মোঃ আশিকুর রহমান, আজমিরীগঞ্জ :
মাঠে মাঠে সোনালী ফসল। সেই ফসলের মৌ মৌ গন্ধে মাতোয়ারা কৃষক। এমন চিত্র দেখা গেছে হবিগঞ্জ জেলার আজমিরীগঞ্জ উপজেলার হাওর গুলোতে।
সরেজমিনে হাওর ঘুরে দেখা যায়, বাতাসে দুলছে বোরো ধানের শীষ। পাকা, আধা পাকা, কৃষকের কষ্টার্জিত আবাদকৃত ফসল মাঠের পর মাঠ সুবাস ছড়াচ্ছে। এরমধ্যে এসব ধান কাটার ধুম পড়েছে। ভালো ফলন হওয়ায় কৃষকের চোখে মুখে হাসির ঝিলিক দেখা গেছে। কৃষকদের সাথে কথা বলে জানা যায় এবারের বাম্পারে ফলনে কৃষকরা আনন্দিত, তবে শ্রমিক সংকট থাকায় চিন্তায় আছেন কৃষকরা।
গ্রামের কৃষক বলেন, এবার খুবই ভালো আবাদ হয়েছে। প্রতি খের মিলছে ২০—২৫ মন ধান। ফলনে আমরা খুবই খুশি। এখন পর্যন্ত আবহাওয়া অনুকূলে আছে। বাকি দিন গুলি এ রকম থাকলে গোলায় ধান উঠাতে পারব।
আরেক কৃষক জানান, চাহিদার চেয়ে ভালো ফলন হওয়াতে খুবই আনন্দিত।
উপজেলা কৃষি অফিস সূত্র জানায় আজমিরীগঞ্জ উপজেলায় লক্ষ মাত্রা ১৪ হাজার ৬২৩হেক্টর, ১৪ হাজার ৬২৫ হেক্টর জমি আবাদ অর্জিত হয়ছে। উৎপাদন প্রতি হেক্টর যে লক্ষ্য মাত্রা ছিল তা ছাড়িয়ে বাম্পার ফলন হবে,।
আজমিরীগঞ্জ উপজেলা কৃষি কর্মকতা লুৎফে আল মুঈজ বলেন, হাওরে এখন ধান কাটা পড়েছে। এবারে খুবই ভালো আবাদ হয়েছে।লক্ষ মাত্রা ১৪ হাজার ৬২৩হেক্টর, ১৪ হাজার ৬২৫ হেক্টর জমি আবাদ অর্জিত হয়ছে। উৎপাদন প্রতি হেক্টর যে লক্ষ্য মাত্রা ছিল তা ছাড়িয়ে বাম্পার ফলন হবে, যদি প্রাকৃতিক দোর্যোগ না আসে আশা করা যায় সুন্দর ভাবে ফসল কৃষের ঘরে উঠবে।
সম্পাদক মন্ডলীর সভাপতি : মো: আব্দুর রকিব
সম্পাদক ও প্রকাশক: সাখাওয়াত হোসেন টিটু
সহযোগী সম্পাদক : তোফাজ্জল হোসেন অপু, ব্যবস্থাপনা সম্পাদক : গাজীউর রহমান ইমরান
বার্তা সম্পাদক : কামরুজজামান আল রিয়াদ, নির্বাহী সম্পাদক : মো: জালাল উদ্দিন রুমী।
অফিস-১ : উদয়ন আবাসিক এলাকা শায়েস্তাগঞ্জ, হবিগঞ্জ।
আঞ্চলিক অফিস : নূরপুর হাইস্কুল রোড, শায়েস্তাগঞ্জ, হবিগঞ্জ।
নিউজ প্রেরনের জন্য e-mail : shaistaganjnews@gmail.com
Web site- www.shaistaganj.com
মোবাইল নাম্বার- ০১৭৪০৯৪৩০৮২ (সম্পাদক ও প্রকাশক)
মোবাইল নাম্বার- ০১৭১৬৪৩৯৬২৫ (বার্তা সম্পাদক )
© All rights reserved © 2023 shaistaganj