দৈনিক শায়েস্তাগঞ্জ ডেস্ক:
প্রধানমন্ত্রীর ভিশন ২০৪১ রুপকল্প বাস্তবায়নের প্রত্যয়ে বেকারত্ব দুরীকরণে একটি স্মার্ট ইউনিয়ন গঠনের লক্ষ্যে ফ্রিল্যান্সার ও আইটি উদ্যোক্তা তৈরির নিমিত্তে শায়েস্তাগঞ্জ ইউনিয়ন কে ফ্রিল্যান্সার ইউনিয়ন গঠনের লক্ষ্যে এক উদ্বোধনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
বৃহস্পতিবার সকাল ১০ টার দিকে শায়েস্তাগঞ্জ ইসলামি একাডেমি এন্ড হাইস্কুলের শেখ রাসেল আইসিটি ল্যাব রুমে শায়েস্তাগঞ্জ উপজেলা প্রশাসনের আয়োজনে এ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন শায়েস্তাগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার ফারাজানা আক্তার মিতা।
একাডেমিক সুপার ভাইজার জগদীশ দাশ তালুকদার এর সঞ্চালনায় স্বাগত বক্তব্য রাখেন শায়েস্তাগঞ্জ উপজেলা আইসিটি সহকারী প্রোগামার মোঃ কাউসার আহমেদ।
প্রধান অতিথি হিসেবে জুমে বক্তব্য রাখেন,হবিগঞ্জ জেলা প্রশাসক মোছাঃ জিলুফা সুলতানা।
তিনি তার বক্তব্যে বলেন,বর্তমান যুগে তথ্য প্রযুক্তি, আইটি প্রশিক্ষন নিয়ে নিজেকে স্বাবলম্বী, ফ্রিল্যান্সার,উদ্যোক্তা হিসেবে গড়ে তুলে বেকারত্ব দুরীকরন,স্মার্ট বাংলাদেশ গড়তে ভুমিকা রাখবে হবে।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা প্রশাসক মোঃ জাহিদুর রহমান,শায়েস্তাগঞ্জ উপজেলা কমিশনার (ভুমি) মোঃ নাহিদ ভুইয়া, শায়েস্তাগঞ্জ ইউপি চেয়ারম্যান বুলবুল খান।
এ ছাড়া আরো বক্তব্য রাখেন,শায়েস্তাগঞ্জ শিক্ষা ও সমাজ কল্যাণ পরিষদের সহ-সভাপতি মাওলানা আব্দুস সহিদ, শায়েস্তাগঞ্জ ইসলামি একাডেমি এন্ড হাইস্কুলের প্রধান শিক্ষক মোঃ নুরুল হক, শায়েস্তাগঞ্জ প্রেসক্লাবের সভাপতি মোঃ আব্দুর রকিব।
২০জন প্রশিক্ষনার্থীকে ৩ মাস প্রশিক্ষণের মাধ্যমে তাদের কে গ্রাফিক ডিজাইন সহ ফ্রিল্যান্সার হিসেবে গড়ে উঠতে অনন্য ভুমিকা রাখবে। সঠিক ভাবে এই প্রশিক্ষণ নেওয়ার মাধ্যমে তারা স্বাবলম্বী, উদ্যোক্তা হিসেবে গড়ে উঠবে।
সম্পাদক মন্ডলীর সভাপতি : মো: আব্দুর রকিব
সম্পাদক ও প্রকাশক: সাখাওয়াত হোসেন টিটু
সহযোগী সম্পাদক : তোফাজ্জল হোসেন অপু, ব্যবস্থাপনা সম্পাদক : গাজীউর রহমান ইমরান
বার্তা সম্পাদক : কামরুজজামান আল রিয়াদ, নির্বাহী সম্পাদক : মো: জালাল উদ্দিন রুমী।
অফিস-১ : উদয়ন আবাসিক এলাকা শায়েস্তাগঞ্জ, হবিগঞ্জ।
আঞ্চলিক অফিস : নূরপুর হাইস্কুল রোড, শায়েস্তাগঞ্জ, হবিগঞ্জ।
নিউজ প্রেরনের জন্য e-mail : shaistaganjnews@gmail.com
Web site- www.shaistaganj.com
মোবাইল নাম্বার- ০১৭৪০৯৪৩০৮২ (সম্পাদক ও প্রকাশক)
মোবাইল নাম্বার- ০১৭১৬৪৩৯৬২৫ (বার্তা সম্পাদক )
© All rights reserved © 2023 shaistaganj