স্বপন রবি দাস, নবীগঞ্জ থেকে :
প্রতি বছরের ন্যায় এবারো দুর্গাপূজা উদযাপন উপলক্ষে হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলা প্রশাসনের আয়োজনে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে।
রোববার ৬ সেপ্টেম্বর নবীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা অনুপম কুমার দাশ অনুপের সভাপতিত্বে উপজেলা পরিষদ হল রুমে এ সভা অনুষ্ঠিত হয়।
এতে বক্তব্য রাখেন, নবীগঞ্জ উপজেলা সহকারি কমিশনার (ভূমি) শাহীন দেলোয়ার, বাংলাদেশ আর্মি সিলেট ক্যান্টনমেন্টের ক্যাপ্টেন তামিম, নবীগঞ্জ থানার অফিসার ইনচার্জ মোঃ কামাল হোসেন পিপিএম, ডাঃ নির্মল কান্তি ঘোষ, বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ নবীগঞ্জ উপজেলা শাখার ভারপ্রাপ্ত সভাপতি রঙ্গ লাল রায়, নবীগঞ্জ পল্লী বিদ্যুতের ডিজিএম মোহাম্মদ ফয়জুল্লাহ, নবীগঞ্জ প্রেসক্লাবের সভাপতি এম.এ আহমদ আজাদ, সাধারণ সম্পাদক সেলিম তালুকদার, উপজেলা হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের সাধারণ সম্পাদক ও প্রেসক্লাবের সাবেক সভাপতি উত্তম কুমার পাল হিমেল, উপজেলা পজীপ কর্মকর্তা মোঃ সাকিল আহমেদ, নবীগঞ্জ ফায়ার ষ্টেশনের অফিসার মোঃ হারুন অর রশিদ, খাদ্য অফিসার সেলিম হায়দার, উপজেলা আনসার ভিডিপি কর্মকর্তা ফাতেমা খাতুন, মহিলা বিষয়ক কর্মকর্তা নুসরাত ফেরদৌসী, নবীগঞ্জ উপজেলা পূজা উদযাপন পরিষদের সহ সভাপতি ভবানী শংকর ভট্টাচার্য্য, বিকাশ চন্দ্র রায়, সাংগঠনিক সম্পাদক নীলকন্ঠ দাশ সামন্ত নন্টি, নবীগঞ্জ উপজেলা ইসলামি ফাউন্ডেশনের সভাপতি মোঃ সোলাইমান, নবীগঞ্জ উপজেলা ইমাম সমিতি সভাপতি আব্দূর নূর, উপজেলা জামে মসজিদের ইমাম মাওঃ মাহবুবুর রহমান, ইনাতগঞ্জ ইউনিয়ন পূজা উদযাপন পরিষদের সভাপতি নৃপেশ চন্দ্র সূত্রধর, কুর্শি ইউনিয়নের পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক সাংবাদিক অঞ্জন রায়, করগাঁও ইউনিয়ন পুজা উদযাপন কমিটির সভাপতি শিক্ষক হরিপদ দাশ, ৮নং সদর ইউনিয়ন পুজা উদযাপন পরিষদের সভাপতি সুবিনয় রায়, বাউশা ইউনিয়নের সহ সভাপতি প্রনব দেব, ১০নং দেবপাড়া ইউনিয়ন কমিটির সভাপতি রবীন্দ্র পাল, ১১নং গজনাইপুর ইউনিয়ন কমিটির সাধারণ সম্পাদক লিটন দেব, ১২নং কালিয়ারভাঙ্গা ইউনিয়ন পুজা উদযাপন পরিষদ সভাপতি দীপ্তেন্দু নায়ারণ রায়, সাধারণ সসম্পাদক সত্যজিৎ চক্রবর্তী,বিভিন্ন ইউনিয়ন থেকে পূজা উদযাপন পরিষদের অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
সভাপতির বক্তব্যে উপজেলা নির্বাহী কর্মকর্তা অনুপম কুমার দাশ অনুপ বলেন, প্রত্যেকটি মন্ডপে সিসি ক্যামেরা থাকতে হবে। আইনশৃঙ্খলা নিয়ন্ত্রনে পুলিশের পাশাপাশি সেনাবাহিনীর দুইটি টিম সার্বক্ষণিক কাজ করবে। বিদ্যুতের পাশাপাশি জেনেরেটর রাখার জন্য আহ্বান জানান তিনি।
সম্পাদক মন্ডলীর সভাপতি : মো: আব্দুর রকিব
সম্পাদক ও প্রকাশক: সাখাওয়াত হোসেন টিটু
সহযোগী সম্পাদক : তোফাজ্জল হোসেন অপু, ব্যবস্থাপনা সম্পাদক : গাজীউর রহমান ইমরান
বার্তা সম্পাদক : কামরুজজামান আল রিয়াদ, নির্বাহী সম্পাদক : মো: জালাল উদ্দিন রুমী।
অফিস-১ : উদয়ন আবাসিক এলাকা শায়েস্তাগঞ্জ, হবিগঞ্জ।
আঞ্চলিক অফিস : নূরপুর হাইস্কুল রোড, শায়েস্তাগঞ্জ, হবিগঞ্জ।
নিউজ প্রেরনের জন্য e-mail : shaistaganjnews@gmail.com
Web site- www.shaistaganj.com
মোবাইল নাম্বার- ০১৭৪০৯৪৩০৮২ (সম্পাদক ও প্রকাশক)
মোবাইল নাম্বার- ০১৭১৬৪৩৯৬২৫ (বার্তা সম্পাদক )
© All rights reserved © 2023 shaistaganj