আশিকুর রহমান,আজমিরীগঞ্জ প্রতিনিধি :
হবিগঞ্জের আজমিরীগঞ্জে দিন দিন বেড়েই চলেছে সবজির দাম। অধিকাংশ সবজির দাম বেড়েছে কেজিতে ২০ থেকে ২৫ টাকা পর্যন্ত। এছাড়া টমেটোর দাম কেজিতে ৪০ টাকা বেড়ে বিক্রি হচ্ছে ১২০ টাকায়। মুখি ও ঝিঙা কেজিতে বেড়েছে ২০ টাকা বেড়ে বিক্রি হচ্ছে ১৯০ টাকা। এমনকি আলুর দামও বেড়েছে ১৫ টাকা। কাঁচা মরিচ বিক্রি হচ্ছে ৩১০ থেকে ৩২০ টাকায় এবং শশা ১১০ টাকা কেজিতে, অব্যাহত ভাবে সবজির দাম বাড়তে থাকায় বেকায়দায় পড়েছেন ক্রেতারা।
বিশেষ করে সব বেশি বিপাকে পরে রয়েছে নিম্ন ও মধ্যে বৃত্ত আয়ের লোকেরা ।
বিশেষ করে নিত্য প্রয়োজনীয় আলুর দাম ৬০ থেক ৬৫, এবং পিঁয়াজ এর মূল্য ১০০ টাকা ধরে বিক্রি হচ্ছে যার ফলে বিপাকে পড়েছে নিম্ন ও মধ্যে বৃত্ত আয়ের লোকজন।
নিম্নবৃত্ত আয়ের কয়েক জন লোকের সঙ্গে আলোচনা করলে তারা বলেন,পরিশ্রমের কাজ করে যা আয় করা হয় তা দিয়ে চলে না সবকিছুই উর্দ্ধমুখী এবার সবজির দাম বেশি নতুন করে চিন্তার কারন হিসেবে দাঁড়িয়েছে যা ডাল আনতে পান্তা পুরায়।
এদিকে মধ্যবিত্তরা পরেছে বিপাকে যা আয় হয়,তা দিয়ে সীমিত এই আয় দিয়ে চলতে হয়, কাহার কাছে কষ্টের কথা ও বলা যায় না। আজমিরীগঞ্জের পাইকারি সবজি বাজারে গিয়ে দেখা যায়,তুলনামূলক সবজির সরবরাহ খুবই কম।
সম্পাদক মন্ডলীর সভাপতি : মো: আব্দুর রকিব
সম্পাদক ও প্রকাশক: সাখাওয়াত হোসেন টিটু
সহযোগী সম্পাদক : তোফাজ্জল হোসেন অপু, ব্যবস্থাপনা সম্পাদক : গাজীউর রহমান ইমরান
বার্তা সম্পাদক : কামরুজজামান আল রিয়াদ, নির্বাহী সম্পাদক : মো: জালাল উদ্দিন রুমী।
অফিস-১ : উদয়ন আবাসিক এলাকা শায়েস্তাগঞ্জ, হবিগঞ্জ।
আঞ্চলিক অফিস : নূরপুর হাইস্কুল রোড, শায়েস্তাগঞ্জ, হবিগঞ্জ।
নিউজ প্রেরনের জন্য e-mail : shaistaganjnews@gmail.com
Web site- www.shaistaganj.com
মোবাইল নাম্বার- ০১৭৪০৯৪৩০৮২ (সম্পাদক ও প্রকাশক)
মোবাইল নাম্বার- ০১৭১৬৪৩৯৬২৫ (বার্তা সম্পাদক )
© All rights reserved © 2023 shaistaganj