শায়েস্তাগঞ্জ(হবিগঞ্জ)প্রতিনিধি:
হবিগঞ্জের নবগঠিত শায়েস্তাগঞ্জ উপজেলার দ্বিতীয় উপজেলা নির্বাচন তৃতীয় ধাপে ২৯ মে অনুষ্ঠিত হবে।
এ নির্বাচনে সোমবার প্রার্থীদের মাঝে প্রতীক বরাদ্ধ করা হয়েছে। প্রতীক পেয়েই প্রার্থী ও সমর্থকরা কোমর বেঁধে মাঠে নেমেছেন প্রচার প্রচারণায়।
নির্বাচনী এলাকায় সোমবারই পোস্টার-ব্যানার টানানো হয়েছে। উপজেলা ব্যাপী শুরু হয়েছে মাইকিং। বিতরণ করা হচ্ছে লিফলেট। ফেসবুকে সম্ভাব্য প্রার্থী ও তাদের সমর্থকরা প্রচার করছেন কর্মকান্ডের ছবি।
দেশের ৪৯২তম উপজেলা হচ্ছে শায়েস্তাগঞ্জ। নির্বাচনে চেয়ারম্যান পদে ৪ জন, ভাইস চেয়ারম্যান পদে ৫ জন এবং মহিলা ভাইস চেয়ারম্যান পদে ৩ জন প্রতিদ্বন্দ্বিতা করছেন।
উপজেলা আওয়ামী লীগের সভাপতি, বর্তমান উপজেলা চেয়ারম্যান আব্দুর রশিদ তালুকদার ইকবাল (মোটরসাইকেল), আওয়ামী লীগ নেতা মো.আতাউর রহমান মাসুক (ঘোড়া), জাতীয় পার্টির নেতা সাবেক ফুটবলার মো. রকিব আহমেদ (দোয়াত-কলম), মো. সুরুজ আলী (আনারস), ভাইস-চেয়ারম্যান পদে উপজেলা আওয়ামী লীগের সাংস্কৃতিক সম্পাদক, হবিগঞ্জ সেন্ট্রাল ক্রিয়েটিভ কলেজের উপাধ্যক্ষ, শায়েস্তাগঞ্জ প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক মোহাম্মদ জালাল উদ্দিন রুমি (তালা), শায়েস্তাগঞ্জ পৌর বিএনপির সহসভাপতি, সাবেক পৌর কাউন্সিলর, শায়েস্তাগঞ্জ প্রেসক্লাবের সাবেক সভাপতি আসম আফজল আলী রুস্তম ( টিয়া পাখি), খন্দকার মো. শফিক মিয়া সরদার (চশমা), আওয়ামীলীগ নেতা আব্দুল কাদির আসাদ(টিউবওয়েল), ছাত্রলীগ নেতা মনোয়ার হোসেন জাকারিয়া (মাইক), বর্তমান মহিলা ভাইস চেয়ারম্যান পদে মোছা. মুক্তা আক্তার ( পদ্মফুল), মমতাজ বেগম ডলি ( প্রজাপতি), রবিনা আক্তার রুবি (ফুটবল) প্রতীক নিয়ে লড়ছেন।
তিনটি ইউনিয়ন ও একটি পৌরসভা নিয়ে গঠিত এ উপজেলায় ভোটার প্রায় ৫৯ হাজার। শায়েস্তাগঞ্জের সর্বত্র এখন আলোচনার বিষয় নির্বাচন।
বর্তমান চেয়ারম্যান আব্দুর রশিদ তালুকদার ইকবালের ‘ক্লিন ইমেজ’এর কারণে দলমত নির্বিশেষে গ্রহণ যোগ্যতা রয়েছে।
আওয়ামীলীগ নেতা ও ব্যবসায়ী আতাউর রহমান মাসুক ‘নেতা মাসুক’ হিসেবে এলাকায় পরিচিত।
হবিগঞ্জ -৩ আসনের সংসদ সদস্য মো.আবু জাহিরের ঘনিষ্টজন হিসেবে পরিচিত আব্দুর রশিদ তালুকদার ইকবাল বলেন, সাধ্য মতো চেষ্টা করেছি মানুষের জন্য কাজ করার। আগামীতে নির্বাচিত হলে অসমাপ্ত কাজ সমাপ্ত করার প্রচেষ্টা থাকবে।
আতাউর রহমান মাসুক বলেন, এর আগেও আমি নির্বাচন করার কথা ছিল, নানা কারণে করিনি। এবার শেষ পর্যন্ত ভোটের মাঠে আছি। সবার সহযোগিতা চাইছি।
সম্পাদক মন্ডলীর সভাপতি : মো: আব্দুর রকিব
সম্পাদক ও প্রকাশক: সাখাওয়াত হোসেন টিটু
সহযোগী সম্পাদক : তোফাজ্জল হোসেন অপু, ব্যবস্থাপনা সম্পাদক : গাজীউর রহমান ইমরান
বার্তা সম্পাদক : কামরুজজামান আল রিয়াদ, নির্বাহী সম্পাদক : মো: জালাল উদ্দিন রুমী।
অফিস-১ : উদয়ন আবাসিক এলাকা শায়েস্তাগঞ্জ, হবিগঞ্জ।
আঞ্চলিক অফিস : নূরপুর হাইস্কুল রোড, শায়েস্তাগঞ্জ, হবিগঞ্জ।
নিউজ প্রেরনের জন্য e-mail : shaistaganjnews@gmail.com
Web site- www.shaistaganj.com
মোবাইল নাম্বার- ০১৭৪০৯৪৩০৮২ (সম্পাদক ও প্রকাশক)
মোবাইল নাম্বার- ০১৭১৬৪৩৯৬২৫ (বার্তা সম্পাদক )
© All rights reserved © 2023 shaistaganj