতের ধান বিতরণ এর উদ্যোগ গ্রহণ করে উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর। পর্যায়ক্রমে এ ধানবীজ বিতরণ চলছে। এরই মধ্যে গোপন সংবাদ এর ভিত্তিতে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর জানতে পারেন উপজেলার বিভিন্ন হাটবাজার এর সারবীজ ও বালাই নাশক এর ডিলারের দোকানে বিনামূল্যে বিতরণ করা ধান বীজ বিক্রি করেছেন দোকানীরা।
এ সংবাদ এর সূত্র ধরে শুক্রবার (১৫ নভেম্বর) উপজেলার স্থানীয় বুল্লাবাজার এ উপজেলা কৃষি কর্মকর্তার নেতৃত্বে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর অভিযানে চালিয়ে মেসার্স রাজকুমার দেব নামে এক প্রতিষ্ঠানে বিনামূল্যে বিতরণ করা উফসী জাতের ধান বীজ দেখতে পায়। পরে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট নাহিদা সুলতানা এর নেতৃত্বে ভ্রাম্যমাণ আদালত বসিয়ে মেসার্স রাজকুমার দেব নামের প্রতিষ্ঠান কে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯ এর ৪৫ ধারায় নগদ ৩০ হাজার টাকা অর্থদন্ডে দন্ডিত করেন ভ্রাম্যমাণ আদালত।সেইসাথে ১৮৫ কেজি উফসী জাতের ধান বীজ জব্দ করা হয়।
এ ছাড়া এ সরকারিভাবে বিনামূল্যে বিতরণ করা কৃষকদের বীজ কিভাবে দোকানে বিক্রি হচ্ছে, কারা তা সরবরাহ করছে এবং এর সাথে জড়িত তা উদঘাটন করতে তদন্ত কমিটি গঠন করার নির্দেশনা প্রদান করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) নাহিদা সুলতানা।
ভ্রাম্যমান আদালতের অভিযান কালে উপস্থিত ছিলেন উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মাহমুদুল হাসান মিজান, উপসহকারী উদ্ভিদ সংরক্ষণ বিদ জ্যোতি লাল গোপ, স্থানীয় গণমাধ্যম প্রতিনিধি ও প্রয়োজনীয় সংখ্যক পুলিশ সদস্য।
সম্পাদক মন্ডলীর সভাপতি : মো: আব্দুর রকিব
সম্পাদক ও প্রকাশক: সাখাওয়াত হোসেন টিটু
সহযোগী সম্পাদক : তোফাজ্জল হোসেন অপু, ব্যবস্থাপনা সম্পাদক : গাজীউর রহমান ইমরান
বার্তা সম্পাদক : কামরুজজামান আল রিয়াদ, নির্বাহী সম্পাদক : মো: জালাল উদ্দিন রুমী।
অফিস-১ : উদয়ন আবাসিক এলাকা শায়েস্তাগঞ্জ, হবিগঞ্জ।
আঞ্চলিক অফিস : নূরপুর হাইস্কুল রোড, শায়েস্তাগঞ্জ, হবিগঞ্জ।
নিউজ প্রেরনের জন্য e-mail : shaistaganjnews@gmail.com
Web site- www.shaistaganj.com
মোবাইল নাম্বার- ০১৭৪০৯৪৩০৮২ (সম্পাদক ও প্রকাশক)
মোবাইল নাম্বার- ০১৭১৬৪৩৯৬২৫ (বার্তা সম্পাদক )
© All rights reserved © 2023 shaistaganj