শায়েস্তাগঞ্জ প্রতিনিধিঃ
পবিত্র ঈদুল আযহা উপলক্ষে হতদরিদ্র পরিবারের মাঝে বাড়ি বাড়ি গিয়ে খাদ্য বিতরণ করেছে শায়েস্তাগঞ্জ উপজেলার ব্যতিক্রমধর্মী সামাজিক সংঘটন সুতাং জাগরণী সংসদ।
রবিবার ১৬ ই জুন বিকাল ৫ টায় সুতাং জাগরণী সংসদের সদস্যরা দুঃস্থ পরিবারের তালিকা করে ঈদের খাদ্য সামগ্রী তাদের বাড়িতে পৌঁছে দিয়েছে। এসময় হতদরিদ্র একটি পরিবারের হাতে খাদ্যসামগ্রী তুলে দিয়ে খাদ্য সামগ্রী বিতরণের উদ্ভোধন করেন সুতাং জাগরণী সংসদের সভাপতি সৈয়দ হাবিবুর রহমান ডিউক ও ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক সৈয়দ বকুল রহমান।
এসময় অন্যান্যদের মাঝে উপস্থিত ছিলেন সুতাং জাগরণী সংসদের উপদেষ্টা সৈয়দ জিয়াউর রহমান বিপ্লব, ক্বারী মোঃ শামীম,মোঃ শামসুদ্দিন জার্মান, সৈয়দ প্রান্ত সহ অন্যান্যরা।
ক্লাবটির প্রতিষ্ঠাকালীন সভাপতি সৈয়দ হাবিবুর রহমান ডিউক বলেন, প্রতি বছরের ন্যায় এবার ও ঈদুল আযহা উপলক্ষে আমরা আমাদের সাধ্যমত বেশ কিছু পরিবারের মাঝে ঈদের খাদ্য সামগ্রী বিতরণ করে তাদের পাশে দাড়ানোর চেষ্টা করেছি, ইনশাআল্লাহ আমাদের এ কার্যক্রম অব্যাহত থাকবে।
সুতাং জাগরণী সংসদের সাধারণ সম্পাদক সৈয়দ বকুল রহমান বলেন, ব্যস্ততার দরুন আমাদের এবারের কার্যক্রম ছিল সীমিত, ইনশাআল্লাহ পরবর্তীতে আরও বড় পরিসরে আমরা অসহায় মানুষদের পাশে দাড়াব।
উল্লেখ্য,শায়েস্তাগঞ্জ উপজেলার নুরপুর ইউনিয়নের অন্তর্গত সুতাং জাগরণী সংসদ ২০১২ সালে প্রতিষ্ঠিত হয়েছিল, প্রতিষ্টার পর থেকে এখনও অবধি মানবতার নিরলস সেবায় নিঃস্বার্থভাবে কাজ করে আসছে।
সুতাং জাগরণী সংসদের এ কার্যক্রমে সহায়তার হাত বাড়িয়েছেন ইউকে থেকে জান্নাত বাহার খালেদা, চরকা টেক্সটাইলের গ্রে-ফেব্রিকসের কর্মচারীরা ও ইয়ার্ন স্টোরের কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ।
সম্পাদক মন্ডলীর সভাপতি : মো: আব্দুর রকিব
সম্পাদক ও প্রকাশক: সাখাওয়াত হোসেন টিটু
সহযোগী সম্পাদক : তোফাজ্জল হোসেন অপু, ব্যবস্থাপনা সম্পাদক : গাজীউর রহমান ইমরান
বার্তা সম্পাদক : কামরুজজামান আল রিয়াদ, নির্বাহী সম্পাদক : মো: জালাল উদ্দিন রুমী।
অফিস-১ : উদয়ন আবাসিক এলাকা শায়েস্তাগঞ্জ, হবিগঞ্জ।
আঞ্চলিক অফিস : নূরপুর হাইস্কুল রোড, শায়েস্তাগঞ্জ, হবিগঞ্জ।
নিউজ প্রেরনের জন্য e-mail : shaistaganjnews@gmail.com
Web site- www.shaistaganj.com
মোবাইল নাম্বার- ০১৭৪০৯৪৩০৮২ (সম্পাদক ও প্রকাশক)
মোবাইল নাম্বার- ০১৭১৬৪৩৯৬২৫ (বার্তা সম্পাদক )
© All rights reserved © 2023 shaistaganj