নিজস্ব প্রতিবেদক :
হবিগঞ্জের বানিয়াচং উপজেলার আগুয়া গ্রামে দাঙ্গায় ট্রিপল মার্ডারের প্রধান অভিযুক্ত স্ট্যান্ড ম্যানেজার বদরুল আলম (৪৫) ওরফে বদিকে ব্রাহ্মণবাড়িয়া থেকে গ্রেফতার করা হয়েছে।
শনিবার (১১ মে) বিকেল ৫টায় বানিয়াচং থানায় সংবাদ সম্মেলনের মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেছেন অতিরিক্ত পুলিশ সুপার (বানিয়াচং সার্কেল) পলাশ রঞ্জন দে।
শনিবার বেলা ২টায় ব্রাহ্মণবাড়িয়া জেলার নাসিরনগর উপজেলার নুরপুর গ্রাম থেকে বদিকে গ্রেফতার করে পুলিশ। সে আগুয়া গ্রামের মৃত হাজী হিরা মিয়ার ছেলে।
সংবাদ সম্মেলনে অতিরিক্ত পুলিশ সুপার পলাশ রঞ্জন দে জানান,গোপন সংবাদের ভিত্তিতে বানিয়াচং থানার পরিদর্শক (তদন্ত) মোহাম্মদ আবু হানিফের নেতৃত্বে উল্লিখিত স্থান ও সময়ে বদরুল আলমকে ফৌজদারী কার্যবিধির ৫৪ ধারায় গ্রেফতার করা হয়।
গ্রেফতারের পর বদিকে সাথে নিয়ে ঘটনাস্থলের পাশে একটি ডোরা থেকে ৭টি ফিকল, ৫টি টেটা, ১টি রামদা ও ২২টি ইটের টুকরা উদ্ধার করে পুলিশ।
পুলিশের প্রাথমিক তদন্তের ভিত্তিতে সংবাদ সম্মেলনে জানানো হয়, গত ৯ মে দুপুরে নিহত অটোরিক্সাচালক কাদির মিয়া ও স্ট্যান্ড ম্যানেজার বদরুল আলমের মধ্যে কথাকাটাকাটি ও হাতাহাতি হয়। এরপর উভয়পক্ষের ১৮০/২০০ লোক দেশীয় অস্ত্র নিয়ে প্রাণঘাতি সংঘর্ষে লিপ্ত হয়। এতে আগুয়া গ্রামের শুক্কুর মিয়ার ছেলে কাদির মিয়া (৩০), মৃত বজলু মিয়ার ছেলে সিরাজ মিয়া (৫০) ও মৃত আলী রেজার ছেলে লিলু মিয়া যান।
এ সংঘর্ষে উভয়পক্ষে আরো অর্ধশতাধিক লোক আহত হন। সংঘর্ষ থামাতে পুলিশ ২ রাউন্ড টিয়ারশেল ও ৫ রাউন্ড রাবার বুলেট নিক্ষেপ করে পরিস্থিতি নিয়ন্ত্রণ করে।
বানিয়াচং থানার পরিদর্শক অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ দেলোয়ার হোসেন জানান, গ্রেফতার বদরুল আলম ওরফে বদিকে শনিবার বিকেলে ৫৪ ধারায় আদালতে সোপর্দ করা হয়েছে। তিন খুনের ঘটনায় এখনো মামলা হয়নি। মামলা হলে বদরুলকে তাতে যুক্ত করা হবে।
উল্লেখ্য, চাঞ্চল্যকর ট্রিপল মার্ডারের পরপর স্থানীয় সংসদ সদস্য ময়েজ উদ্দিন শরীফ রুয়েল, সিলেট রেঞ্জের ডিআইজি শাহ মিজান শাফিউর রহমান সহ উর্ধ্বতন কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করেন এবং নিহতের স্বজনদের শান্তনা দিয়ে এ ঘটনার সুষ্ঠু বিচারের আশ্বাস দেন।
সম্পাদক মন্ডলীর সভাপতি : মো: আব্দুর রকিব
সম্পাদক ও প্রকাশক: সাখাওয়াত হোসেন টিটু
সহযোগী সম্পাদক : তোফাজ্জল হোসেন অপু, ব্যবস্থাপনা সম্পাদক : গাজীউর রহমান ইমরান
বার্তা সম্পাদক : কামরুজজামান আল রিয়াদ, নির্বাহী সম্পাদক : মো: জালাল উদ্দিন রুমী।
অফিস-১ : উদয়ন আবাসিক এলাকা শায়েস্তাগঞ্জ, হবিগঞ্জ।
আঞ্চলিক অফিস : নূরপুর হাইস্কুল রোড, শায়েস্তাগঞ্জ, হবিগঞ্জ।
নিউজ প্রেরনের জন্য e-mail : shaistaganjnews@gmail.com
Web site- www.shaistaganj.com
মোবাইল নাম্বার- ০১৭৪০৯৪৩০৮২ (সম্পাদক ও প্রকাশক)
মোবাইল নাম্বার- ০১৭১৬৪৩৯৬২৫ (বার্তা সম্পাদক )
© All rights reserved © 2023 shaistaganj