মাধবপুর(হবিগঞ্জ)প্রতিনিধি :
হবিগঞ্জের মাধবপুরে গাবতলি সিএনজি ষ্ট্যান্ডে চাঁদা উত্তোলনকে কেন্দ্র করে শ্রমিক ও পৌরসভার কাউন্সিলরদের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়া ও সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে কাউন্সিলর সহ উভয় পক্ষের ২০ জন আহত হয়েছে।
বৃহস্পতিবার দুপুরে মাধবপুর কাটিয়ারা গাবতলি সিএনজি ষ্ট্যন্ডে এ ঘটনা ঘটেছে। এ ঘটনায় শ্রমিক ও মাধবপুর পৌর কর্তৃপক্ষ পরস্পর বিরোধী বক্তব্য দিয়েছেন।
বৃহস্পতিবার বিকেলে মাধবপুর পৌরসভার সচিব আমিনুল ইসলাম এ ঘটনার বর্ননা করে সাংবাদিকদের জানান, মাধবপুর কাটিয়ারা সিএনজি ষ্ট্যান্ড ১৪৩১ বাংলা সনে ইজারা দেওয়ার জন্য আহবান করা হলে কাক্ষিত দরদাতা পাওয়া যায়নি। ইজারা নীতিমালা অনুযায়ী বৃহস্পতিবার সকালে মাধবপুর পৌর কর্তৃপক্ষ টোল আদায় করতেছিল। কিন্তু দুপুর বেলায় শ্রমিক সহ শতাধিক লোক দা লাঠি নিয়ে পৌরসভার কর্মচারী ও কাউন্সিলরদের আক্রমন করে।
এতে কাউন্সিলর জহিরুল ইসলাম, কাউন্সিলর হাকিম, পৌর কর্মচারী উৎপল সাহা ও সোহেল মিয়াসহ ১০/১২ জন আহত হয়। এদিকে কাটিয়ারা গাবতলি সিএনজি ষ্ট্যান্ডের শ্রমিক নেতা লোকমান হোসেন জানান বৃহস্পতিবার সকালে মাধবপুর পৌরসভার মেয়রের নির্দেশে পৌরসভার লোকজন সিএনজি থেকে চাঁদা উত্তোলন শুরু করে।
এ সময় সিএনজি চালকরা চাঁদা দিতে অস্বীকৃতি করলে পৌরসভার লোকজন শ্রমিকদের ওপর হামলা করে। এতে শ্রমিক চেরাগ আলী, হারুন মিয়া, কামাল মিয়া, হারিছ মিয়া, হাকিম মিয়া, আমির হোসেন, বাছির মিয়া ও মোহন মিয়া সহ ১০/১২ জন আহত হয়েছে।
এ ঘটনায় শ্রমিকরা মাধবপুর থানায় মামলা করবেন বলে জানায়। মাধবপুর পৌরসভার মেয়র হাবিবুর রহমান মানিক জানান আইন অনুযায়ী টোল আদায় করতে গিয়ে কাউন্সিলর সহ পৌরসভার কর্মচারীদের পিটিয়ে আহত করা হয়েছে।
সন্ত্রাসী ও হামলাকারিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। মাধবপুর থানার অফিসার ইনচার্জ রকিবুল ইসলাম খান জানান ঘটনার খবর পেয়ে পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রন করেছে। অভিযোগ পেলে পুলিশ আইনগত ব্যবস্থা করবে।
সম্পাদক মন্ডলীর সভাপতি : মো: আব্দুর রকিব
সম্পাদক ও প্রকাশক: সাখাওয়াত হোসেন টিটু
সহযোগী সম্পাদক : তোফাজ্জল হোসেন অপু, ব্যবস্থাপনা সম্পাদক : গাজীউর রহমান ইমরান
বার্তা সম্পাদক : কামরুজজামান আল রিয়াদ, নির্বাহী সম্পাদক : মো: জালাল উদ্দিন রুমী।
অফিস-১ : উদয়ন আবাসিক এলাকা শায়েস্তাগঞ্জ, হবিগঞ্জ।
আঞ্চলিক অফিস : নূরপুর হাইস্কুল রোড, শায়েস্তাগঞ্জ, হবিগঞ্জ।
নিউজ প্রেরনের জন্য e-mail : shaistaganjnews@gmail.com
Web site- www.shaistaganj.com
মোবাইল নাম্বার- ০১৭৪০৯৪৩০৮২ (সম্পাদক ও প্রকাশক)
মোবাইল নাম্বার- ০১৭১৬৪৩৯৬২৫ (বার্তা সম্পাদক )
© All rights reserved © 2023 shaistaganj