শায়েস্তাগঞ্জ(হবিগঞ্জ) প্রতিনিধি:
হবিগঞ্জের শায়েস্তাগঞ্জে ১১ ট্রাক ভারতীয় চিনি সহ ১৯ জনকে গ্রেফতার করেছে পুলিশ।
শুক্রবার (৭ জুন) বিকেল ৫ টায় আসামীদের আদালতে পাঠায় পুলিশ।
জানাযায় বৃহস্পতিবার (৬ জুন) বিকেলে শায়েস্তাগঞ্জ উপজেলার দেউন্দি সড়ক এলাকায় অভিযান চালিয়ে এসব চোরাই চিনিসহ আসামীদেরকে আটক করে শায়েস্তাগঞ্জ থানা ও হাইওয়ে পুলিশ। এসময় ট্রাকের চালক, হেল্পার ও চোরাকারবারি সহ ১৯ জনকে গ্রেফতার করা হয়।
আটককৃতরা হলো :
ঢাকার সাভার উপজেলার মানিকনগর এলাকার আঃ সামাদের ছেলে নিজাম উদ্দিন (৩৮), মাগুড়া জেলার মুহাম্মদপুর উপজেলার আরপারা গ্রামের শুকুর জমাদারের ছেলে মোঃ মোক্তার হোসেন (২৬), রাজশাহী জেলার জয়কৃণষ্ণপুর এলাকার নমির উদ্দীনের ছেলে মোঃ সাজ্জাদ আলী (৪৫), একই জেলার বেলপুকুর এলাকার কালাম আলীর ছেলে মোঃ তামিম (১৯), সিলেট জেলার জৈন্তাপুর এলাকার জালাল উদ্দীনের ছেলে মোঃ হারুন আল হাবিব রশিদ (২৬), রাজশাহীর হলদীগাছী এলাকার ইনছার আলীর ছেলে মোঃ রুবেল আলী (৪০), একই এলাকার হান্নান আলীর ছেলে মোঃ হানিফ আলী (২০), সিলেটের জৈন্তাপুর এলাকার ফয়জুল হাসানের ছেলে ফখরুল ইসলাম (৪২), নওগা হেলার গনেশপুর এলাকার মকবুল মন্ডলের ছেলে মোঃ আকমল হোসেন (২৫), একই জেলার মঙলাপাড়া কলিম উদ্দীন সরকারের ছেলে মোঃ মোয়াজ্জেম আলী (২৫), রাজশাহী জেলার কাটাখালী এলাকার জাহাঙ্গীর হোসেনের ছেলে মোঃ সেলিম রেজা (৪৭), একই জেলার এয়ারপোর্ট এলাকার আজাদ আলীর ছেলে রকি মিয়া (২২), শাহমুদ্দীন এলাকার আব্দুর রাজ্জাকের ছেলে রাজীব আলী।
এসময় ১১ টি ট্রাক ভর্তি ৩৭৪৫ বস্তা ভারতীয় চোরাই চিনি জব্দ করা হয়। যার বাজারমূল্য প্রায় ২ কোটি টাকা।
শায়েস্তাগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোবারক হোসেন ভূইয়া বিষয়টির সত্যতা নিশ্চিত করে দৈনিক শায়েস্তাগঞ্জকে বলেন আসামীদের বিরুদ্ধে বিশেষ ক্ষমতা আইনের মামলা দিয়ে আদালতে পাঠানো হয়েছে।
সম্পাদক মন্ডলীর সভাপতি : মো: আব্দুর রকিব
সম্পাদক ও প্রকাশক: সাখাওয়াত হোসেন টিটু
সহযোগী সম্পাদক : তোফাজ্জল হোসেন অপু, ব্যবস্থাপনা সম্পাদক : গাজীউর রহমান ইমরান
বার্তা সম্পাদক : কামরুজজামান আল রিয়াদ, নির্বাহী সম্পাদক : মো: জালাল উদ্দিন রুমী।
অফিস-১ : উদয়ন আবাসিক এলাকা শায়েস্তাগঞ্জ, হবিগঞ্জ।
আঞ্চলিক অফিস : নূরপুর হাইস্কুল রোড, শায়েস্তাগঞ্জ, হবিগঞ্জ।
নিউজ প্রেরনের জন্য e-mail : shaistaganjnews@gmail.com
Web site- www.shaistaganj.com
মোবাইল নাম্বার- ০১৭৪০৯৪৩০৮২ (সম্পাদক ও প্রকাশক)
মোবাইল নাম্বার- ০১৭১৬৪৩৯৬২৫ (বার্তা সম্পাদক )
© All rights reserved © 2023 shaistaganj