নিজস্ব প্রতিনিধি : পবিত্র ঈদুল ফিতরকে সামনে রেখে হবিগঞ্জের সীমান্তে চোরাকারবারিরা বেপরোয়া হয়ে উঠেছে। হাটবাজারগুলোতে আসতে শুরু করেছে কাপড়সহ ভারতীয় পণ্য। এসব পণ্যের প্রচুর চাহিদা থাকায় ঈদ এলেই চোরাকারবারিরা সীমান্তে ব্যাপক তৎপরতা চালায়।
চোরাকারবারিরা স্থানীয় কিছু লোককে নির্ধারিত মজুরি দিয়ে ভারত থেকে মালামাল আনা নেয়া করে বলে জানাগেছে ।
এসব দিনমজুর জনপ্রতি দৈনিক মজুরি হিসেবে ১শ থেকে ২শ টাকা পায়। চোরাকারবারিরা মালামাল প্রথমে নিজেদের বাড়িতে নির্ধারিত গোদামে জমা রাখে। পরে সুযোগ বুঝে সেখান থেকে বাস, ট্রাক, মাইক্রোবাস বা ট্রেনযোগে তা চালান করে দেয়। মালামাল সীমান্ত পারাপারের জন্য পণ্য ভেদে রেট অনুযায়ী দুপারের সীমান্তরক্ষীকেই তারা বখরা দেয়। আর দেশের অভ্যন্তরে এসব পণ্য বাজারজাত করার জন্য টোকেন মানি হিসেবে মাসোহারা নেয় পুলিশ।
ওই টাকার ভাগ বিভিন্ন রেটে পৌঁছে দেয়া হয় স্থানীয় নেতা-পাতিনেতাদের কাছেও। এর ভাগ যায় ওপর মহল পর্যন্তও। এছাড়া চোরাই পণ্য বহনে পুলিশ, সীমান্তরক্ষী ছাড়াও স্থানীয় প্রভাবশালী মাস্তান বাহিনী ও চাঁদাবাজদেরও বখরা দিয়ে ম্যানেজ করতে হয়। জেলার চুনারুঘাট ও মাধবপুর উপজেলার বিস্তীর্ণ এলাকাজুড়ে রয়েছে বাংলাদেশ-ভারত সীমারেখা। দুদেশের সীমান্তের অধিকাংশ স্থানেই রয়েছে কাঁটা তারের বেড়া।
এর মাঝে সীমান্তের এপারে নজরদারির দায়িত্বে নিয়োজিত রয়েছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) আর ওপারে আছে বিএসএফ। সার্বক্ষণিক তারা প্রহরায় থাকলেও থেমে নেই চোরাকারবারীরা। পায়ে হেঁটে দুদেশে প্রবেশের অবারিত সুযোগ রয়েছে। তা কাজে লাগিয়ে সংঘবদ্ধ একটি প্রভাবশালী চক্র দিন-রাত আদান প্রদান করছে নানা পণ্যসামগ্রী। এজন্য প্রহরায় নিয়োজিতরা মোটা অংকের বখরা পাচ্ছে।
চোরাকারবারীরা ভারত থেকে এদেশে নিয়ে আসছে বিভিন্ন ব্র্যান্ডের মদ, বিয়ার, হুইস্কি, নেশাজাতীয় ট্যাবলেটসহ মাদকদ্রব্য, মশলা জাতীয় দ্রব্যের মধ্যে পিঁয়াজ, রসুন, জিরা, দারুচিনি, এলাচি, লং, চিনি এবং রকমারি কসমেটিক্স, শাড়ি, মোটরসাইকেল, বাইসাইকেল, ইলেক্ট্রিক পণ্যসহ যন্ত্রাংশ, দামি চকলেট। বিনিময়ে এদেশ থেকে যাচ্ছে কাঁসা, পিতল, তামা, সোয়াবিন, মাছ ও এক টাকার কয়েনসহ মূল্যবান নানা পণ্য।
চোরাকারবারিরা এসব পণ্য আদান প্রদানের জন্য চুনারুঘাট উপজেলার বালা, গুইবিল, চিমটিবিল, মোকামঘাট, রেমা, সাতছড়ি এবং মাধবপুর উপজেলার মনতলা, হরষপুর, জগদীশপুর ও মুকন্দপুরসহ কয়েকটি এলাকা ব্যবহার করে।
সম্পাদক মন্ডলীর সভাপতি : মো: আব্দুর রকিব
সম্পাদক ও প্রকাশক: সাখাওয়াত হোসেন টিটু
সহযোগী সম্পাদক : তোফাজ্জল হোসেন অপু, ব্যবস্থাপনা সম্পাদক : গাজীউর রহমান ইমরান
বার্তা সম্পাদক : কামরুজজামান আল রিয়াদ, নির্বাহী সম্পাদক : মো: জালাল উদ্দিন রুমী।
অফিস-১ : উদয়ন আবাসিক এলাকা শায়েস্তাগঞ্জ, হবিগঞ্জ।
আঞ্চলিক অফিস : নূরপুর হাইস্কুল রোড, শায়েস্তাগঞ্জ, হবিগঞ্জ।
নিউজ প্রেরনের জন্য e-mail : shaistaganjnews@gmail.com
Web site- www.shaistaganj.com
মোবাইল নাম্বার- ০১৭৪০৯৪৩০৮২ (সম্পাদক ও প্রকাশক)
মোবাইল নাম্বার- ০১৭১৬৪৩৯৬২৫ (বার্তা সম্পাদক )
© All rights reserved © 2023 shaistaganj