স্পোর্টস ডেস্ক :
কানাডাকে হারিয়ে শুরুটা হয়, পরের ম্যাচে চিলিকেও হারিয়ে দেয় আর্জেন্টিনা। কিন্তু দুই ম্যাচেই নিয়ম ভঙ্গ করে তারা।
যে কারণে শাস্তি পেতে হচ্ছে কোচ লিওনেল স্কালোনিকে। এক ম্যাচের জন্য নিষেধাজ্ঞা পেয়েছেন তিনি।
দক্ষিণ আমেরিকান ফুটবল কনফেডারেশনের (কনমেবল) ডিসিপ্লিনারি কমিশন গতকাল স্কালোনির শাস্তির কথা জানায়। চলতি আসরে পরপর দুই ম্যাচে মাঝ বিরতির পর দল দেরিতে মাঠে নামায় এই শাস্তি পেয়েছেন তিনি।
যে কারণে আগামীকাল পেরুর বিপক্ষে ম্যাচে ডাগআউটে থাকতে পারবেন না তিনি। পাশাপাশি ম্যাচ পরবর্তী সম্মেলনেও থাকতে পারবেন না।
নিজেদের প্রথম ম্যাচে কানাডাকে ২-০ ব্যবধানে হারায় আর্জেন্টিনা। ওই ম্যাচে বিরতির পর প্রায় পাঁচ মিনিট দেরি করে মাঠে আসে আর্জেন্টিনা। কানাডা কোচ বিষয়টি নিয়ে ম্যাচ শেষে ক্ষোভ প্রকাশ করে আর্জেন্টাইন কোচের শাস্তি দাবি করেন। পরের ম্যাচেও হয় একই অবস্থা। চিলিকে ১-০ ব্যবধানে হারানোর ম্যাচে দুই মিনিট দেরি করে মাঠে আসে আর্জেন্টিনা। যার মাশুল গুণতে হবে স্কালোনিকে।
কোপা আমেরিকার নিয়ম অনুযায়ী, খেলোয়াড়দের অবশ্যই বিরতির পর সঠিক সময়ে মাঠে থাকতে হবে এবং প্রথমবার নিয়ম ভঙ্গ করলে সতর্ক করা হবে। দ্বিতীয়বার একই কাজ করলে পেতে হবে শাস্তি।
সম্পাদক মন্ডলীর সভাপতি : মো: আব্দুর রকিব
সম্পাদক ও প্রকাশক: সাখাওয়াত হোসেন টিটু
সহযোগী সম্পাদক : তোফাজ্জল হোসেন অপু, ব্যবস্থাপনা সম্পাদক : গাজীউর রহমান ইমরান
বার্তা সম্পাদক : কামরুজজামান আল রিয়াদ, নির্বাহী সম্পাদক : মো: জালাল উদ্দিন রুমী।
অফিস-১ : উদয়ন আবাসিক এলাকা শায়েস্তাগঞ্জ, হবিগঞ্জ।
আঞ্চলিক অফিস : নূরপুর হাইস্কুল রোড, শায়েস্তাগঞ্জ, হবিগঞ্জ।
নিউজ প্রেরনের জন্য e-mail : shaistaganjnews@gmail.com
Web site- www.shaistaganj.com
মোবাইল নাম্বার- ০১৭৪০৯৪৩০৮২ (সম্পাদক ও প্রকাশক)
মোবাইল নাম্বার- ০১৭১৬৪৩৯৬২৫ (বার্তা সম্পাদক )
© All rights reserved © 2023 shaistaganj