আকিকুর রহমান রুমন:
হবিগঞ্জের বানিয়াচংয়ে শান্তি পূর্ণ ভাবে ভোট গ্রহনের মধ্যে দিয়ে উপজেলা পরিষদ নির্বাচন সম্পন্ন হয়েছে।
পুরো উপজেলা আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের দ্ধারাতে নিশ্ছিদ্র নিরাপত্তার চাদরে ডাকা ছিলো।
আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের মধ্যে বিভিন্ন ইউনিটের গোয়েন্দা সংস্থার সদস্যগনসহ পুলিশ,বিজিবি,র্যাব ও আনসার ব্যাটালিয়নের সদস্যগন কেন্দ্র গুলোতে দায়িত্ব পালন ছাড়াও সার্বক্ষনিক তাদের টহলের মাধ্যমে নজরদারিতে রেখেছেন।
এছাড়াও নির্বাহী ম্যাজিস্টেটের নেতৃত্বে সার্বক্ষনিক নজরদারীর মধ্যে দিয়ে বড় ধরনের অপ্রীতিকর ঘটনা ছাড়া ঐ সুন্দর ও সুষ্ঠ পরিবেশের মাধ্যমে অনুষ্ঠিত হয়েছে নির্বাচনটি।
৮মে বুধবার সকাল ৮টা থেকে টানা বিকাল ৪টা পর্যন্ত উপজেলার ১৫টি ইউনিয়নের মধ্যে ১৩৫ ওয়ার্ডের ১০৬ টি ভোট কেন্দ্রে ভোট গ্রহন হয়েছে।
এই উপজেলা পলিষদ নির্বাচনে ২টি পদে মোট ১৫জন প্রার্থী নির্বাচনে অংশ গ্রহন করেন।এর মধ্যে চেয়ারম্যান পদে ৩ জন।
পুরুষ ভাইস চেয়ারম্যান পদে ৯জন ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে ৩জন প্রার্থী নির্বাচন করেছেন।
উপজেলা পরিষদের বর্তমান চেয়ারম্যান আবুল কাশেম চৌধুরীর চেয়ে ১১হাজার ৫১ভোট বেশি পেয়ে চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন ইকবাল হুসেন খান।
বর্তমান চেয়ারম্যান আবুল কাশেম চৌধুরী(মোটরসাইকেল) প্রতীক নিয়ে ৩১ হাজার ৭'শ ৭২ ভোট পেয়ে পরাজয় বরণ করেন।
নতুন পরিষদের চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন সাবেক উপজেলা চেয়ারম্যান ও সাবেক আওয়ামিলীগ এর সাধারণ সম্পাদক ইকবাল হোসেন খান (আনারস)
প্রতীক নিয়ে ৪২ হাজার ৮'শ ২৩ ভোট পেয়ে জয় লাভ করেন।
এছাড়াও বীর মুক্তিযোদ্ধা আমীর হোসেন মাস্টার(ঘোড়া)
প্রতীক নিয়ে ১৪ হাজার ২'শ ২৩ ভোট পেয়েছেন।
পুরুষ ভাইস চেয়ারম্যান আশরাফ হুসেন খান(চশমা)প্রতিক নিয়ে ২৬হাজার ২শত ৯২ ভোট পেয়ে জয়লাভ করেন।
ভাইস চেয়ারম্যান বর্তমান ভাইস চেয়াম্যান ফারুক আমীন (উড়োজাহাজ) ৬৪২০ ভোট। আশরাফ হোসেন খান(পালকি)
৪৭৪৪ ভোট।
এস এম সুরুজ আলী (মাইক)১০১৩৬ ভোট।কৃষ্ণ দেব (টিউবওয়েল)৮৫৯৭ ভোট।তাফাজ্জুল হক (বই)৬২৩৫ ভোট।প্রিয়তোষ রঞ্জন দেব (বৈদতিক বাল্ব) ৪৭৯৯ ভোট। আসিক মিয়া(তালা) ১৪৪২৭ ভোট। সৈয়দ নাসিরুল ইমাম(টিয়া পাখি) প্রতিকে ৫৮০১ ভোট পেয়েছেন।
মহিলা ভাইস চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন জাহানারা আক্তার বিউটি(প্রজাপতি) ৪৫৬৮৪ ভোট পেয়ে জয় লাভ করেন। মুক্তা রানী দাস (ফুটবল)৩৬৮৩৮ ভোট।
শিউলি রানী দাস (কলস)প্রতিকে ৩৮৪২ ভোট পেয়েছেন।
উপজেলা নির্বাচনে বানিয়াচং উপজেলায় মোট ভোটার সংখ্যা ২ লক্ষ ৭৮ হাজার ৯০৮ জন। উপজেলায় ভোটার সংখ্যা থাকলেও ভোট কেন্দ্র গুলোতে ভোটার উপস্থিতি ছিলো কম।
এদিকে দায়িত্বে থাকা উপজেলা নির্বাচনের রির্টানিং কর্মকর্তা মো:মাহবুবুর রহমান জানান,একটি কেন্দ্র(১০১) থেকে আমাদের নির্বাচনে দায়িত্ব পালনকারীদের মধ্যে একটি গাড়ি নষ্ট হওয়ার কারনে এবং ভাটি এলাকায় হওয়ায় তারা পায়ে হেঁটে রওয়ানা দিয়েছেন।
আমরা তাদেরকে আনার জন্য গাড়ি পাঠানোর ব্যবস্হা করেছি।
যার কারনে রাত ১২ টার মতো হয়ে গেছে।আশাকরি কিছুক্ষণের ভিতরে তারা এসে পৌঁছে যাবেন।
তারপরও তিনি বলেন,আমাদের হাতে যদিও হোয়াটসঅ্যাপের মাধ্যমে এই কেন্দ্রের ফলাফল চলে এসেছে।তারা আসার সাথে সাথে ঐ আমরা এই কেন্দ্রের ফলাফল ঘোষণা করবো।
তিনি আরও বলেন,যেমনটি চেয়েছিলাম আমরা নির্বাচনে আচরণবিধি প্রতিপালনে পুলিশ, বিজিবি,
র্যাবসহ অন্যান্য আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যগন দিনরাত মাঠে কাজ করে সুন্দর পরিবেশের মধ্যে দিয়ে সুষ্ঠ ভাবে নির্বাচনটি উপহার দিতে পেরেছি।
আশাকরি সুন্দর ও সুষ্ঠ পরিবেশের মধ্যে দিয়ে শান্তিপূর্ণ ভাবে নির্বাচনটি উপহার দিতে পেরেছি।
সম্পাদক মন্ডলীর সভাপতি : মো: আব্দুর রকিব
সম্পাদক ও প্রকাশক: সাখাওয়াত হোসেন টিটু
সহযোগী সম্পাদক : তোফাজ্জল হোসেন অপু, ব্যবস্থাপনা সম্পাদক : গাজীউর রহমান ইমরান
বার্তা সম্পাদক : কামরুজজামান আল রিয়াদ, নির্বাহী সম্পাদক : মো: জালাল উদ্দিন রুমী।
অফিস-১ : উদয়ন আবাসিক এলাকা শায়েস্তাগঞ্জ, হবিগঞ্জ।
আঞ্চলিক অফিস : নূরপুর হাইস্কুল রোড, শায়েস্তাগঞ্জ, হবিগঞ্জ।
নিউজ প্রেরনের জন্য e-mail : shaistaganjnews@gmail.com
Web site- www.shaistaganj.com
মোবাইল নাম্বার- ০১৭৪০৯৪৩০৮২ (সম্পাদক ও প্রকাশক)
মোবাইল নাম্বার- ০১৭১৬৪৩৯৬২৫ (বার্তা সম্পাদক )
© All rights reserved © 2023 shaistaganj