সৈয়দ হাবিবুর রহমান ডিউক, শায়েস্তাগঞ্জ থেকে :
সাতছড়ির গহীন বনে প্রকৃতির ভালোবাসা যেন হাতছানি দিয়ে ডাকছে। প্রকৃতিপ্রেমী মানুষের জন্য সাতছড়ি জাতীয় উদ্যান সত্যিই অনন্য।বনের ভেতর দিয়ে হাঁটলেই প্রকৃতির ভালোবাসার ছোঁয়া লাগে গায়ে।হবিগঞ্জের সাতছড়ি জাতীয় উদ্যানে এক ঘণ্টার ট্রেইল দিয়ে হাঁটলে মুখপোড়া হনুমানের ডাক কানে বাজবে।নতুন যে কেউ এ ডাক শুনে ভয় পেয়ে যেতে পারেন। মনে হবে, খুব কাছ থেকেই কোনো প্রাণী তেড়ে আসছে।
কিন্তু মুখপোড়া হনুমান রয়েছে ঠিক মাথার ওপরেই। সাতছড়ি জাতীয় উদ্যানের চাপালিশ গাছের ডালে ডালে খেলা করছে এ প্রাণীটি।
তবে মানুষের অবস্থান টের পেয়ে চুপ হয়ে যায়। এরপর গহীন বনের ভেতর দিয়ে হাঁটতেই হনুমানের ডাক। এছাড়া ঘুঘু, টিয়া, টুনটুনি হরেক রকম পাখির কিচির-মিচির শব্দ। যেন প্রকৃতি হাতছানি দিয়ে ডাকছে পর্যটকদের। এমন বাস্তবতায় প্রকৃতির সাথে পুরোদিন কাটিয়েছে চরকা টেক্সটাইলের স্টোর ডিপার্টমেন্ট। শুক্রবার (৮ ই নভেম্বর) সকাল ৮ টা থেকে বিকাল ৫ টা পর্যন্ত চলে তাদের অরণ্যভোজন। এ অরণ্যভোজনে স্টোরের প্রায় ৪০ জন কর্মকর্তা অংশগ্রহণ করেন।
সকালের নাস্তা সেরে দুপুর পর্যন্ত পাহাড়ের অলিগলি এ প্রান্ত থেকে ও প্রান্ত ছুটিয়ে মাতিয়েছেন তারা, জুম্মার নামাজ শেষে দুপুরে সাতছড়ির পামবাগান পিকনিক স্পটে ভোজন সম্পন্ন করা হয়। ভোজন শেষে সায়েদাবাদ চাবাগানে কাটানো হয় পুরো বিকেল। প্রায় ৫০ মিটার উঁচু পাহাড়ের উপরে এক আলোচনা সভার আয়োজন করা হয়।
উক্ত আলোচনা সভায় চরকা টেক্সটাইলের স্টোর ডিপার্টমেন্টের সিনিয়র ম্যানেজার আশিকুর রহমান পাটোয়ারীর সভাপতিত্বে ও এইচ আর এমের ডেপুটি ম্যানেজার মাহমুদুল হাসানের সঞ্চালনায় বক্তব্য রাখেন, এডমিনের ডেপুটি ম্যানেজার রুকুনুজ্জামান রোকন, হাসিব হাওলাদার, মো: নজরুল ইসলাম, মো: শফিকুল ইসলাম, মো: তরিকুল ইসলাম, মো: আব্দুল ওয়াহাব, সৈয়দ হাবিবুর রহমান ও বিধু কুমার প্রমুখ। আলোচনাসভা শেষে নতুন পদোন্নতিপ্রাপ্ত সিনিয়র ম্যানেজার আশিক রহমান পাটোয়ারী ও ডেপুটি ম্যানেজার মো: নজরুল ইসলামকে ফুলের তোড়া ও ক্রেস্ট দিয়ে শুভেচ্ছা জানানো হয়।
সম্পাদক মন্ডলীর সভাপতি : মো: আব্দুর রকিব
সম্পাদক ও প্রকাশক: সাখাওয়াত হোসেন টিটু
সহযোগী সম্পাদক : তোফাজ্জল হোসেন অপু, ব্যবস্থাপনা সম্পাদক : গাজীউর রহমান ইমরান
বার্তা সম্পাদক : কামরুজজামান আল রিয়াদ, নির্বাহী সম্পাদক : মো: জালাল উদ্দিন রুমী।
অফিস-১ : উদয়ন আবাসিক এলাকা শায়েস্তাগঞ্জ, হবিগঞ্জ।
আঞ্চলিক অফিস : নূরপুর হাইস্কুল রোড, শায়েস্তাগঞ্জ, হবিগঞ্জ।
নিউজ প্রেরনের জন্য e-mail : shaistaganjnews@gmail.com
Web site- www.shaistaganj.com
মোবাইল নাম্বার- ০১৭৪০৯৪৩০৮২ (সম্পাদক ও প্রকাশক)
মোবাইল নাম্বার- ০১৭১৬৪৩৯৬২৫ (বার্তা সম্পাদক )
© All rights reserved © 2023 shaistaganj