হবিগঞ্জ প্রতিনিধি :
হবিগঞ্জে চোরাই মোবাইল ফোনসহ রুবেল মিয়া (২২) নামে এক যুবককে আটক করা হয়েছে। এসময় তার কাছ থেকে উদ্ধার করা হয়েছে ১৭টি চোরাই মোবাইল ফোন। আটককৃত যুবক রুবেল মিয়া সদর উপজেলার রিচি ইউনিয়নের জালালাবাদ গ্রামের সিরাজ মিয়ার পুত্র।
শনিবার (২৫ মে) বিকেলে হবিগঞ্জ পুলিশ সুপার কার্যালয়ে এক প্রেস ব্রিফিংয়ে বিষয়টি নিশ্চিত করেন পুলিশ সুপার আক্তার হোসেন।
প্রেস ব্রিফিংয়ে পুলিশ সুপার আক্তার হোসেন বলেন, শহরের টাউন হল রোডস্থ রওশন রেজা এম্পায়ার এর বিপরীতে গেজেট হবিগঞ্জ নামক মোবাইল ফোন ও এক্সসরিজ এর দোকানঘরে গত ২৮ মার্চ অজ্ঞাতনামা চোরেরা হানা দেয়। এসময় চোরের দল ৫৭টি বাটন ফোন, ৪টি স্মার্টফোন ও সরঞ্জামসহ মোট তিন লাখ আশি হাজার দুইশত টাকা মূল্যের জিনিসপত্র চুরি করে নিয়ে যায়। পরে এ ঘটনায় রাজিউর রহমান সদর থানায় একটি লিখিত অভিযোগ দেয়।
এরই প্রেক্ষিতে পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে হবিগঞ্জ পৌর শহরের আনোয়ারপুর পয়েন্ট সংলগ্ন মনোহর হাজীর মার্কেটে ‘মা টেলিকম’ নামক মোবাইল ফোনের দোকানে অভিযান চালায়। অভিযানকালে ১৭টি মোবাইল ফোন উদ্ধারসহ দোকান মালিক রুবেলকে আটক করা হয়। রুবেল চোরাই মোবাইল ফোন কেনা বেচার সাথে জড়িত।
পুলিশ সুপার জানান, রুবেলকে এ বিষয়ে আরো জিজ্ঞাসাবাদ করে বিস্তারিত জানা যাবে। তিনি বলেন, এ ঘটনায় জড়িত অন্যান্য আসামীসহ চোরাইকৃত অন্যান্য মোবাইল ফোন উদ্ধারের চেষ্টা অব্যাহত রয়েছে।
সম্পাদক মন্ডলীর সভাপতি : মো: আব্দুর রকিব
সম্পাদক ও প্রকাশক: সাখাওয়াত হোসেন টিটু
সহযোগী সম্পাদক : তোফাজ্জল হোসেন অপু, ব্যবস্থাপনা সম্পাদক : গাজীউর রহমান ইমরান
বার্তা সম্পাদক : কামরুজজামান আল রিয়াদ, নির্বাহী সম্পাদক : মো: জালাল উদ্দিন রুমী।
অফিস-১ : উদয়ন আবাসিক এলাকা শায়েস্তাগঞ্জ, হবিগঞ্জ।
আঞ্চলিক অফিস : নূরপুর হাইস্কুল রোড, শায়েস্তাগঞ্জ, হবিগঞ্জ।
নিউজ প্রেরনের জন্য e-mail : shaistaganjnews@gmail.com
Web site- www.shaistaganj.com
মোবাইল নাম্বার- ০১৭৪০৯৪৩০৮২ (সম্পাদক ও প্রকাশক)
মোবাইল নাম্বার- ০১৭১৬৪৩৯৬২৫ (বার্তা সম্পাদক )
© All rights reserved © 2023 shaistaganj