নিজস্ব প্রতিনিধি, হবিগঞ্জ : ঈদুল ফিতরের নামাজ আদায়ে জেলার বিভিন্ন ঈদগাহ মাঠ ও মসজিদে প্রস্তুতি নেওয়া হয়েছে। শুক্রবার শাওয়াল মাসের চাঁদ দেখা গেলে শনিবার ঈদুল ফিতরের নামাজ অনুষ্ঠিত হবে।
হবিগঞ্জে কখন কোথায় ঈদের জামাত :
হবিগঞ্জ কেন্দ্রীয় ঈদগাহ মাঠে ঈদের দু’টি জামাত অনুষ্ঠিত হবে। সকাল ৮টায় অনুষ্ঠিত হবে ঈদের প্রধান জামাত। এতে ইমামতি করবেন মাওলানা গোলাম মোস্তফা নবীনগরী। সকাল ৯টায় অনুষ্ঠিত হবে দ্বিতীয় জামাত। এ জামাতের ইমামতি করবেন মাওলানা ক্বারী নাজমুল হোসেন।
হবিগঞ্জ শহরের চৌধুরী বাজার কেন্দ্রীয় সুন্নী জামে মসজিদে ঈদের জামাত অনুষ্ঠিত হবে সকাল ৮টা ৪৫ মিনিটে। এতে ইমামতি করবেন মাওলানা আব্দুল মজিদ। রাজনগর জামে মসজিদে ঈদের জামাত অনুষ্ঠিত হবে সকাল সাড়ে ৮টায়। এতে ইমামতি করবেন মসজিদের খতিব হাফেজ মাওলানা মামুনুর রশিদ।
উমেদনগর টাইটেল মাদ্রাসায় ঈদের জামাত অনুষ্ঠিত হবে সকাল সাড়ে ৯টায়। পৌরসভা বাজার জামে মসজিদ ও পইল ঈদগাহে ঈদের জামাত অনুষ্ঠিত হবে সকাল ৯টায়। চাঁন মিয়া টাউন জামে মসজিদে ঈদের জামাত অনুষ্ঠিত হবে সকাল সাড়ে ৮টায়।
সওদাগর জামে মসজিদে সকাল সাড়ে ৮টায় ঈদের জামাত অনুষ্ঠিত হবে। এতে ইমামতি করবেন মাওলানা সৈয়দ আজহার আহমেদ।
বগলা বাজার স্টেশন জামে মসজিদে ঈদের জামাত অনুষ্ঠিত হবে ৮টা ৪৫ মিনিটে।
ঈদের দিন বৃষ্টিপাত হলে শহরের প্রায় প্রতিটি জামে মসজিদেই ঈদের জামাত অনুষ্ঠিত হবে।
এদিকে, ঈদের জামাত নির্বিঘ্নে অনুষ্ঠানে হবিগঞ্জে আইনশৃঙ্খলা বাহিনীর কঠোর নিরাপত্তা ব্যস্থা নেওয়া হয়েছে।
পুলিশ সুপার (এসপি) জয়দেব কুমার ভদ্র বলেন, প্রতিটি ঈদগাহে পুলিশের টহল থাকবে। কোথাও কোনো ধরনের অপ্রিতিকর ঘটনা ঘটতে দেওয়া হবে না।
সম্পাদক মন্ডলীর সভাপতি : মো: আব্দুর রকিব
সম্পাদক ও প্রকাশক: সাখাওয়াত হোসেন টিটু
সহযোগী সম্পাদক : তোফাজ্জল হোসেন অপু, ব্যবস্থাপনা সম্পাদক : গাজীউর রহমান ইমরান
বার্তা সম্পাদক : কামরুজজামান আল রিয়াদ, নির্বাহী সম্পাদক : মো: জালাল উদ্দিন রুমী।
অফিস-১ : উদয়ন আবাসিক এলাকা শায়েস্তাগঞ্জ, হবিগঞ্জ।
আঞ্চলিক অফিস : নূরপুর হাইস্কুল রোড, শায়েস্তাগঞ্জ, হবিগঞ্জ।
নিউজ প্রেরনের জন্য e-mail : shaistaganjnews@gmail.com
Web site- www.shaistaganj.com
মোবাইল নাম্বার- ০১৭৪০৯৪৩০৮২ (সম্পাদক ও প্রকাশক)
মোবাইল নাম্বার- ০১৭১৬৪৩৯৬২৫ (বার্তা সম্পাদক )
© All rights reserved © 2023 shaistaganj