শেখ মোঃ হারুনুর রশিদ,চুনারুঘাট :
হবিগঞ্জের চুনারুঘাট পুরাতন খোয়াই নদী স্পিডবোর্ড চালানোর মধ্য দিয়ে নৌযান চলাচল উদ্বোধন করেছেন হবিগঞ্জ-৪(চুনারুঘাট-মাধবপুর)-এর সংসদ সদস্য ব্যারিস্টার সৈয়দ সায়েদুল হক সুমন।
শনিবার(১জুন) বিকাল ৫টায় জাতীয় পতাকা হাতে নিয়ে স্পিডবোর্ডের যাত্রী হয়ে ওই নদীতে নৌযান চলাচল উদ্বোধন করেন তিনি।
এসময় চুনারুঘাটসহ বিভিন্ন এলাকার হাজারো দর্শনার্থীরা উদ্বোধনী চিত্র দেখতে নদীর উভয় পাশের ওয়াকওয়ে ও রাস্তার পাশে ভিড় জমান।
ময়লার ভাগাড়ে পরিণত পরিত্যক্ত দুর্গন্ধ যুক্ত মরা খোয়াই নদী দীর্ঘ ৪০ বছর ফিরে পেয়েছে তার প্রাণ।আর সেই দুর্গন্ধ মুক্ত নদীতে স্পিডবোর্ড দেখার বহুদিনের কাঙ্খিত স্বপ্ন বাস্তবায়নের রূপ দেখতেই সেখানে ছিল মানুষের উপছেপড়া ভীড়।অনেক আনন্দের সাথেই মানুষ উপভোগ করেছে উদ্বোধনী দৃশ্য।
পরে রাত ৮টায় এমপি ব্যারিস্টার সুমন পূণরায় স্পিডবোর্ডে উঠলে নদী ঘেষা মুক্তিযোদ্ধা কমপ্লেক্স ভবনের উপর থেকে ফুটানো হয় কয়েক ডজন আতশবাজি।সেই দৃশ্যও আনন্দ-উচ্ছাসের সাথে উপভোগ করেন হাজারো দর্শনার্থী।
এ ব্যাপারে এমপি ব্যারিস্টার সুমন বলেন,ইচ্ছে থাকলে মানুষের দ্বারা সব কিছুই সম্ভব।এই নদী-ই তার প্রমাণ।আমি এমপি হয়েছি মাত্র চার মাস।চার মাসে যেটুকু কাজ করেছি আশা করি আগামী সাড়ে ৪বছরে চুনারুঘাট-মাধবপুরের অনেক পরিবর্তন হবে।
তিনি বলেন,ভবিষ্যতে চুনারুঘাট হবে একটি পর্যটন নগরী।আর পর্যটন এলাকার মানুষ ইংরেজিতে হতে হবে দক্ষ।যে কারণে 'সাইফুর'স ইংলিশ' টিম নামের দুটি টিম তিনি নিয়ে এসেছেন দুটি উপজেলায়।এছাড়াও চুনারুঘাটে হতে যাচ্ছে টেকনিক্যাল কলেজ।আস্তে আস্তে চুনারুঘাটের চিত্র আরো পরিবর্তন হবে।
প্রসঙ্গত,গত সংসদ নির্বাচনের আগে তিনি নির্বাচনী ইশতেহারের প্রথম শপথ করেছিলেন এমপি হলে প্রথমেই মরা খোয়াই নদী জীবিতকরণের কাজ শুরু করবেন।যেই কথা সেই কাজ।নির্বাচনে বিজয়ী হয়ার ১ সপ্তাহ পর থেকেই স্বেচ্ছাশ্রমে শুরু করেন নদী পরিস্কারের কাজ।দীর্ঘ ৩ কিলোমিটার নদীর একটি অংশ পরিষ্কার হলেও বাকি অংশটুকু রয়ে গেছে।
এ ব্যাপারে এমপি বলেন ধাপে ধাপে পুরো নদী পরিস্কার করা হবে।পরিস্কারের পর ভিবিন্ন প্রজাতির মাছের পোনা অবমুক্ত করা হবে।সেই মাছ খাওয়াটা থাকবে সবার জন্য উন্মুক্ত।
সর্বোপুরি নদীকে ঢেলে সাজানো হবে।নদীসহ সকল উন্নয়নমূলক কাজে সবার সর্বাত্মক সহযোগিতা চেয়েছেন এমপি ব্যারিস্টার সৈয়দ সায়েদুল হক সুমন।
সম্পাদক মন্ডলীর সভাপতি : মো: আব্দুর রকিব
সম্পাদক ও প্রকাশক: সাখাওয়াত হোসেন টিটু
সহযোগী সম্পাদক : তোফাজ্জল হোসেন অপু, ব্যবস্থাপনা সম্পাদক : গাজীউর রহমান ইমরান
বার্তা সম্পাদক : কামরুজজামান আল রিয়াদ, নির্বাহী সম্পাদক : মো: জালাল উদ্দিন রুমী।
অফিস-১ : উদয়ন আবাসিক এলাকা শায়েস্তাগঞ্জ, হবিগঞ্জ।
আঞ্চলিক অফিস : নূরপুর হাইস্কুল রোড, শায়েস্তাগঞ্জ, হবিগঞ্জ।
নিউজ প্রেরনের জন্য e-mail : shaistaganjnews@gmail.com
Web site- www.shaistaganj.com
মোবাইল নাম্বার- ০১৭৪০৯৪৩০৮২ (সম্পাদক ও প্রকাশক)
মোবাইল নাম্বার- ০১৭১৬৪৩৯৬২৫ (বার্তা সম্পাদক )
© All rights reserved © 2023 shaistaganj