এস এইচ টিটু :
হবিগঞ্জের শায়েস্তাগঞ্জ উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদের ৬ষ্ঠ নির্বাচনে নব নির্বাচিত পরিষদের প্রথম সাধারণ সভা অনুষ্ঠিত হয়।
২৭(জুন) বৃহস্পতিবার দুপুর ১টায় উপজেলা প্রশাসনের সভাকক্ষে শায়েস্তাগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার ফারজানা আক্তার মিতার উপস্থাপনায় ও পরিষদের নব-নির্বাচিত চেয়ারমান আব্দুর রশিদ তালুকদার ইকবালের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়েছে।
সভার শুরুতেই উপজেলা পরিষদের নব-নির্বাচিত চেয়ারম্যান আব্দুর রশিদ তালুকদার ইকবাল,ভাইস চেয়ারম্যান আ স ম আফজাল আলী ও মহিলা ভাইস চেয়ারম্যান মমতাজ বেগম ডলিকে ফুলের তোড়া দিয়ে বরণ করে নেন নির্বাহী অফিসার ফারজানা আক্তার মিতা।
এসময় সবাইকে নিয়ে এক পরিচিতি পর্ব অনুষ্ঠিত হয় এবং সবাই যার যার পরিচয় ব্যক্ত করেন।
পরিশেষে সভায় বক্তব্যে নব-নির্বাচিত উপজেলা পরিষদের চেয়ারম্যান আব্দুর রশিদ তালুকদার ইকবাল বলেন- ৬ষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচন সুষ্ঠু শান্তিপূর্ণ ভাবে অনুষ্ঠানে সহযোগিতা করার জন্য প্রশাসনকে আন্তরিক ধন্যবাদ জানান। সেই সাথে আগামী দিনে উপজেলার সার্বিক উন্নয়নে সকল দপ্তরের সরকারি কর্মকর্তা ও জনপ্রতিনিধিদের সহযোগিতা কামনা করেন এবং আগামী ৫ বছরের মধ্যে যেন ৬ তলা বিশিষ্ট আধুনিক উপজেলা ভবন, ৫০ শয্যা হাসপাতাল ও আধুনিক মডেল মসজিদ নির্মাণ করতে পারেন সে জন্য সকলের সহযোগিতা কামনা করেন।
এসময় উপস্থিত ছিলেন উপজেলার সহকারী কমিশনার (ভুমি) মোঃ নাহিদ ভুইয়া, উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডাঃ অদিতি রায়,উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা সাদ বিন জাহাঙ্গীর, প্রাথমিক উপজেলা শিক্ষা অফিসার মোঃ মাহফুজ মিয়া, শায়েস্তাগঞ্জ প্রেস ক্লাবের সভাপতি মোঃ আব্দুর রকিব, দৈনিক শায়েস্তাগঞ্জ ডটকম এর সম্পাদক ও প্রকাশক সাখাওয়াত হোসেন টিটু, সিনিয়র সাংবাদিক আশরাফ উদ্দিন মামুন, ফিরোজুল ইসলাম, সাংবাদিক মইনুল হাসান রতন, আব্দুল হক রেনু সহ উপজেলার সকল সরকারি কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।
সম্পাদক মন্ডলীর সভাপতি : মো: আব্দুর রকিব
সম্পাদক ও প্রকাশক: সাখাওয়াত হোসেন টিটু
সহযোগী সম্পাদক : তোফাজ্জল হোসেন অপু, ব্যবস্থাপনা সম্পাদক : গাজীউর রহমান ইমরান
বার্তা সম্পাদক : কামরুজজামান আল রিয়াদ, নির্বাহী সম্পাদক : মো: জালাল উদ্দিন রুমী।
অফিস-১ : উদয়ন আবাসিক এলাকা শায়েস্তাগঞ্জ, হবিগঞ্জ।
আঞ্চলিক অফিস : নূরপুর হাইস্কুল রোড, শায়েস্তাগঞ্জ, হবিগঞ্জ।
নিউজ প্রেরনের জন্য e-mail : shaistaganjnews@gmail.com
Web site- www.shaistaganj.com
মোবাইল নাম্বার- ০১৭৪০৯৪৩০৮২ (সম্পাদক ও প্রকাশক)
মোবাইল নাম্বার- ০১৭১৬৪৩৯৬২৫ (বার্তা সম্পাদক )
© All rights reserved © 2023 shaistaganj