হবিগঞ্জ প্রতিনিধি :
হবিগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট মোঃ আবু জাহির এর শাশুড়ি এবং জেলা পরিষদ চেয়ারম্যান আলেয়া আক্তার ও বাহুবল উপজেলার ভাদেশ্বর ইউপি চেয়ারম্যান কামরুজ্জামান বশির এর মাতা মেহেরুন নেছার দাফন সম্পন্ন হয়েছে।
শুক্রবার বাদ জুমা টাউন হল রোডস্থ বায়তুল আমান জামে মসজিদে মরহুমার প্রথম নামাজে জানাজা ও বিকাল ৫টায় বাহুবল উপজেলার বড়গাঁও জামে মসজিদে ২য় জানাজা অনুষ্ঠিত হয়। পরে সেখানে পারিবারিক কবরস্থানে তাঁকে চিরনিদ্রায় সমাহিত করা হয়েছে।
নামাজে জানাজায় সংসদ সদস্য অ্যাডভোকেট মোঃ আবু জাহির বলেন, “মরহুম মেহেরুন নেছা অত্যন্ত কোমল হৃদয়ের মানুষ ছিলেন। তিনি পরিবার-পরিজন ছাড়াও পরিচিত সবার খেঁাজখবর রাখতেন এবং প্রয়োজনে তঁাদের পাশে থাকতেন। তিনি একজন আদর্শ মা।”
এমপি আবু জাহির মরহুম মেহেরুন নেছার বিদেহী আত্মার মাগফিরাত কামনায় সকলের নিকট দোয়া চেয়েছেন।
পৃথক নামাজে জানাজায় সংসদ সদস্য ব্যারিস্টার সৈয়দ সায়েদুল হক সুমন, সংসদ সদস্য ময়েজ উদ্দিন শরীফ, হবিগঞ্জ পৌরসভার মেয়র আতাউর রহমান সেলিম, উপজেলা পরিষদ চেয়ারম্যান মুশফিউল আলম আজাদ, আব্দুর রশিদ তালুকদার ইকবাল ও ইকবাল হোসেন খানসহ রাজনৈতিক, সামাজিক-সাংস্কৃতিক নেতৃবৃন্দ এবং বিভিন্ন শ্রেণি পেশার মুসল্লীরা অংশ নেন।
এর আগে গত বৃহস্পতিবার বিকেল ৩টা ১৫ মিনিটে হবিগঞ্জ শহরের রাজনগরস্থ নিজ বাসভবনে মেহেরুন নেছা শেষ নিশ্বাস ত্যাগ করেন। তঁার বয়স হয়েছিল ৮৫ বছর। তিনি ৭ ছেলে ও ৩ মেয়েসহ ও নাতী-নাতনীসহ অসংখ্য আত্মীয়-স্বজন রেখে গেছেন।
সম্পাদক মন্ডলীর সভাপতি : মো: আব্দুর রকিব
সম্পাদক ও প্রকাশক: সাখাওয়াত হোসেন টিটু
সহযোগী সম্পাদক : তোফাজ্জল হোসেন অপু, ব্যবস্থাপনা সম্পাদক : গাজীউর রহমান ইমরান
বার্তা সম্পাদক : কামরুজজামান আল রিয়াদ, নির্বাহী সম্পাদক : মো: জালাল উদ্দিন রুমী।
অফিস-১ : উদয়ন আবাসিক এলাকা শায়েস্তাগঞ্জ, হবিগঞ্জ।
আঞ্চলিক অফিস : নূরপুর হাইস্কুল রোড, শায়েস্তাগঞ্জ, হবিগঞ্জ।
নিউজ প্রেরনের জন্য e-mail : shaistaganjnews@gmail.com
Web site- www.shaistaganj.com
মোবাইল নাম্বার- ০১৭৪০৯৪৩০৮২ (সম্পাদক ও প্রকাশক)
মোবাইল নাম্বার- ০১৭১৬৪৩৯৬২৫ (বার্তা সম্পাদক )
© All rights reserved © 2023 shaistaganj