বাহার উদ্দিন :
হবিগঞ্জ জেলার লাখাই উপজেলায় জরায়ুমুখে ক্যান্সার প্রতিরোধে মাধ্যমিক ও প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকদের নিয়ে দিনব্যাপী এক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (২১ অক্টোবর) সকাল ১০টায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সভা কক্ষে উপজেলা স্বাস্থ্য কেন্দ্রের আয়োজনে এ কর্মশালা অনুষ্ঠিত হয়।
এ কর্মশালায় উপজেলা স্বাস্থ্য ও পঃপঃ কর্মকর্তা ডা.কাজী শামসুল আরেফীন ও ডাক্তার এ কে এম মঞ্জুরুল আহসান উপস্থিত মাধ্যমিক বিদ্যালয়, মাদ্রাসা ও প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষা প্রতিষ্টানের প্রধান শিক্ষাকদের কে নিয়ে কর্মশালায় জরায়ুমুখে ক্যান্সার প্রতিরোধে এইচআইভি প্রদান ক্যাম্পেইন ২০২৪ উপলক্ষে ডা.কাজী শামসুল আরেফীন ও এ কে এম মঞ্জুরুল আহসান বলেন এ উপজেলায় ১০- ১৪ বছর বয়সের অর্থাৎ ৫ম শ্রেনী থেকে নবম শ্রেনীর শিক্ষার্থীদের এই টিকা দেয়া হবে। মেয়েদের কে ক্যান্সার প্রতিরোধ ভ্যাকসিন টিকা দেয়া হবে।
এ ভ্যাকসিস টিকা নেয়ার জন্য প্রত্যেকে জন্ম নিবন্ধনের মাধ্যমে অনলাইনে আবেদন করতে হবে। কর্মশালায় আরো জানান লাখাই উপজেলার ১১টি মাধ্যমিক বিদ্যালয় ৩টি মাদ্রাসা ও ২টি বেসরকারি মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের এই ভ্যাকসিন টিকা দেয়া হবে।
জরায়ু মুখে ক্যান্সারের লক্ষণ কি? অতিরিক্ত সাদা স্রাব, দুর্গন্ধ স্রাব,অতিরিক্ত অথবা অনিয়মিত রক্তস্রাব,মাসিক পুরোপুরি বন্ধ হয়ে যাওয়ার পরে পুনরায় রক্তপাত এবং কোমর, তলপেট, উরুতে ব্যাথা।কারা জরায়ুমুখে ক্যান্সার আক্রান্ত হওয়ার জন্য ঝুঁকিপূর্ণ?
বাল্যবিবাহ,ঘন ঘন সন্তান প্রসব, একাধিক যৌনসঙ্গী, ধুমপায়ী, সল্প রোগ প্রতিরোধ ক্ষমতাসম্পন্ন জনগোষ্ঠী যেমন -এইডস রোগী ও যে সকল নারী প্রজনন স্বাস্থ্যসেবা এবং পরিচ্ছন্নতা সম্পর্কে সচেতন নন এবং সমস্যার প্রাথমিক পর্যায়ে চিকিৎসকের অথবা স্বাস্থ্য কর্মীর পরামর্শ নেন না তাদের এই ক্যান্সার আক্রান্ত ঝুঁকি বেশী। শুরুতে পবিত্র কুরআন থেকে তেলাওয়াত করেন মাওলানা আবু সাঈদ মোঃ জুনায়েদ ও গীতা পাঠ করেন প্রতাপ চন্দ্র বৈষ্ণব ।
সম্পাদক মন্ডলীর সভাপতি : মো: আব্দুর রকিব
সম্পাদক ও প্রকাশক: সাখাওয়াত হোসেন টিটু
সহযোগী সম্পাদক : তোফাজ্জল হোসেন অপু, ব্যবস্থাপনা সম্পাদক : গাজীউর রহমান ইমরান
বার্তা সম্পাদক : কামরুজজামান আল রিয়াদ, নির্বাহী সম্পাদক : মো: জালাল উদ্দিন রুমী।
অফিস-১ : উদয়ন আবাসিক এলাকা শায়েস্তাগঞ্জ, হবিগঞ্জ।
আঞ্চলিক অফিস : নূরপুর হাইস্কুল রোড, শায়েস্তাগঞ্জ, হবিগঞ্জ।
নিউজ প্রেরনের জন্য e-mail : shaistaganjnews@gmail.com
Web site- www.shaistaganj.com
মোবাইল নাম্বার- ০১৭৪০৯৪৩০৮২ (সম্পাদক ও প্রকাশক)
মোবাইল নাম্বার- ০১৭১৬৪৩৯৬২৫ (বার্তা সম্পাদক )
© All rights reserved © 2023 shaistaganj