ওরা আমাকে বাঁচতে দেয়নি... ভুল করে না হয় ভুলে অন্যায় করেছি কিন্তু আমি বুঝতে পারিনী ওরা যে আমাকে মেরে ফেলবে...ভেবেছিলাম আমাকে চোর এর অপরাধে কিছু মারধর করে ছেড়ে দিবে... মাগো ওরা যখন রড দিয়ে আমাকে মারতে ছিলো তখন চিৎকার করে তোমাকে ডেকে ছিলাম.... মাগো তুমি থাকতে তাহলে হয়ত তোমার কোলে মাথা রেখে থাকতে পারতাম... মাগো... আমি যখন অলসতায় তোমার কাছে পানি চাইতাম তুমি দেরি না করে সবকাজ ফেলে আমার জন্য পানির সাথে দু মুঠো ভাত ও নিয়ে আসতে.... মাগো আমার শেষ সময়ে ওদের কাছে পানি চেয়েছিলাম বিনিময়ে গায়ের ঘাম আমার মুখোমুখি এনে কেড়ে নিলো...ওরা আমাকে বাচঁতে দিলনা... অনেক ক্ষত বিক্ষত আঘাত আমার গায়ে নিয়ে বিদায় হলাম অদ্ভুত জগত থেকে .... মাগো ওদের ছেড়ে দিওনা ... তা না হলে আমার মত করে অনেক মায়ের বুক খালি হতে হবে.... ওদের বিচার চাও.... বিচার হওয়া চাই... তা না হলে আমার আত্মা শান্তি পাবে না...." হয়ত রাজন এর আত্মা থেকে কান্নাজালে মায়ের কাছে এমন চিঠি লিখেছে.. যেন আমরা কল্পনায় অনুভুব করে তাদের বিচার করতে পারি .... হ্যাঁ ...আমরা সবাই তার ন্যায়বিচার চাই...... অবশ্যই বিচারের রায়ে রাজন এর হত্যাকারীদের ফাঁসী চাই....... আল্লাহ যেন রাজন কে জান্নাত নসীব করেন।
লেখক : রায়হান উদ্দীন মাফি
সম্পাদক মন্ডলীর সভাপতি : মো: আব্দুর রকিব
সম্পাদক ও প্রকাশক: সাখাওয়াত হোসেন টিটু
সহযোগী সম্পাদক : তোফাজ্জল হোসেন অপু, ব্যবস্থাপনা সম্পাদক : গাজীউর রহমান ইমরান
বার্তা সম্পাদক : কামরুজজামান আল রিয়াদ, নির্বাহী সম্পাদক : মো: জালাল উদ্দিন রুমী।
অফিস-১ : উদয়ন আবাসিক এলাকা শায়েস্তাগঞ্জ, হবিগঞ্জ।
আঞ্চলিক অফিস : নূরপুর হাইস্কুল রোড, শায়েস্তাগঞ্জ, হবিগঞ্জ।
নিউজ প্রেরনের জন্য e-mail : shaistaganjnews@gmail.com
Web site- www.shaistaganj.com
মোবাইল নাম্বার- ০১৭৪০৯৪৩০৮২ (সম্পাদক ও প্রকাশক)
মোবাইল নাম্বার- ০১৭১৬৪৩৯৬২৫ (বার্তা সম্পাদক )
© All rights reserved © 2023 shaistaganj