বাহার উদ্দিন, লাখাই থেকে :
হবিগঞ্জের লাখাইয়ে উপজেলার ৭ হাজার ১১০ জন কৃষকের মাঝে বিনামূল্যে বীজ ও রাসায়নিক সার বিতরণ শুরু হয়েছে।
বৃহস্পতিবার (৩১ অক্টোবর) দুপুর বেলা উপজেলা পরিষদ প্রাঙ্গনে এ কৃষি উপকরণ বিতরণ কার্যক্রমের আনুষ্ঠানিক শুভ উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) নাহিদা সুলতানা।
এসময় অন্যান্যদের উপস্থিত ছিলেন, উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মাহমুদুল হাসান মিজান, বামৈ ইউনিয়ন পরিষদ এর চেয়ারম্যান আজাদ হোসেন ফুরুক, করাব ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আবদুল কুদ্দুস, বুল্লা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান এডভোকেট খোকন চন্দ্র গোপ, মুড়িয়াউক ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মোঃ নোমান মিয়া,উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর এর উপসহকারী কৃষি কর্মকর্তাবৃন্দ,সাংবাদিক বৃন্দ।
কৃষি উপকরণ বিতরণ কার্যক্রমের উদ্বোধনী অনুষ্ঠানে উপজেলার ৯১০ জন কৃষকের মাঝে ১ কেজি করে বারি-১৪ জাতের সরিষা বীজ ও ২০ কেজি করে রাসায়নিক সার বিতরণ করা হয়।
এছাড়া পর্যায়ক্রমে উপজেলার ৬ টি ইউনিয়ন এর ৩ হাজার ৫ শত কৃষকের মাঝে ২ কেজি করে হাইব্রিড জাতের ধান বীজ এবং ৩ হাজার ৭ শত কৃষকের মাঝে ৫ কেজি করে উচ্চ ফলনশীল (উফশী) জাতের ধান বীজ,১০ কেজি করে মিউরেট অব পটাশ( এমওপি) সার,১০ কেজি করে ডিএপি সার বিতরণ করা হবে।
কৃষি উপকরণ বিতরণ কালে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) নাহিদা সুলতানা বলেন হাওরবেষ্ঠিত লাখাই উপজেলা খাদ্যে উদ্বৃত্তের উপজেলা এবং কৃষককূল নিরলসভাবে কাজ করে এর ধারাবাহিকতায় উৎপাদন বৃদ্ধিতে ভূমিকা পালন করছেন। ধানের পাশাপাশি রবিশস্য উৎপাদনেও এ উপজেলার অপার সম্ভাবনাময় অঞ্চল। এ সম্ভাবনাকে কাজে লাগিয়ে সরিষা সহ বিভিন্ন ধরনের তেলবীজ উৎপাদন বৃদ্ধি করে আমাদের নিজেদের চাহিদা মিটিয়ে আমদানি নির্ভরতা কমানোর সুযোগ রয়েছে। এতে আমরা আরো স্বাবলম্বী হওয়ার আশা করছি। বিনামূল্যে বীজ সার বিতরণ এর মাধ্যমে পাওয়া উপকরণ এর সর্বোচ্চ ব্যবহার নিশ্চিত করতে গুরুত্বারোপ করেন।
সম্পাদক মন্ডলীর সভাপতি : মো: আব্দুর রকিব
সম্পাদক ও প্রকাশক: সাখাওয়াত হোসেন টিটু
সহযোগী সম্পাদক : তোফাজ্জল হোসেন অপু, ব্যবস্থাপনা সম্পাদক : গাজীউর রহমান ইমরান
বার্তা সম্পাদক : কামরুজজামান আল রিয়াদ, নির্বাহী সম্পাদক : মো: জালাল উদ্দিন রুমী।
অফিস-১ : উদয়ন আবাসিক এলাকা শায়েস্তাগঞ্জ, হবিগঞ্জ।
আঞ্চলিক অফিস : নূরপুর হাইস্কুল রোড, শায়েস্তাগঞ্জ, হবিগঞ্জ।
নিউজ প্রেরনের জন্য e-mail : shaistaganjnews@gmail.com
Web site- www.shaistaganj.com
মোবাইল নাম্বার- ০১৭৪০৯৪৩০৮২ (সম্পাদক ও প্রকাশক)
মোবাইল নাম্বার- ০১৭১৬৪৩৯৬২৫ (বার্তা সম্পাদক )
© All rights reserved © 2023 shaistaganj