মোহাম্মদ আব্দুল মুহিন (শিপন) :
হবিগঞ্জ-শায়েস্তাগঞ্জ আঞ্চলিক সড়ক। জনগুরুত্বপূর্ণ এই সড়কের দুই পাশে জন্মেছে ঘন ঝোপঝাড়। কোথাও কোথাও সড়কের উভয় পাশে বেড়ে ওঠা গাছপালা আর লতাগুল্ম সড়কের ওপর এসে গড়িয়েছে; যার কারণে সড়ক কিছুটা সংকুচিত হয়ে এসেছে। সব মিলিয়ে পথচারী ও যানবাহনের চলাচলে ব্যাঘাত ঘটে। দুইটি শিক্ষা প্রতিষ্ঠানের প্রায় হাজারের অধিক শিক্ষার্থী দৈনিক আসা-যাওয়া করে এই সড়ক দিয়ে। গাড়ি আসলে পাশে দাঁড়ানোর জায়গা থাকে না একদমই। প্রায়ই আশঙ্কা তৈরি হয় দুর্ঘটনার।
এ পরিস্থিতিতে সড়কের দুই পাশের ঝোপঝাড় পরিষ্কার করে সাধারণের চলাচলে স্বাচ্ছন্দ্য আনতে ও দুর্ঘটনার আশঙ্কা কমাতে উদ্যোগ নেন শায়েস্তাগঞ্জ পৌরসভার পূর্ব লেঞ্জাপাড়া এলাকার তরুণরা।
শুক্রবার (২৫ অক্টোবর) স্বেচ্ছাশ্রমে হবিগঞ্জ-শায়েস্তাগঞ্জ রাস্তার দু’পাশের প্রায় আধ কিলোমিটার এলাকা পরিষ্কার করেছেন তরুণরা। তাদের সঙ্গে কথা বলে জানা যায়, পর্যায়ক্রমে তারা এই সড়কসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে পরিচ্ছন্নতা কার্যক্রম চালাবেন বলে জানিয়েছেন।
স্থানীয়দের সঙ্গে কথা বলে জানা গেছে, দীর্ঘদিন ধরে সড়কের দুই পাশে ঝোপঝাড় বেড়ে উঠেছে। লতানো গাছ গুলো ডালপালা মেলেছে, যা সড়কের ওপর এসে পড়েছে। এতে সড়কটি কিছুটা সংকুচিত হয়ে পড়েছে। ঝোপ আর গাছের বাড়তি শাখা-প্রশাখার কারণে এ সড়কে চলাচলকারী পথচারী ও যানবাহন চালকদের নানা সমস্যায় পড়তে হয়। বিষয়টি আমলে নিয়ে স্থানীয় তরুণরা স্বেচ্ছাশ্রমে সড়কের দু’ধার পরিষ্কার করেন।
সেখানে গিয়ে দেখা গেছে, পুর্ব লেঞ্জাপাড়া এলাকার বেশ কয়েকজন তরুণ সড়কের দু’পাশের ঝোপঝাড় পরিষ্কার করছেন। কেউ ময়লা-আবর্জনা টুকরিতে ভরছেন, কেউ তা নির্দিষ্ট স্থানে রেখে পুড়িয়ে দিচ্ছেন। এতে সড়কের চিত্র পুরোটাই পাল্টে গেছে।
সাবেক কাউন্সিলর ফাহিন হোসেন জানান, এলাকার তরুণরা সড়কের দু’পাশ পরিষ্কার করার যে উদ্যোগ নিয়েছেন তা প্রশংসনীয়।
সম্পাদক মন্ডলীর সভাপতি : মো: আব্দুর রকিব
সম্পাদক ও প্রকাশক: সাখাওয়াত হোসেন টিটু
সহযোগী সম্পাদক : তোফাজ্জল হোসেন অপু, ব্যবস্থাপনা সম্পাদক : গাজীউর রহমান ইমরান
বার্তা সম্পাদক : কামরুজজামান আল রিয়াদ, নির্বাহী সম্পাদক : মো: জালাল উদ্দিন রুমী।
অফিস-১ : উদয়ন আবাসিক এলাকা শায়েস্তাগঞ্জ, হবিগঞ্জ।
আঞ্চলিক অফিস : নূরপুর হাইস্কুল রোড, শায়েস্তাগঞ্জ, হবিগঞ্জ।
নিউজ প্রেরনের জন্য e-mail : shaistaganjnews@gmail.com
Web site- www.shaistaganj.com
মোবাইল নাম্বার- ০১৭৪০৯৪৩০৮২ (সম্পাদক ও প্রকাশক)
মোবাইল নাম্বার- ০১৭১৬৪৩৯৬২৫ (বার্তা সম্পাদক )
© All rights reserved © 2023 shaistaganj