মোহাম্মদ আলী সরকার,শায়েস্তাগঞ্জ:
শায়েস্তাগঞ্জে হবিগঞ্জ পল্লী বিদ্যুৎ সমিতির সকল কর্মকর্তা ও কর্মচারীদের কর্মবিরতি ও মানববন্ধনের নবম দিন অতিবাহিত হয়েছে।
৯ জুলাই মঙ্গলবার সকাল ১০টায় হবিগঞ্জ পল্লী বিদ্যুৎ সমিতির সদর দপ্তর কার্যালয়ের সামনে,মাথায় ও চোখে কালো কাপড় বেধেঁ এই কর্মবিরতি ও মানববন্ধন কর্মসূচি অনুষ্টিত হয়।
এতে সভাপতিত্ব করেন পল্লী বিদ্যুৎ সমিতির সদর দপ্তরের লাখাই জোনাল অফিসের এজি এম পলক সাহা। প্রধানমন্ত্রী ও বিদ্যুৎ বিভাগের নির্দেশনা অমান্য করে পল্লী বিদ্যুতায়ন বোর্ড কর্তৃক পল্লী বিদ্যুৎ সমিতি সমূহের শোষন, নির্যাতন ও নিপীড়ন অব্যাহত রাখা, গুণগত মানহীন মালামাল ক্রয় করে গ্রাহক ভোগান্তি করা, স্মার্ট ও টেকসই বাংলাদেশ বিনির্মাণে বিআরইবি পিবিএস একীভূতকরণ, বিভিন্ন চাকুরিবিধি বাস্তবায়ন, কর্মচারীর চাকুরি নিয়মিতকরণের দাবিতে এ কর্মবিরতি ও মানববন্ধন অনুষ্ঠিত হয়।
লাইনম্যান আরিফুল ইসলামের পরিচালনায় মানব বন্ধনের শুরুতে কোরআন তেলাওয়াত করেন নোয়াপাড়া জোনাল অফিসের সহকারী জুনিয়র ইন্জিনিয়ার মোঃ মিজানুর রহমান ভূইয়া।
এতে বক্তব্যে রাখেন, এজিএম এইচ আর রফিকুল ইসলাম, এজিএম আইটি আতিকুল ইসলাম, এজিএম ওয়েন ডেন নাইমুর রহমান, জুনিয়র ইঞ্জিনিয়ার আবুল বাশার, লাইনম্যান শরিফুল, যতিন্দ্র, মহিলা বিলিং সহকারী কাকুলী দাস প্রমূখ।
বক্তারা বলেন, যতদিন পর্যন্ত তাদের দাবী বাস্তবায়ন না হচ্ছে ততদিন প্রর্যন্ত তাদের কর্মসূচি চলমান থাকবে। বক্তারা আরো বলেন,যদি তাদের দাবী বাস্তবায়ন করা না হয় তাহলে অচিরেই সকল সাব-স্টেশনের বিদ্যুৎ সংযোগ বন্ধ করে দেয়ার কঠোর হুসিয়ারী দেন।শেষে জেনারেল ম্যানেজারের নিকট বিআরইবি হটলাইন অভিযোগ কেন্দ্রের গ্রাহক সেবার মোবাইল ফোন হস্তান্তর করা হয়।
সম্পাদক মন্ডলীর সভাপতি : মো: আব্দুর রকিব
সম্পাদক ও প্রকাশক: সাখাওয়াত হোসেন টিটু
সহযোগী সম্পাদক : তোফাজ্জল হোসেন অপু, ব্যবস্থাপনা সম্পাদক : গাজীউর রহমান ইমরান
বার্তা সম্পাদক : কামরুজজামান আল রিয়াদ, নির্বাহী সম্পাদক : মো: জালাল উদ্দিন রুমী।
অফিস-১ : উদয়ন আবাসিক এলাকা শায়েস্তাগঞ্জ, হবিগঞ্জ।
আঞ্চলিক অফিস : নূরপুর হাইস্কুল রোড, শায়েস্তাগঞ্জ, হবিগঞ্জ।
নিউজ প্রেরনের জন্য e-mail : shaistaganjnews@gmail.com
Web site- www.shaistaganj.com
মোবাইল নাম্বার- ০১৭৪০৯৪৩০৮২ (সম্পাদক ও প্রকাশক)
মোবাইল নাম্বার- ০১৭১৬৪৩৯৬২৫ (বার্তা সম্পাদক )
© All rights reserved © 2023 shaistaganj