সিলেট প্রতিনিধি : হোছনা বেগমের অন্য তিন শিশুকেও বাঁচানো গেল না। বুধবার ভোরের আলো ছড়িয়ে পড়ার আগেই অন্য তিন শিশু বিদায় নিল পৃথিবী থেকে।
গত বুধবার সকাল ১০টায় সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ছয় শিশুর জন্ম দেন হোছনা বেগম (২৬)। অস্ত্রোপচার ছাড়াই স্বাভাবিকভাবে ছয় শিশুর জন্ম দেন তিনি। শিশুদের মধ্যে চারটি মেয়ে ও দুটি ছেলে।
কিন্তু ওজন কম থাকায় ও শ্বাসকষ্ট হওয়ায় জন্মের আট ঘণ্টা পরই তিন শিশু মারা যায়। অন্যদের ইনকিউবেটরের মতো বিশেষ ব্যবস্থায় রাখা হয়েছিল। কিন্তু মঙ্গলবার রাত ৯টা থেকে বুধবার ভোর ৬টার মধ্যে অন্য তিন শিশুও মারা যায়।
সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের উপপরিচালক আবদুস সালাম জানিয়েছেন, বেঁচে থাকা অন্য তিন শিশুর ওজনও স্বাভাবিকের চেয়ে কম ছিল। এসব শিশুর শ্বাসকষ্টও ছিল। সব ব্যবস্থা নেওয়া সত্ত্বেও শিশুদের বাঁচানো সম্ভব হয়নি।
গতকাল বুধবার তিন শিশুর মৃত্যুর কারণ হিসেবে হাসপাতালের সহযোগী অধ্যাপক মো. আবদুল হাই শ্বাসকষ্ট ও কম ওজনকে দায়ী করেছিলেন।
হোছনা বেগম সিলেটের কানাইঘাট উপজেলার রাজাগঞ্জের বাসিন্দা। হোছনার স্বামী জামাল উদ্দিন দুবাইতে থাকেন। তাঁদের তিন বছর বয়সী একটি মেয়ে আছে।
সম্পাদক মন্ডলীর সভাপতি : মো: আব্দুর রকিব
সম্পাদক ও প্রকাশক: সাখাওয়াত হোসেন টিটু
সহযোগী সম্পাদক : তোফাজ্জল হোসেন অপু, ব্যবস্থাপনা সম্পাদক : গাজীউর রহমান ইমরান
বার্তা সম্পাদক : কামরুজজামান আল রিয়াদ, নির্বাহী সম্পাদক : মো: জালাল উদ্দিন রুমী।
অফিস-১ : উদয়ন আবাসিক এলাকা শায়েস্তাগঞ্জ, হবিগঞ্জ।
আঞ্চলিক অফিস : নূরপুর হাইস্কুল রোড, শায়েস্তাগঞ্জ, হবিগঞ্জ।
নিউজ প্রেরনের জন্য e-mail : shaistaganjnews@gmail.com
Web site- www.shaistaganj.com
মোবাইল নাম্বার- ০১৭৪০৯৪৩০৮২ (সম্পাদক ও প্রকাশক)
মোবাইল নাম্বার- ০১৭১৬৪৩৯৬২৫ (বার্তা সম্পাদক )
© All rights reserved © 2023 shaistaganj