নিজস্ব প্রতিবেদক :
হবিগঞ্জের বানিয়াচং উপজেলায় দুপক্ষের মধ্যে সংঘর্ষে চারজন নিহতের ঘটনায় আরও ২৯ আসামিকে কারাগারে পাঠানো হয়েছে। এনিয়ে কারাগারে যাওয়া আসামির সংখ্যা হলো ৩১ জন।
মঙ্গলবার (৪ জুন) বানিয়াচং থানার সাধারণ নিবন্ধন কর্মকর্তা (জিআরও) লিটন চন্দ্র পাল এ তথ্য নিশ্চিত করেন।
এদিন হবিগঞ্জের জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট সিফাত উল্লার আদালতে ২৯ আসামি আত্মসমর্পণ করে জামিনের আবেদন করেন।
এ সময় বিচারক তাদের আবেদন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন। বিকেলে হবিগঞ্জের আদালত পুলিশ ২৯ আসামিকে জেলা কারাগারে নিয়ে যায়।
পুলিশ জানায়, বানিয়াচং উপজেলার আগোয়া গ্রামে অটোরিকশা চালক আব্দুল কাদিরের সঙ্গে গাড়ির সিরিয়াল ও যাত্রী ওঠা-নামা নিয়ে স্ট্যান্ডের ম্যানেজার বদরুল আলম ওরফে বদির ঝগড়া হয়েছিল। পরে দুই গোষ্ঠীর লোকজন গত ৮ মে দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে।
স্থানীয় পুলিশ ও গণ্যমান্য ব্যক্তিদের হস্তক্ষেপ সংঘর্ষ নিয়ন্ত্রণ হলেও পরদিন ৯ মে বদি ও তার লোকজন ম্যানেজার আব্দুল কাদির (২৫) ও তার পক্ষের সিরাজ মিয়া (৫০) এবং লিলু মিয়াকে (৪০) পিটিয়ে হত্যা করে। এ সময় লিলু মিয়ার ভাই ঝিলু মিয়া (৪২) ও আনু মিয়া (৩৫) গুরুতর আহত হয়েছিলেন। ঝিলু মিয়া হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় গত ৩০ মে মারা যান।
এ ঘটনায় দায়ে করা হত্যা মামলার প্রধান আসামি বদরুল আলম ওরফে বদিকে গত ১০ মে গ্রেপ্তার করে পুলিশ। র্যাব আরও একজন আসামিকে আটকের পর পুলিশে সোপর্দ করেছে।
সম্পাদক মন্ডলীর সভাপতি : মো: আব্দুর রকিব
সম্পাদক ও প্রকাশক: সাখাওয়াত হোসেন টিটু
সহযোগী সম্পাদক : তোফাজ্জল হোসেন অপু, ব্যবস্থাপনা সম্পাদক : গাজীউর রহমান ইমরান
বার্তা সম্পাদক : কামরুজজামান আল রিয়াদ, নির্বাহী সম্পাদক : মো: জালাল উদ্দিন রুমী।
অফিস-১ : উদয়ন আবাসিক এলাকা শায়েস্তাগঞ্জ, হবিগঞ্জ।
আঞ্চলিক অফিস : নূরপুর হাইস্কুল রোড, শায়েস্তাগঞ্জ, হবিগঞ্জ।
নিউজ প্রেরনের জন্য e-mail : shaistaganjnews@gmail.com
Web site- www.shaistaganj.com
মোবাইল নাম্বার- ০১৭৪০৯৪৩০৮২ (সম্পাদক ও প্রকাশক)
মোবাইল নাম্বার- ০১৭১৬৪৩৯৬২৫ (বার্তা সম্পাদক )
© All rights reserved © 2023 shaistaganj