জামাল হোসেন লিটন,চুনারুঘাট:
ভারত সীমান্ত বেষ্টিত চুনারুঘাট উপজেলায় মাদকের বিরুদ্ধে সচেতনতা সৃষ্টির লক্ষ্যে ছাত্র সমাজের সাথে মতবিনিময় সভার আয়োজনে করে চুনারুঘাট থানা পুলিশ।
শনিবার সকাল ১১ ঘটিকায় থানা হলরুমে আয়োজিত মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন চুনারুঘাট থানার নবাগত অফিসার ইনচার্জ মোহাম্মদ নজরুল ইসলাম।
এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সহকারী পুলিশ সুপার (মাধবপুর সার্কেল) মোঃ আজিজুর রহমান সরকার। তিনি বলেন সমাজ থেকে মাদক নির্মুল করতে চাইলে প্রথমে নিজেকে মাদক থেকে দূরে রাখতে হবে। পুলিশকে সঠিক তথ্য দিয়ে সহযোগিতা করতে হবে। ছাত্র সমাজকে খেলাধুলার প্রতি আগ্রহী করে তোলা এবং লেখাপড়ায় মনোযোগি হতে পরামর্শ প্রদান করেন প্রধান অতিথি।
চুনারুঘাট পৌর শহরের বিভিন্ন স্পটে মাদকসেবিদের একচেটিয়া উৎপাত ও আধিপত্যের বিষেয় অভিযোগ করে ছাত্র সমাজ। তারা চুনারুঘাটের সর্বস্তরে মাদকের বিস্তার ঠেকাতে পুলিশকে জোরালো পদক্ষেপ নেয়ার আহবান জানান। সভাপতির বক্তব্যে অফিসার ইনচার্জ বলেন-চুনারুঘাট পৌর শহরকে তিন মাসের মধ্যে আমরা মাদকমুক্ত ঘোষণা করার লক্ষ্যে কাজ শুরু করেছি। শীঘ্রই ছাত্র সমাজকে সাথে নিয়ে মাদকের বিরুদ্ধে সর্বাত্মক প্রতিরোধ গড়ে তোলা হবে। খেলার মাঠগুলো আজই মাদকসেবিদের হাত থেকে মুক্ত করা হবে। পর্যায়ক্রমে প্রতিটি ইউনিয়ন ও পাড়া মহল্লায় জনসচেতনতা সৃষ্টির লক্ষ্যে এধরণের সেমিনার আয়োজন করা হবে। পুলিশের জনবল সংকট স্বীকার করে অফিসার ইনচার্জ বলেন-ছাত্র জনতার সহযোগিতা ছাড়া পুলিশের একার পক্ষে মাদক নির্মূল করা পুরোপুরি সম্ভব হবে না। একাজে তিনি চুনারুঘাটের সর্বস্তরের জনগণের সহযোগিতা কামনা করেন।
সভায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন-চুনারুঘাট প্রেসক্লাবের সদস্য সাংবাদিক মিজানুর রহমান, মোহাম্মদ সুমন, মোঃ মিজানুর উজ্জল, চুনারুঘাট সরকারি কলেজের শিক্ষার্থী অতিকুর রহমান সাকিব প্রমুখ।
সম্পাদক মন্ডলীর সভাপতি : মো: আব্দুর রকিব
সম্পাদক ও প্রকাশক: সাখাওয়াত হোসেন টিটু
সহযোগী সম্পাদক : তোফাজ্জল হোসেন অপু, ব্যবস্থাপনা সম্পাদক : গাজীউর রহমান ইমরান
বার্তা সম্পাদক : কামরুজজামান আল রিয়াদ, নির্বাহী সম্পাদক : মো: জালাল উদ্দিন রুমী।
অফিস-১ : উদয়ন আবাসিক এলাকা শায়েস্তাগঞ্জ, হবিগঞ্জ।
আঞ্চলিক অফিস : নূরপুর হাইস্কুল রোড, শায়েস্তাগঞ্জ, হবিগঞ্জ।
নিউজ প্রেরনের জন্য e-mail : shaistaganjnews@gmail.com
Web site- www.shaistaganj.com
মোবাইল নাম্বার- ০১৭৪০৯৪৩০৮২ (সম্পাদক ও প্রকাশক)
মোবাইল নাম্বার- ০১৭১৬৪৩৯৬২৫ (বার্তা সম্পাদক )
© All rights reserved © 2023 shaistaganj