দৈনিক শায়েস্তাগঞ্জ ডেস্ক :
হবিগঞ্জের চুনারুঘাট ও মাধবপুর উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে ৪, ভাইস চেয়ারম্যান পদে ৫ ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে ৫ প্রার্থীর জামানত বাজেয়াপ্ত হয়েছে।
নির্বাচনী আইন অনুযায়ী জামানত ফেরত পেতে প্রত্যেক প্রার্থীকে মোট প্রদত্ত ভোটের ১৫ শতাংশ ভোট পেতে হয়। সে হিসেবে যদি কেউ এরচেয়ে কম ভোট পান তাহলে নির্বাচনী বিধি অনুযায়ী ওই প্রার্থীর জামানত বাজেয়াপ্ত হয়।
বিষয়টি নিশ্চিত করেন জেলা নির্বাচন কর্মকর্তা মোহাম্মদ সাইদুর রহমান।
চুনারুঘাট উপজেলা- চুনারুঘাট উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে কাস্টিং হয়েছে ১ লাখ ৮ হাজার ৮০৪ ভোট। এ পদে জামানত রক্ষার জন্য প্রার্থীকে ১৬ হাজার ৩২০ ভোট পেতে হবে। কিন্তু প্রয়োজনীয় সংখ্যক ভোট না পাওয়ায় চেয়ারম্যান প্রার্থী লুৎফুর রহমান চৌধুরী, মো. হাবিবুর রহমান জুয়েল ও মো. রায়হান উদ্দিনের জামানত বাজেয়াপ্ত হয়েছে।
ভাইস চেয়ারম্যান পদে কাস্টিং হয়েছে ১ লাখ ৮ হাজার ৭৮৪ ভোট। এ পদে জামানত রক্ষার জন্য প্রার্থীকে ১৬ হাজার ৩১৭ ভোট পেতে হবে। কিন্তু প্রয়োজনীয় সংখ্যক ভোট না পাওয়ায় ভাইস চেয়ারম্যান প্রার্থী মো. আজিজুল হক তালুকদার, মো. কবির মিয়া খন্দকার ও মো. শাহজাহান মিয়ার জামানত বাজেয়াপ্ত হয়েছে।
মহিলা ভাইস চেয়ারম্যান পদে কাস্টিং হয়েছে ১ লাখ ৮ হাজার ৯৫০ ভোট। এ পদে জামানত রক্ষার জন্য প্রার্থীকে ১৬ হাজার ৩২৭ ভোট পেতে হবে। কিন্তু প্রয়োজনীয় সংখ্যক ভোট না পাওয়ায় মহিলা ভাইস চেয়ারম্যান প্রার্থী আবিদা খাতুন, কাজী সাফিয়া আক্তার, পারুল আক্তার ও মোছা. ইয়াছমিন আক্তার মুক্তার জামানত বাজেয়াপ্ত হয়েছে।
মাধবপুর উপজেলা- মাধবপুর উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে কাস্টিং হয়েছে ১ লাখ ৫ হাজার ৫৯ ভোট। এ পদে জামানত রক্ষার জন্য প্রার্থীকে ১৫ হাজার ৭৫৮ ভোট পেতে হবে। কিন্তু প্রয়োজনীয় সংখ্যক ভোট না পাওয়ায় চেয়ারম্যান প্রার্থী সৈয়দ শাহ হাবিব উল্লাহ সূচন এর জামানত বাজেয়াপ্ত হয়েছে।
ভাইস চেয়ারম্যান পদে কাস্টিং হয়েছে ১ লাখ ৫ হাজার ৬৭ ভোট। এ পদে জামানত রক্ষার জন্য প্রার্থীকে ১৫ হাজার ৭৬০ ভোট পেতে হবে। কিন্তু প্রয়োজনীয় সংখ্যক ভোট না পাওয়ায় ভাইস চেয়ারম্যান প্রার্থী মো. আসাদুজ্জামান ও মো. সুলাইমান এর জামানত বাজেয়াপ্ত হয়েছে।
মহিলা ভাইস চেয়ারম্যান পদে কাস্টিং হয়েছে ১ লাখ ৫ হাজার ৫২ ভোট। এ পদে জামানত রক্ষার জন্য প্রার্থীকে ১৫ হাজার ৭৫৭ ভোট পেতে হবে। কিন্তু প্রয়োজনীয় সংখ্যক ভোট না পাওয়ায় মহিলা ভাইস চেয়ারম্যান প্রার্থী মোছা. জাহানারা বেগমের জামানত বাজেয়াপ্ত হয়েছে।
নির্বাচন কমিশন সূত্র জানায়, ইতোপূর্বে জামানত রক্ষার জন্য প্রার্থীকে প্রদত্ত ভোটের ৮ ভাগের এক ভাগ ভোট পেতে হতো। কিন্তু বর্তমানে নির্বাচন কমিশনের নয়া বিধি অনুযায়ী জামানত রক্ষার জন্য প্রার্থীকে প্রদত্ত ভোটের ১৫ শতাংশ ভোট পেতে হয়।
সম্পাদক মন্ডলীর সভাপতি : মো: আব্দুর রকিব
সম্পাদক ও প্রকাশক: সাখাওয়াত হোসেন টিটু
সহযোগী সম্পাদক : তোফাজ্জল হোসেন অপু, ব্যবস্থাপনা সম্পাদক : গাজীউর রহমান ইমরান
বার্তা সম্পাদক : কামরুজজামান আল রিয়াদ, নির্বাহী সম্পাদক : মো: জালাল উদ্দিন রুমী।
অফিস-১ : উদয়ন আবাসিক এলাকা শায়েস্তাগঞ্জ, হবিগঞ্জ।
আঞ্চলিক অফিস : নূরপুর হাইস্কুল রোড, শায়েস্তাগঞ্জ, হবিগঞ্জ।
নিউজ প্রেরনের জন্য e-mail : shaistaganjnews@gmail.com
Web site- www.shaistaganj.com
মোবাইল নাম্বার- ০১৭৪০৯৪৩০৮২ (সম্পাদক ও প্রকাশক)
মোবাইল নাম্বার- ০১৭১৬৪৩৯৬২৫ (বার্তা সম্পাদক )
© All rights reserved © 2023 shaistaganj