বাহার উদ্দিন, লাখাই থেকে :
হবিগঞ্জের লাখাইয়ে আসন্ন শারদীয় দুর্গাপূজা উপলক্ষে বিভিন্ন পুজা মন্ডপে আর্থিক অনুদান বিতরণ অনুষ্ঠিত হয়েছে।
সোমবার(৭ অক্টোবর) বিকেল ৩ ঘটিকায় উপজেলা পরিষদ মিলনায়তনে অনুদান বিতরণী অনুষ্ঠান লাখাই উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি প্রানেশ গোস্যামীর সভাপতিত্বে ও সম্পদ রায়ের সঞ্চালনায় অনুষ্ঠিত হয়।
এতে আলোচনায় অংশ নেন লাখাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ( ওসি)মোঃ বন্দে আলী,বাংলাদেশ জাতীয়তাবাদী দল( বিএনপি) এর লাখাই উপজেলা শাখার সাধারণ সম্পাদক এ্যাডভোকেট শামসুল ইসলাম, সহসভাপতি শেখ ফরিদ, হিন্দু বৌদ্ধ খৃষ্টান ঐক্য পরিষদের সভাপতি এ্যডভোকেট খোকন চন্দ্র, তাউস আহমেদ, মাহমুদুল হাসান।
এ ছাড়াও আরো উপস্থিত ছিলেন আশীষ দাশ গুপ্ত, আশীষ রায়, প্রানেশ রঞ্জন দাশ, বিশ্বজিৎ আচার্য, মলয় দেব, সমীরণ শীল ও জনক দেব।
সভায় লাখাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ বন্দে আলী বলেন আগামী দুর্গা পুঁজায় দলমত নির্বিশেষে হিন্দু ধর্মাবলম্বীদের একটি বড় উৎসব তাই আইন শৃঙ্খলা রক্ষায় আমরা সার্বিক ভাবে সকলের সহযোগিতা কামনা করেন।
বাংলাদেশ জাতীয়তাবাদী দল লাখাই উপজেলা শাখার সাধারণ সম্পাদক এ্যডভোকেট শামসুল ইসলাম বলেন আমরা আগামী দুর্গাপূজায় হিন্দু ভাই বোন যেন নির্বিঘ্নে পুজা উদযাপন করতে পারে সে ব্যপারে আমরা সার্বিক ভাবে সহযোগিতা করে যাব।
সভা শেষে লাখাই উপজেলার ৬৩ টি পূজামণ্ডপের প্রধানদের হাতে প্রত্যেক পুজা মন্ডপে জন্য সরকারি বরাদ্দের ২১ হাজার টাকা তুলে দেন অতিথি বৃন্দ।
এ বছর লাখাই উপজেলার ১নং লাখাই ইউনিয়নে ১৯টি, মোড়াকরি ইউনিয়নের ১৬টি, মুড়িয়াউক ১টি, বামৈ ইউনিয়নে ৭টি, করাব ইউনিয়নে ৮টি ও বুল্লা ইউনিয়নে ১৩ টি পুঁজা মন্ডপ এ আর্থিক অনুদান বিতরণ করা হয়েছে।
সম্পাদক মন্ডলীর সভাপতি : মো: আব্দুর রকিব
সম্পাদক ও প্রকাশক: সাখাওয়াত হোসেন টিটু
সহযোগী সম্পাদক : তোফাজ্জল হোসেন অপু, ব্যবস্থাপনা সম্পাদক : গাজীউর রহমান ইমরান
বার্তা সম্পাদক : কামরুজজামান আল রিয়াদ, নির্বাহী সম্পাদক : মো: জালাল উদ্দিন রুমী।
অফিস-১ : উদয়ন আবাসিক এলাকা শায়েস্তাগঞ্জ, হবিগঞ্জ।
আঞ্চলিক অফিস : নূরপুর হাইস্কুল রোড, শায়েস্তাগঞ্জ, হবিগঞ্জ।
নিউজ প্রেরনের জন্য e-mail : shaistaganjnews@gmail.com
Web site- www.shaistaganj.com
মোবাইল নাম্বার- ০১৭৪০৯৪৩০৮২ (সম্পাদক ও প্রকাশক)
মোবাইল নাম্বার- ০১৭১৬৪৩৯৬২৫ (বার্তা সম্পাদক )
© All rights reserved © 2023 shaistaganj