জামাল হোসেন লিটন:
হবিগঞ্জের চুনারুঘাটে ১৩ কেজি গাঁজা সহ ময়মনসিংহের এক মাদক কারবারিকে আটক করেছে চুনারুঘাট থানা পুলিশ।
সোমবার ১৩ মে দুপুরে গোপন সংবাদের ভিত্তিতে থানার উপপরিদর্শক এসআই ওমর ফারুকের নেতৃত্বে একদল পুলিশ সাতছড়ি সড়কের চানপুর বাজারস্থ সিএনজি স্ট্যান্ড এলাকায় অভিযান চালিয়ে জুয়েল (৩৮) কে আটক করেন। জুয়েলের বাড়ি ময়মনসিংহ জেলার গৌরিপুর থানার কাশিয়ারচ এলাকার মৃত জলিল মিয়ার পুত্র।
এ তথ্য নিশ্চিত করে চুনারুঘাট থানার তদন্ত অফিসার ইনচার্জ প্রজিত কুমার দাস জানান, গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারি নোহা গাড়িযোগে গাঁজার চালান পাচার হবে।
এমন তথ্যের ভিত্তি অভিযান চালিয়ে ১৩ কেজি গাঁজাসহ একটি নোহা গাড়ী জব্দ করা হয়। পরে মাদক কারবারির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে উপপরিদর্শক এসআই ওমর ফারুক বাদি হয়ে চুনারুঘাট থানায় মামলা দায়ের করেন।
উল্লেখ্য, হবিগঞ্জের পুলিশ সুপার আক্তার হোসেন জেলায় যোগদানের পর জেলা পুলিশ মাদক ও চোরাচালান বন্ধে জিরো টলারেন্স নীতি গ্রহণ করে কাজ করে যাচ্ছে। তাছাড়াও অপরাধ দমন, আসামী গ্রেফতার ও জেলার সার্বিক আইন শৃঙ্খলা রক্ষায় নিরলস ভাবে কাজ করছে জেলা পুলিশ। মাদক মুক্ত করতে থানা পুলিশের এ ধরনের অভিযান অব্যাহত আছে বলেও ওসি তদন্ত প্রজিত কুমার দাস জানান।
সম্পাদক মন্ডলীর সভাপতি : মো: আব্দুর রকিব
সম্পাদক ও প্রকাশক: সাখাওয়াত হোসেন টিটু
সহযোগী সম্পাদক : তোফাজ্জল হোসেন অপু, ব্যবস্থাপনা সম্পাদক : গাজীউর রহমান ইমরান
বার্তা সম্পাদক : কামরুজজামান আল রিয়াদ, নির্বাহী সম্পাদক : মো: জালাল উদ্দিন রুমী।
অফিস-১ : উদয়ন আবাসিক এলাকা শায়েস্তাগঞ্জ, হবিগঞ্জ।
আঞ্চলিক অফিস : নূরপুর হাইস্কুল রোড, শায়েস্তাগঞ্জ, হবিগঞ্জ।
নিউজ প্রেরনের জন্য e-mail : shaistaganjnews@gmail.com
Web site- www.shaistaganj.com
মোবাইল নাম্বার- ০১৭৪০৯৪৩০৮২ (সম্পাদক ও প্রকাশক)
মোবাইল নাম্বার- ০১৭১৬৪৩৯৬২৫ (বার্তা সম্পাদক )
© All rights reserved © 2023 shaistaganj