আনোয়ার হোসেন মিঠু, নবীগঞ্জ থেকে ॥
নবীগঞ্জ প্রেসক্লাবের সাংবাদিকদের নিয়ে ভূতত্ত্ব বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (১৩ নভেম্বর) নবীগঞ্জ প্রেসক্লাব ভবনে শেভরন বাংলাদেশের আয়োজনে দিনব্যাপী এই কর্মশালা অনুষ্ঠিত হয়। এতে নবীগঞ্জ প্রেসক্লাবের সদস্য ও কর্মরত তরুণ সাংবাদিকরা অংশ গ্রহন করেন। এতে ৪০ জন সাংবাদিক ভূতত্ত্ব বিষয়ক প্রশিক্ষণ গ্রহণ করেন।
নবীগঞ্জ প্রেসক্লাবের সভাপতি এম এ আহমদ আজাদের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মো. সেলিম তালুকদারের সঞ্চালনায় বক্তব্য রাখেন নবীগঞ্জ প্রেসক্লাবের সাবেক সভাপতি ফখরুল আহসান চৌধুরী, আনোয়ার হোসেন মিঠু, শেভরন বাংলাদেশ-এর ফিল্ড করপোরেট অ্যাফেয়ার্স ম্যানেজার খন্দকার তুষারুজ্জামান, কমিউনিকেশন্স ম্যানেজার (কর্পোরেট অ্যাফেয়ার্স) শেখ জাহিদুর রহমান, কর্পোরেট অ্যাফেয়ার্স এডভাইজার এহসানুল হাসান, ফিল্ড কর্পোরেট অ্যাফেয়ার্স এডভাইজার এম এ রাকিব, কর্পোরেট অ্যাফেয়ার্সের সিনিয়র কোঅর্ডিনেটর মুরাদ আহমেদ। রিসোর্সপার্সন ছিলেন, শেভরনের জিওলজিস্ট সিরাজুম মুনিরা ও পেট্রোলিয়াম ইঞ্জিনিয়ার সামিউজ্জামান খন্দকার।
কর্মশালার উদ্বোধনী অনুষ্ঠানে বক্তারা বলেন, সিলেট অঞ্চল জ্বালানি সেক্টরের অন্যতম ক্ষেত্র। এই গ্যাস যথাযথ প্রক্রিয়ায় উত্তোলন ও সরবরাহের জন্য কাজ করছে শেভরন বাংলাদেশ। তারা বলেন, সাংবাদিকদের ভূতত্ত্ব বিষয়ক জ্ঞান অর্জন অত্যন্ত জরুরি। শেভরন বাংলাদেশ নবীগঞ্জের সাংবাদিকদের জন্য যে কর্মশালা আয়োজন করেছে তা তাদের পেশাগত কাজে উপকারে আসবে। ভবিষ্যতেও এ সাংবাদিকতার বিভিন্ন বিষয়ের উপরে এ ধরনের কর্মশালা আয়োজন করার আশ্বাস প্রদান করা হয়। পাশাপাশি নবীগঞ্জ প্রেসক্লাবের উন্নয়নে শেভরন বাংলাদেশ সবসময় পাশে থাকবে বলেও আশ্বাস প্রদান করেন।
সম্পাদক মন্ডলীর সভাপতি : মো: আব্দুর রকিব
সম্পাদক ও প্রকাশক: সাখাওয়াত হোসেন টিটু
সহযোগী সম্পাদক : তোফাজ্জল হোসেন অপু, ব্যবস্থাপনা সম্পাদক : গাজীউর রহমান ইমরান
বার্তা সম্পাদক : কামরুজজামান আল রিয়াদ, নির্বাহী সম্পাদক : মো: জালাল উদ্দিন রুমী।
অফিস-১ : উদয়ন আবাসিক এলাকা শায়েস্তাগঞ্জ, হবিগঞ্জ।
আঞ্চলিক অফিস : নূরপুর হাইস্কুল রোড, শায়েস্তাগঞ্জ, হবিগঞ্জ।
নিউজ প্রেরনের জন্য e-mail : shaistaganjnews@gmail.com
Web site- www.shaistaganj.com
মোবাইল নাম্বার- ০১৭৪০৯৪৩০৮২ (সম্পাদক ও প্রকাশক)
মোবাইল নাম্বার- ০১৭১৬৪৩৯৬২৫ (বার্তা সম্পাদক )
© All rights reserved © 2023 shaistaganj