মো.আবদুল হক রেনু:শায়েস্তাগঞ্জ :
হবিগঞ্জের শায়েস্তাগঞ্জ উপজেলার ৮নং শায়েস্তাগঞ্জ ইউনিয়নের ১২০নং ফরিদপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠ দখল করে চলছে পাথরের ব্লক তৈরির ঠিকাদারি ব্যবসা।
নিয়মের তোয়াক্কা না-করে নিজের মনগড়া মতেই চালিয়ে যাচ্ছেন স্থানীয় এক ঠিকাদার বিদ্যালয়ের মাঠে ব্লগ তৈরীর ব্যবসা।
সরেজমিনে দেখা যায়,৫নং এবং ৬ নং ওয়ার্ডের আর কোনো সরকারি প্রাথমিক বিদ্যালয় না থাকায় শিক্ষার্থীদের একমাত্র পাঠশালা ১২০নং ফরিদপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়।কোমলমতি শিক্ষার্থীরা দূর দূরান্ত থেকে পায়ে হেঁটে পড়ালেখা করতে আসে। পড়া লেখার পাশাপাশি শিক্ষার্থীদের খেলাধুলারও প্রয়োজন। স্থানীরা জানান বিগত ২মাস যাবত বিদ্যালয়ের মাঠটিতে স্থানীয় ঠিকাদার কর্তৃক পাকা ব্লক তৈরির কারখানায় পরিনত করেছে।
এতেকরে কোমলমতি ছাত্র ছাত্রীরা বিদ্যালয়ে গিয়ে বঞ্চিত হয়েছেন খেলাধুলা থেকে।
এব্যাপারে আলাপ কালে ওই বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. নুরুল হক বলেন, ওই বিদ্যালয় পরিচালনা কমিটির সহ-সভাপতি ফরিদপুর গ্রামের ঠিকাদার হারুনুর রশীদ হারুনকে এবিষয়ে একাধিক বার বিদ্যালয়ের মাঠ থেকে পাথরের তৈরি পাকা ব্লক সরিয়ে অন্যস্থানে তৈরির জন্য বলা হয়েছে। কিন্তু তিনি অন্য স্থানে পাথরের ব্লক গুলি সরিয়ে নিবেন বলে জানালেও এখন পর্যন্ত সরিয়ে নেননি।
তিনি আরো বলেন, বৃষ্টির কারনে চার দিকে জলাবদ্ধতা থাকায় তিনি বিদ্যালয় মাঠে পাথরের পাকা ব্লক তৈরি করছেন। এদিকে বিদ্যালয়ের খেলার মাঠ দখল করায় শিক্ষার্থীদের খেলা ধুলায় বিঘ্ন ঘটায় স্থানীয় অভিভাবক মহলেও এনিয়ে চলছে আলোচনা সমালোচনার ঝড়।
সরেজমিনে আরো দেখা যায় যে, বিদ্যালয়ের মাঠে যে স্থানটিতে শিক্ষার্থীদের দুলনা গুলো স্থাপন করা হয়েছে এর নিচে ও চার পাশে পাথরের পাকা ব্লক গুলো রোদে শুকানোর জন্য দাঁড় করিয়ে রাখা হয়েছে, যা শিক্ষার্থীদের জন্য মারাত্মক দূর্ঘটনার আশংকা রয়েছে। অচিরেই বিদ্যালয়ের মাঠ থেকে পাথরের পাকা ব্লক অন্যত্র সরিয়ে নেয়ার দাবি জানান বিদ্যালয়ের শিক্ষার্থী ও স্থানীয় অভিভাবকরা।
সম্পাদক মন্ডলীর সভাপতি : মো: আব্দুর রকিব
সম্পাদক ও প্রকাশক: সাখাওয়াত হোসেন টিটু
সহযোগী সম্পাদক : তোফাজ্জল হোসেন অপু, ব্যবস্থাপনা সম্পাদক : গাজীউর রহমান ইমরান
বার্তা সম্পাদক : কামরুজজামান আল রিয়াদ, নির্বাহী সম্পাদক : মো: জালাল উদ্দিন রুমী।
অফিস-১ : উদয়ন আবাসিক এলাকা শায়েস্তাগঞ্জ, হবিগঞ্জ।
আঞ্চলিক অফিস : নূরপুর হাইস্কুল রোড, শায়েস্তাগঞ্জ, হবিগঞ্জ।
নিউজ প্রেরনের জন্য e-mail : shaistaganjnews@gmail.com
Web site- www.shaistaganj.com
মোবাইল নাম্বার- ০১৭৪০৯৪৩০৮২ (সম্পাদক ও প্রকাশক)
মোবাইল নাম্বার- ০১৭১৬৪৩৯৬২৫ (বার্তা সম্পাদক )
© All rights reserved © 2023 shaistaganj