মো.আবদুল হক রেনু,শায়েস্তাগঞ্জ:
পবিত্র ঈদুল আযহাকে সামনে রেখে শায়েস্তাগঞ্জে জমে উঠেছে কোরবানীর পশুর হাট।ক্রেতা ও বিক্রেতার সমাগমে মুখরিত হযে উঠেছে পশুর হাট এলাকাটি।
ক্রেতারা জানান, গত বছরের তুলনায় এবছর গরুর দাম বেশি। অন্য দিকে বিক্রেতারা জানান, গোখাদ্যের দাম বেশি হওযার কারণে এবছর গরু একটু বেশি দামে বিক্রি করতে হচ্ছে কোরবানীর হাটে।
শায়েস্তাগঞ্জ উপজেলায় ৩টি স্থায়ী হাটের পাশা পাশি বসবে আরো অস্থায়ী পশুর হাট। ইতিমধ্যেই এসব হাট গুলোতে গরুর ব্যাপারী ও খামারিরা বিক্রির জন্য তাদের লালন পালন করা পশু নিয়ে আসতে শুরু করেছেন।
শায়েস্তাগঞ্জ উপজেরা প্রানী সম্পদ অফিস সূত্রে জানা যায়, এবছর শায়েস্তাগঞ্জ উপজেলায় কোরবানীর জন্য প্রস্তুত রাখা হয়েছে ২৪৭৯টি পশু।যার মধ্যে গরু ২০২১টি,ছাগল৪৫৮টি,ভেড়া ৭৭টি এবং মহিষ ২টি।কোরবানীর পশুর চাহিদা রয়েছে ২২৪২টি।
পশুর হাটে গরু কিনতে আসা রহিম মিয়া জানান, এবছর বড় গরুর চেয়ে মাঝারি আকারের গরুর দাম বেশি।হাটে এসেছি কোরবানীর গরু কেনার উদ্দেশ্যে এখন ও দাম দরে হিসাব মেলাতে পারছিনা এ জন্য গরু কিনতেও পারছিনা।
ঐতিহ্যবাহী শায়েস্তাগঞ্জ পৌর পশুর হাটের ইজারাদার সাবেক উবাহাটা ইউপি চেয়ারম্যান আলহাজ্ব মোঃ রজব আলী জানান,এবার কোরবানীর হাটে বড় গরুর চেয়ে মাঝারি গরুর দাম বেশি। বৃষ্টির কারণে ক্রেতার উপস্থিতি কম।বেচাকেনা বেশি হচ্ছেনা তবে, আগামী হাটে ভাল বেচাকেনা হবে বলে তিনি আশাবাদী।
এব্যাপারে আলাপকালে শায়েস্তাগঞ্জ উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা(ভারপ্রাপ্ত) কৃষিবিদ নাজিম উদ্দিন বলেন, শায়েস্তাগঞ্জ উপজেলার সকল খামারিদের খামার পরিদর্শন করে খামারিদের প্রয়োজনীয় পরামর্শ সহ ওষুধ পত্র দেয়া হয়েছে। খামারিরা যাতে কোন প্রকার ক্ষতিকারক ওষুধ ব্যবহার না করে সে ব্যাপারেও প্রশিক্ষন দেয়া হয়েছে।তাছাড়া মাঠ পর্যায়ে কর্মিদের মাধ্যেমে পশু গুলোর নিয়মিত দেখভাল ও করা হয়েছে।পশুর হাটে পশুর সুস্থতা যাচাইয়ের জন্য প্রাণী সম্পদ অধিদপ্তরের ভেটেরিনারী মেডিকের টিম প্রস্তুত রাখা হয়েছে।প্রয়োজনে তারা পশুর হাট গুলোতে কাজ করবে।
সম্পাদক মন্ডলীর সভাপতি : মো: আব্দুর রকিব
সম্পাদক ও প্রকাশক: সাখাওয়াত হোসেন টিটু
সহযোগী সম্পাদক : তোফাজ্জল হোসেন অপু, ব্যবস্থাপনা সম্পাদক : গাজীউর রহমান ইমরান
বার্তা সম্পাদক : কামরুজজামান আল রিয়াদ, নির্বাহী সম্পাদক : মো: জালাল উদ্দিন রুমী।
অফিস-১ : উদয়ন আবাসিক এলাকা শায়েস্তাগঞ্জ, হবিগঞ্জ।
আঞ্চলিক অফিস : নূরপুর হাইস্কুল রোড, শায়েস্তাগঞ্জ, হবিগঞ্জ।
নিউজ প্রেরনের জন্য e-mail : shaistaganjnews@gmail.com
Web site- www.shaistaganj.com
মোবাইল নাম্বার- ০১৭৪০৯৪৩০৮২ (সম্পাদক ও প্রকাশক)
মোবাইল নাম্বার- ০১৭১৬৪৩৯৬২৫ (বার্তা সম্পাদক )
© All rights reserved © 2023 shaistaganj