আকিকুর রহমান রুমন,বানিয়াচং :
উপ-মহাদেশের ঐতিহ্যবাহী রাজনৈতিক সংগঠন বাংলাদেশ আওয়ামী লীগের ৭৫ তম প্রতিষ্টা বার্ষিকী যথাযোগ্য মর্যাদায় উদযাপন করা হয়েছে।
রবিবার(২৩ জুন) বিকাল ৪ টায় বানিয়াচং উপজেলা সদরের ১নং উত্তর পূর্ব ইউনিয়ন পরিষদ মিলনায়তনে প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে কেক কাটা ও আলোচনা সভার আয়োজন করা হয়।
উপজেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা আমীর হোসেন মাষ্টারের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন হবিগঞ্জ-২আসন (বানিয়াচং-আজমিরীগঞ্জ)এর সংসদ সদস্য এড. ময়েজ উদ্দিন শরীফ রুয়েল।
উক্ত অনুষ্ঠানটি উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক শাহজাহান মিয়ার সঞ্চালনায় বক্তব্য রাখেন, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আংগুর মিয়া,সহসভাপতি বিপুল ভূষণ রায়, উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও ইউপি চেয়ারম্যান আহাদ মিয়া,মহিলা আওয়ামী লীগের নেত্রী ও ভাইস চেয়ারম্যান জাহেনারা আক্তার বিউটি,ইংল্যান্ড ওল্ডহাম সিটির ভারপ্রাপ্ত আওয়ামী লীগের সভাপতি শাহজাহান, উপজেলা আওয়ামী লীগ নেতা ও সাবেক ভিপি শাহনেওয়াজ ফুল,ইউনিয়ন আওয়ামী লীগের সহসভাপতি কৃষ্ণ দেব,ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ফারুক চৌধুরী ও মোশাহেদ মিয়া শাহেদ,উপজেলা যুবলীগের যুগ্ম-সাধারণ সম্পাদক আজমল হোসেন খান,স্বেচ্ছাসেবক লীগের সভাপতি আশরাফ সোহেল,জাতীয় শ্রমিক লীগের সভাপতি মাহমুদ বিশ্বাস,উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি মাহমুদুল হোসেন খান মামুন, উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক তুষার আহমেদ।
এ সময় উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি আহমদ লস্কর,খাগাউড়া ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মাহফুজুর রহমান,মক্রমপুর ইইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মাসুদুল কবীর,ইউনিয়ন আওয়ামী লীগের সহসভাপতি রণগোপ,নূরুল হক প্রমুখ।
এ সময় বিভিন্ন ইউনিয়ন আওয়ামী লীগের নেতৃবৃন্দ, ওয়ার্ড আওয়ামী লীগের নেতৃবৃন্দ অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মী উপস্থিত ছিলেন।
সভায় প্রধান অতিথি সংসদ সদস্য এডভোকেট ময়েজ উদ্দিন শরীফ রুয়েল বলেন,বাঙালি জাতির দুর্দিনে সংকটে বাংলাদেশ আওয়ামী লীগ সব সময় পাশে ছিল।
এমনকি বর্তমানেও বাংলাদেশ আওয়ামী লীগ সভানেত্রী প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে দেশের উন্নয়ন ও অগ্রগতি হচ্ছে। আওয়ামী লীগ হচ্ছে বিশ্বের মধ্যে একটি ঐতিহ্যবাহী ও প্রাচীন সংগঠন।বানিয়াচং উপজেলা আওয়ামী লীগ বর্তমানে শক্তিশালী ও ঐক্যবদ্ধ।
সম্পাদক মন্ডলীর সভাপতি : মো: আব্দুর রকিব
সম্পাদক ও প্রকাশক: সাখাওয়াত হোসেন টিটু
সহযোগী সম্পাদক : তোফাজ্জল হোসেন অপু, ব্যবস্থাপনা সম্পাদক : গাজীউর রহমান ইমরান
বার্তা সম্পাদক : কামরুজজামান আল রিয়াদ, নির্বাহী সম্পাদক : মো: জালাল উদ্দিন রুমী।
অফিস-১ : উদয়ন আবাসিক এলাকা শায়েস্তাগঞ্জ, হবিগঞ্জ।
আঞ্চলিক অফিস : নূরপুর হাইস্কুল রোড, শায়েস্তাগঞ্জ, হবিগঞ্জ।
নিউজ প্রেরনের জন্য e-mail : shaistaganjnews@gmail.com
Web site- www.shaistaganj.com
মোবাইল নাম্বার- ০১৭৪০৯৪৩০৮২ (সম্পাদক ও প্রকাশক)
মোবাইল নাম্বার- ০১৭১৬৪৩৯৬২৫ (বার্তা সম্পাদক )
© All rights reserved © 2023 shaistaganj