বিশ্বকাপের পর দেশের মাটিতে পাকিস্তান এবং ভারতের বিপক্ষে ওয়ানডে সিরিজ জয়ী বাংলাদেশ। বর্তমানে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে সিরিজের প্রথম ওয়ানডেতে হেরে পিছিয়ে পড়ে বাংলাদেশ এবং দ্বিতীয় ওয়ানডেতে জিতে সমতাও এনেছে টাইগাররা। তাই এখন দক্ষিণ আফ্রিকার সাথে সিরিজ জয়ের দারুণ এক সুযোগ বাংলাদেশের সামনে।
বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে খেলার সুখ-স্মৃতি নিয়ে দেশের মাটিতে পাকিস্তানের বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ জিতে নেয় বাংলাদেশ। এবং সেই সিরিজে পাকিস্তানকে হোয়াইটওয়াশ করে টাইগাররা।
আর পাকিস্তানকে হারানোর স্মৃতি থাকতেই ভারতের মুখোমুখি হয় বাংলাদেশ। তিন ম্যাচের ২-১ ব্যবধানে সিরিজ জিতে নেয় মাশরাফিবাহিনী। প্রথম দুই ম্যাচ হারলেও তৃতীয় ম্যাচ জিতে হোয়াইটওয়াশের লজ্জা থেকে বেচে যায় ভারত।
তাই পাকিস্তান এবং ভারতকে সিরিজে হারানোর সুখ-স্মৃতি নিয়ে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে সিরিজ জয় করতে চায় বাংলাদেশ। দুই ম্যাচের টুয়েন্টি টুয়েন্টি সিরিজ ২-০তে হারের পর প্রথম ওয়ানডেতেও বাজেভাবে খেলে টাইগাররা।
আর তাতে ওয়ানডে সিরিজ হারের শঙ্কা তৈরি হয় বাংলাদেশের। কিন্তু দ্বিতীয় ওয়ানডেতে দারুণ ভাবে ঘুরে দাঁড়ায় বাংলাদেশ। ব্যাট-বোলিং-ফিল্ডিং তিন বিভাগেই পারফরমেন্সের সেরাটা প্রদর্শন করে ৭ উইকেটে ম্যাচ জিতে সিরিজে সমতা আনে টাইগাররা। সেই সাথে ২০১৭ সালের আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফিতে খেলাও নিশ্চিত হয় বাংলাদেশের।
বিশ্বের সেরা অলরাউন্ডার সাকিব আল হাসান বলেন, বিশ্বকাপের পরই দুটি সিরিজ খেলেছি দুটিই জিতেছি। সাফল্যের ধারাবাহিকতা দরে রাখতে চাই। সিরিজ এখন ১-১ সমতা রয়েছে তাই তৃতীয় ম্যাচটি অনেক বেশি গুরুত্বপূর্ণ। আর দক্ষিণ আফ্রিকার বিপক্ষে বাংলাদেশের কোন সিরিজ জয় নেই। তাই এবারের সুযোগটি কাজে লাগাতে চাই আমরা।
তবে দল চ্যালেঞ্জে নিতে প্রস্তুত জানিয়ে দক্ষিন আফ্রিকার স্পিনার ইমরান তাহির বলেন, দ্বিতীয় ম্যাচটি বাংলাদেশ জিতে যাওয়ায়, সিরিজ এখন চ্যালেঞ্জের। তাই আমরা সেই চ্যালেঞ্জ নিতে প্রস্তুত। তবে তৃতীয় ম্যাচে যারা ভালো খেলবে তারাই সিরিজটি জিতবে।
বাংলাদেশ স্কোয়াড (সম্ভাব্য)
মাশরাফি বিন মতুর্জা (অধিনায়ক), সাকিব আল হাসান (সহ-অধিনায়ক), তামিম ইকবাল, এনামুল হক বিজয়, লিটন কুমার দাস, সৌম্য সরকার, মুশফিকুর রহিম, মাহমুদুল্লাহ রিয়াদ, সাব্বির রহমান, নাসির হোসেন, আরাফাত সানি, জুবায়ের হোসেন, রুবেল হোসেন, ও মুস্তাফিজুর রহমান।
দক্ষিণ আফ্রিকা স্কোয়াড (সম্ভাব্য)
হাশিম আমলা (অধিনায়ক), কাইল এ্যাবট, ফারহান বেহারদিয়ান, কুইন্টন ডি কক (উইকেটরক্ষক), জেপি ডুমিনি, ফাফ ডু প্লেসিস, ইমরান তাহির, রায়ান ম্যাকলারেন, ডেভিড মিলার, মরনে মরকেল, ক্রিস মরিস, ওয়েন পার্নেল, এ্যারন ফাঙ্গিসো, কাগিসো রাবাদা, রিলি রোসৌ ও ইডি লি।
সম্পাদক মন্ডলীর সভাপতি : মো: আব্দুর রকিব
সম্পাদক ও প্রকাশক: সাখাওয়াত হোসেন টিটু
সহযোগী সম্পাদক : তোফাজ্জল হোসেন অপু, ব্যবস্থাপনা সম্পাদক : গাজীউর রহমান ইমরান
বার্তা সম্পাদক : কামরুজজামান আল রিয়াদ, নির্বাহী সম্পাদক : মো: জালাল উদ্দিন রুমী।
অফিস-১ : উদয়ন আবাসিক এলাকা শায়েস্তাগঞ্জ, হবিগঞ্জ।
আঞ্চলিক অফিস : নূরপুর হাইস্কুল রোড, শায়েস্তাগঞ্জ, হবিগঞ্জ।
নিউজ প্রেরনের জন্য e-mail : shaistaganjnews@gmail.com
Web site- www.shaistaganj.com
মোবাইল নাম্বার- ০১৭৪০৯৪৩০৮২ (সম্পাদক ও প্রকাশক)
মোবাইল নাম্বার- ০১৭১৬৪৩৯৬২৫ (বার্তা সম্পাদক )
© All rights reserved © 2023 shaistaganj