কামরুজ্জামান আল রিয়াদ :
হবিগঞ্জের শায়েস্তাগঞ্জে এসএসসি ও সমমান পরীক্ষায় এবারও শতভাগ পাসের রেকর্ড গড়েছে প্রাণ-আরএফএল পাবলিক স্কুল।
প্রাণ-আরএফএল পাবলিক স্কুল থেকে এবারের এসএসসি পরীক্ষায় অংশ নেওয়া ৩৯ জন শিক্ষার্থীর মধ্যে সবাই পাস করেছে। এর মধ্যে জিপিএ-৫ পেয়েছে ১৭ জন শিক্ষার্থী। পাসের হার শতভাগ।
শায়েস্তাগঞ্জ বালিকা উচ্চ বিদ্যালয় থেকে ১৬৪ জনের মধ্যে ১২১ জন পাস, জিপিএ-৫ ১টি, পাসের হার ৭৩ দশমিক ৭৮ শতাংশ।
নূরপুর আদর্শ উচ্চ বিদ্যালয় থেকে ৭২ জনের মধ্যে ৪৮ জন পাস, পাসের হার ৬৬ দশমিক ৬৭ শতাংশ।
কেউ জিপিএ -৫ পায়নি।
মোজাহের উচ্চ বিদ্যালয় থেকে ১৪৪ জনের মধ্যে ৮৯ জন পাস, পাসের হার ৬১ দশমিক ৮১ শতাংশ। কেউ জিপিএ -৫ পায়নি।
শায়েস্তাগঞ্জ উচ্চ বিদ্যালয় থেকে ১৩৬ জনের মধ্যে ১০৫ জন পাস, জিপিএ-৫ একটি, পাসের হার ৭৭ দশমিক ২০ শতাংশ।
ইসলামী একাডেমি এন্ড হাইস্কুল থেকে ১৯৫ জনের মধ্যে ১৮১ জন পাস, জিপিএ-৫ ৬২টি, পাসের হার ৯২ দশমিক ৮২ শতাংশ।
এছাড়াও শায়েস্তাগঞ্জ মডেল কামিল মাদ্রাসা থেকে ৯৫ জনের মধ্যে ৮৪ জন পাস। এর মধ্যে জিপিএ -৫ ৩টি। পাসের হার ৮৮ দশমিক ৪২ শতাংশ।
প্রাণ-আরএফএল পাবলিক স্কুলের অধ্যক্ষ মো. মুবিনুল হক চৌধুরী বলেন, আমাদের স্কুল থেকে এসএসসি পরীক্ষায় অংশ নেওয়া সবাই পাশ করেছে। পাশাপাশি সতেরজন শিক্ষার্থী জিপিএ-৫ পেয়েছে। এছাড়াও আমাদের দুইজন শিক্ষার্থী মোট নাম্বারের ভিত্তিতে হবিগঞ্জ জেলার মধ্যে জেরিন তাসনিম উপমা ১২৪৪ পেয়ে ১ম ও নমঃশ্রী দেব ১২৩৬ নাম্বার পেয়ে ২য় হয়েছে।
এ বিষয়ে শায়েস্তাগঞ্জ উপজেলা একাডেমিক সুপার ভাইজার জগদীশ দাশ তালুকদার বলেন, এবার উপজেলার ছয়টি স্কুল থেকে ৭৫০ জন শিক্ষার্থী অংশ নেয়। এর মধ্যে ৫৮৩ জন পাশ করেছে। জিপিএ-৫ পেয়েছে ৮১ জন। পাসের হার ৭৭ দশমিক ৭৩। উপজেলার মধ্যে একমাত্র প্রাণ-আরএফএল পাবলিক স্কুলেই শতভাগ শিক্ষার্থী পাস করেছে। এছাড়াও প্রাণ আরএফএল স্কুলের দুইজন শিক্ষার্থী মোট নাম্বারের ভিত্তিতে মেধা তালিকায় হবিগঞ্জ জেলার মধ্যে ১ম ও ২য় হয়েছে। যা আমাদের জন্য অত্যান্ত গৌরবের।
সম্পাদক মন্ডলীর সভাপতি : মো: আব্দুর রকিব
সম্পাদক ও প্রকাশক: সাখাওয়াত হোসেন টিটু
সহযোগী সম্পাদক : তোফাজ্জল হোসেন অপু, ব্যবস্থাপনা সম্পাদক : গাজীউর রহমান ইমরান
বার্তা সম্পাদক : কামরুজজামান আল রিয়াদ, নির্বাহী সম্পাদক : মো: জালাল উদ্দিন রুমী।
অফিস-১ : উদয়ন আবাসিক এলাকা শায়েস্তাগঞ্জ, হবিগঞ্জ।
আঞ্চলিক অফিস : নূরপুর হাইস্কুল রোড, শায়েস্তাগঞ্জ, হবিগঞ্জ।
নিউজ প্রেরনের জন্য e-mail : shaistaganjnews@gmail.com
Web site- www.shaistaganj.com
মোবাইল নাম্বার- ০১৭৪০৯৪৩০৮২ (সম্পাদক ও প্রকাশক)
মোবাইল নাম্বার- ০১৭১৬৪৩৯৬২৫ (বার্তা সম্পাদক )
© All rights reserved © 2023 shaistaganj