মোহাম্মদ আলী সরকার, শায়েস্তাগঞ্জ:
শায়েস্তাগঞ্জে রায়হান মিয়া (২৭) নামে ঢাকা জেলার সাভার থানার এক যুবক শায়েস্তাগঞ্জ নতুন ব্রীজে অজ্ঞান পার্টির খপ্পরে পড়ে সর্বস্ব খুঁইয়েছেন। তিনি ঢাকা জেলার সাভার থানার রাজাশন গ্রামের মোহন মিয়ার পুত্র।
স্থানীয় সূত্রে জানা যায়, রায়হান মিয়া গত রবিবার রাত সাড়ে ১১ টায় ঢাকা থেকে শ্যামলী বাস যোগে শায়েস্তাগঞ্জ নতুন ব্রীজে নামেন। এ সময় তিনি স্থানীয় একটি হোটেলে খাবার খান। এর কিছুক্ষণ পরেই তিনি শারীরিকভাবে অসুস্থতা বোধ করেন। এ সময় তার সাথে থাকা একটি বেগে ৭হাজার টাকা ও ২টি মোবাইল অজ্ঞান পার্টির লোকেরা নিয়ে যায়।
পরে নতুন ব্রীজের মাইক্রোবাস কাউন্টারের চালক বিলাল মিয়া তাকে অসুস্থ অবস্থায় উদ্ধার করে স্থানীয়ভাবে চিকিৎসা দিয়ে তার হেফাজতে এসআর আবাসিক হোটেলে নিয়ে যান। পরের দিন সোমবার দুপুরে তার শারীরিক অবস্থার উন্নতি হলে তার পরিবারের লোকজনের সাথে যোগাযোগ করা হয়। তার হেফাজতে থাকা বিলাল মিয়া জানান, তার পরিবারের লোকজনের নিকট খবর জানানো হয়েছে।
বিকেলের মধ্যেই তার পরিবারের লোকজন তাকে নেয়ার জন্য শায়েস্তাগঞ্জ যে আসলে তাকে তাদের হাতে তুলে দেয়া হবে। রায়হান মিয়া আইএফআইসি ব্যাংকে ডেকোরেশন সহ যাবতীয় ফিটিংস এর কাজ কন্টাকের মাধ্যমে করে থাকেন বলে জানান।
সম্পাদক মন্ডলীর সভাপতি : মো: আব্দুর রকিব
সম্পাদক ও প্রকাশক: সাখাওয়াত হোসেন টিটু
সহযোগী সম্পাদক : তোফাজ্জল হোসেন অপু, ব্যবস্থাপনা সম্পাদক : গাজীউর রহমান ইমরান
বার্তা সম্পাদক : কামরুজজামান আল রিয়াদ, নির্বাহী সম্পাদক : মো: জালাল উদ্দিন রুমী।
অফিস-১ : উদয়ন আবাসিক এলাকা শায়েস্তাগঞ্জ, হবিগঞ্জ।
আঞ্চলিক অফিস : নূরপুর হাইস্কুল রোড, শায়েস্তাগঞ্জ, হবিগঞ্জ।
নিউজ প্রেরনের জন্য e-mail : shaistaganjnews@gmail.com
Web site- www.shaistaganj.com
মোবাইল নাম্বার- ০১৭৪০৯৪৩০৮২ (সম্পাদক ও প্রকাশক)
মোবাইল নাম্বার- ০১৭১৬৪৩৯৬২৫ (বার্তা সম্পাদক )
© All rights reserved © 2023 shaistaganj